• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ম্যানচেস্টারে কাভানি, পিএসজির বিপক্ষে খেলবেন এই মাসেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১১:৪৯
cavani vs neymar, man-united-sign
পিএসজি ছেড়ে ম্যানচেস্টারে কাভানি

ইউরোপিয়ান ফুটবলের দলবদলের শেষ দিনে এডিনসন কাভানিকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। উরুগুয়ের অভিজ্ঞ এই ফরোয়ার্ডের হাত ধরে জৌলুশ ফিরবে এমন প্রত্যাশা ঐতিহ্যবাহী ক্লাবটির।

সোমবার ৩৩ বছর বয়সী এই তারকাকে দুই বছরের জন্য ফ্রি এজেন্ট হিসেবে নিজেদের কলে নিয়েছে রেড ডেভিলসরা। তবে এক বছরের মাথায় দুই পক্ষই চুক্তি ভঙ্গ করতে পারবে।

এক বিবৃতিতে কাভানি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেড। এই দলের অংশ হতে পারাটা সম্মানের।’

আগামী ১৭ অক্টোবর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে কাভানির। তিন দিন পর তার সদ্য সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে লড়বে ম্যানইউ।

প্যারিসের দলটিতে ২০১৩ সাল থেকে সাত মৌসুম কাটিয়েছেন তিনি। শুধু পিএসজির নয় ফ্রেঞ্চ লিগ ওয়ানের ইতিহাসে সেরা গোলদাতা এল ম্যাটাডর খ্যাত এই তারকা।

২০০৫ সালে উরুগুয়াইন ক্লাব দানুবিও দিয়ে ক্যারিয়ার শুরু কাভানির। পালেরমো ও নাপোলির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

২০০৮ সালে অভিষেক হওয়ার পর উরুগুয়ে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন ১১৬টি। লুইস সুয়ারেজের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (৫০) গোলের মালিক তিনি।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
৬ গোলের থ্রিলারে জয়বঞ্চিত পিএসজি
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh