• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

পিএসজি-লিপজিগ সেমিফাইনালের খুঁটিনাটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ১৯:০৭
di maria neymar
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার আরবি লিপজিগের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

মঙ্গলবার রাত একটায় খেলাটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

এর আগে কখনও একে অপরের বিপক্ষে খেলেনি ক্লাব দুইটি। প্রথমবারের মতো ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে ওঠার মিশন মুখোমুখি হচ্ছে। ২০০৯ সালে যাত্রা করা জার্মান ক্লাব লিপজিগ এবারই প্রথম উঠেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।

অন্যদিকে ১৯৯৪-৯৫ মৌসুমের পর শেষ চারে এসেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি।

দলটির কোচ টমাস টুখেলের জন্য সুসংবাদ হচ্ছে কিলিয়ান এমবাপেকে শুরু থেকেই কাজে লাগাতে পারবেন তিনি। ইনজুরি থেকে ফিরে আটালান্তার বিপক্ষে শেষ দিকে নেমেও দুর্দান্ত ছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড। অন্যদিকে হলুদ কার্ডের কারণে মাঠে নামার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়া। সেমিতে দলের সঙ্গে মাঠে নামলে নিশ্চিত বাড়তি শক্তি যোগাবেন এই আর্জেন্টাইন তারকা।

তবে নেইমারদের জন্য একটি দুসংবাদও রয়েছে। দলের নিয়মিত গোলরক্ষক কেইলরকে পাওয়া যাবে না এই ম্যাচে। কোস্টারিকান জাতীয় দলের তারকা কোয়ার্টারে চোট পেয়ে ছিটকে পড়েছেন। তার বদলে খেলবেন স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ডি মারিয়াকে দলে নিতে চায় মায়ামি 
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
৬ গোলের থ্রিলারে জয়বঞ্চিত পিএসজি
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
X
Fresh