• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সালাউদ্দিনের সঙ্গে আমার বিরোধ নেই, নির্বাচিত হয়ে মহি

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৫:২৮
bangladesh football federation election 2020, kazi salahuddin, ‍bff vice president candidate, tabith awal, mohiuddin mohi,
ছবি- বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে জয়ী হয়েই সভাপতি কাজী মো. সালাউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ মহিউদ্দিন আহমেদ মহি।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে জয় তুলে নেয় সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি।

গেল ৩ অক্টোবরের বাফুফে নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে সমান ৬৫ ভোট পেয়ে এই দুই প্রার্থীর মাঝে টাই হয়।

এদিন আবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩৯ ডেলিগেটদের মধ্যে ১৩০ জন ভোট প্রদান করেন। এতে মহি ৬৭ ও তাবিথ ৬৩ ভোট পান।

নির্বাচনের আগে সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের বিরুদ্ধে সমন্বয় পরিষদের হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন মহি।

বাফুফের আগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপালনকালে সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলে শিরোনামে এসেছিলেন। নির্বাচনের আগে বাফুফে প্রধানকেও বারবার
মহির বিরুদ্ধে কথা বলতে শোনা যায়।

যদিও ব্রার্দাস ক্লাবের ডিরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রাপ্ত এই সংগঠক নির্বাচিত হয়েই সুর পাল্টালেন।

এদিন মহির সামনে প্রশ্ন রাখা হয় বাফুফে সভাপতির সঙ্গে তার যে দূরত্ব সেটাকে পাশ কাটিয়ে চার বছর ‍কীভাবে কাজ করবেন?

জবাবে তিনি বলেন, ‘এটা সঠিক নয়। আমার সঙ্গে কখনওই ফেডারেশন সভাপতির দূরত্ব তৈরি হয়নি। আমি কথা কথা বলেছি। ঠিক আছে, আমারও ভুল থাকতে পারে। তার সঙ্গে আমার দূরত্ব আছে সেটা সঠিক নয়।’

নবনির্বাচিত সহ-সভাপতির দাবি তার সঙ্গে ফেডারেশন প্রধানের কোনও ব্যক্তিগত বিরোধ নেই।

মহি বলেন, ‘তিনি ব্যাপক ভোটে আবারও নির্বাচিত হয়েছেন। তার মানে ডেলিগেটরা মনে করে, তাদের যোগ্য নেতা কাজী সালাউদ্দিন। আমি নিজেও ক্লাব চালাই। আমার ক্লাবের যে ডেলিগেট আছেন হয়তো তিনিও সালাউদ্দিনকেই যোগ্য প্রার্থী মনে করেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই। আমরা যখন ছোট্টশিশু তখন তিনি বাংলাদেশের ফুটবলের মহাতারকা। বয়সে আমার বাবার সমান। দিন শেষে আমরা যারা ফুটবলকে ভালোবাসি, সবাই চাই ফুটবলকে এগিয়ে নিতে। যে কোনও সিদ্ধান্ত যেটার মাধ্যমে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে সেটার সঙ্গে আমি আছি, আমি থাকবো।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
X
Fresh