• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সালাম মুর্শেদী ৯১, আসলাম ৪৪

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ২০:২০

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৯১ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন আবদুস সালাম মুর্শেদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো, আসালাম পেয়েছেন ৪৪ ভোট।

শনিবার সকাল থেকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে উপস্থিত হতে থাকেন ডেলিগেট ও প্রার্থীরা। বেলা ১১টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। দুপুর একটায় শেষ হয়ে এক ঘণ্টা পর শুরু হয় ভোট গ্রহণ।

এদিকে সভাপতি পদে কাজী মো. সালাউদ্দিন ৯৪ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট।

এদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ভোট প্রদান করেন ডেলিগেটরা। ১৩৯ জনের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ১৩৫ জন ডেলিগেট।

চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাফওয়ান সোবহান উপস্থিত হতে পারেননি।

এদিকে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেয়া বাদল রায়ও এদিন উপস্থিত হননি এদিন।

আরও পড়ুন:
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সালাউদ্দিন (ভিডিও)
ভোট গণনার সময় প্রবেশ করতে দেয়া হয়নি মানিককে

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে বসুন্ধরার বিশাল জয়
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
X
Fresh