• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তাসকিনের আঙুলে তিন সেলাই, অপেক্ষা ৭২ ঘণ্টার 

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ১১:৫৮
taskin ahmed bcb rtvonline
তাসকিন আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান তাসকিন আহমেদ। সোমবার চোট পেয়ে দ্রুত মাঠ ছাড়তে হয়েছিল ডান-হাতি এই পেসারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি সেলাই হয়েছে বাম-হাতের আঙুলে।

মঙ্গলবার ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, সোমবার রাতেই তার আঙুলে সেলাই দেয়া হয়েছে। অপেক্ষা করতে হবে ৭২ ঘণ্টার। এর পর বোঝা যাবে অবস্থা।

তিনি বলেন, ‘তাসকিনের হাতে তিন সেলাই দেয়া হয়েছে। ৭২ ঘণ্টা আমরা তাকে পর্যবেক্ষণ করব।’

দীর্ঘদিন টাইগারদের জার্সিতে খেলা হয়নি তাসকিনের। করোনার দাপট শুরু হওয়ার পর বিসিবি প্রেসিডেন্ট'স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে নজর কেড়েছেন তিনি। তাই দলে রাখা হয়েছিল ওয়ানডে দলের প্রাথমিক স্কোয়াডে।

আগামী ২০ জানুয়ারি বসবে প্রথম ওয়ানডে। দুইদিন পর আবারও মুখোমুখি হবে দুই দল। ৫০ ওভারের ক্রিকেটের শেষ ম্যাচটি বসবে ২৫ জানুয়ারি।
সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে রাজধানী ঢাকায়। শেষ ওয়ানডে বসবে চট্টগ্রামে।

ইনজুরির ধরন অনুযায়ী ২৫ বছর বয়সী এই পেসারকে নিয়ে আশাবাদী বিসিবি চিকিৎসকরা।

ডা. মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘ফ্র্যাকচার হয়নি কোনও, শুধু চামড়ায় সমস্যা হওয়াতে তাসকিনকে মাঠে পাওয়া নিয়ে আমরা আশাবাদী।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh