• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘এবার এশিয়া কাপ সম্ভব না’

স্পোর্টশ ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানের যেতে রাজী না হওয়ায় ভেন্যু বদলে হলো শ্রীলঙ্কা। এরপরও বাতিলের অপেক্ষায় আসন্ন আসর।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ টি-টোয়েন্টি হতে পারত প্রস্তুতির বড় আসর। কিন্তু করোনা মহামারিতে সব উল্টেপাল্টে গেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতেও হয়েছে বড় ঝামেলা। ছোট করে আনা সূচির ফাইনাল নেয়া হয়েছে আগামী জুনে। এখানেই বিপত্তি। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি গণমাধ্যমকে জানান এমন তথ্য।

‘আগামী জুনে অনুষ্ঠিত হবার কথা এশিয়া কাপ টি-টোয়েন্টি’র আসর। একই সময়ে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। তাই এই আসর স্থগিত হয়ে পুনরায় অনুষ্ঠিত হতে পারে ২০২৩ সালে।’

তবে অফিসিয়ালি ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।

‘আমরা অফিসিয়ালি ঘোষণার জন্য অপেক্ষা করছি। তবে এ বছর যে এশিয়া কাপ হচ্ছে না সেটা নিশ্চিত।’

এরইমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রতিপক্ষ হবার দৌড়ে এগিয়ে নিউজিল্যান্ড।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh