• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বাংলাদেশ সফরের আগে নেপাল দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২০, ২২:১২
Corona Hana in the Nepal team before the Bangladesh tour
দশরথ স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন

নভেম্বরের ১৩ ও ১৭ তারিখে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে নেপাল ফুটবল। তার আগে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার আগে দলের সবার করোনা পরীক্ষা হয়। তাতেই ৪ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। আজই প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল।

তার আগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৪ জন খেলোয়াড়ের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। অনুশীলন ক্যাম্পের জন্য গত বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

আরেকটি টুইট বার্তায় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘২০১৫ সালের ২৫ আগস্ট ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ন্যাশনাল স্টেডিয়ামে (দশরথ স্টেডিয়াম) আজ প্রথমবারের মতো শুরু হয়েছে অনুশীলন। এখানে সব শেষ ম্যাচ হয়েছিল ২০১৫ বিশ্বকাপের বাচাই পর্বের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh