• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্বজনপ্রীতির অভিযোগ উড়িয়ে শচিনপুত্রের পাশে ফারহান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১
#arjun_tendulkar farhan akhtar mumbai indianS, RTV ONLINE
ফারহান আখতার ও অর্জুৃন কাপুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। ভিত্তি মূল্য ২০ লাখ রুপিতে ডান-হাতি এই পেসারকে নিজেদের করে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। এই দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচিন। মেন্টরের ভূমিকায় ছিলেন তিনি। বাবার সাবেক দলে সুযোগ পাওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা। শুধু শচিনের সন্তান বলেই কী অর্জুনকে দলে ভিড়িয়েছে মুম্বাই?

এমন প্রশ্ন যখন চারিদিকে তখন ২১ বছর বয়সী বোলারের পাশে কাঁধে হাত রাখলেন বলিউডের তারকা পরিচালক ফারহান আখতার।

দিল চাহাতা হ্যায় ও ডন টু সিনেমার নির্মাতা এক টুইট পোস্টে বলেন, ‘আমার মনে হয়েছে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে কথা বলা উচিৎ। এমরা একই জিমে যাই। ভালো ক্রিকেটার হতে নিজেকে ফিট রাখতে কতটা কষ্ট করছেন সেটা খুব কাছ থেকে দেখেছি।’

সমালোচকদের প্রতি ফারহান আখতার বলেন, ‘তার (অর্জুন) বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তোলা অন্যায় এবং নিষ্ঠুর। তার আগ্রহ ধ্বংস করবেন না। যাত্রা শুরুর আগেই তাকে দমিয়ে দিবেন না।’

এদিকে অর্জুনকে কেনার ব্যাখ্যা দিয়েছেন দলটির কোচ মাহেলা জয়াবর্ধনেও।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেছেন, ‘অর্জুনকে নেয়া হয়েছে তার প্রতিভার জন্যই। হ্যাঁ, ওর নামের পেছনে শচিনের নাম আছে ঠিক তবে অর্জুনের সুবিধা, সে বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় শচিনও গর্ববোধ করবে ছেলে অর্জুনের মতো বল করতে পারলে।’

পক্ষ নিয়েছেন মুম্বাইয়ের বোলিং কোচ জাহির খান। ভারতীয় এই সাবেক তারকা পেসার বলেন,
‘গেল বছর দুবাইতে অর্জুনের সঙ্গে নেটে কাজ করেছি। দারুণ মেধাবী এবং পরিশ্রমী তিনি। তার মধ্যে শেখার ইচ্ছে প্রবল। এবারের আসরে সে মূল দলেই আছে, অভিজ্ঞদের সঙ্গে থেকে অনেক কিছুই শিখতে পারবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
মোস্তাফিজের নতুন নাম দিলো চেন্নাই
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
X
Fresh