• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

চলতি সপ্তায় দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ২০:২৬
Shakib is returning to the country this week
ফাইল ছবি

দীর্ঘ এক বছর কেটে গেল ব্যাট-বল ছাড়া। দেশ সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় ছিলেন জুয়াড়ির প্রস্তাব গোপন করায়। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। তার আগে চ্যালেঞ্জ নিজেকে ফিরে পাবার।

প্রথমে ইংল্যান্ডে অনুশীলন করার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সাকিব দেশেই ফিরছেন, অনুশীলনও করবেন এখানে। সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ৩১ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র থেকে এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।

দেশে এসে নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকবেন তিনি। এরপর অনুশীলন শুরু করবেন সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।

এদিকে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবার কথা শ্রীলঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সফরেও সাকিবকে পাবার আশা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

বলা হচ্ছে ২৪ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট তবে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। তাই আশা করা যাচ্ছে সাকিব দলের সঙ্গে যোগ দেবেন শেষ টেস্টে।

আরও পড়ুন: কোহালির সঙ্গে কোনও তুলনাই হয় না বাবরের: রমিজ রাজা

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
এবার জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
X
Fresh