logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

অলস পড়ে থাকা টাকায় জ্বালানি উন্নয়নে তহবিল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের (ভিডিও)

অলস পড়ে থাকা টাকায় জ্বালানি উন্নয়নে তহবিল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের
বিভিন্ন সময় বিদ্যুৎ, কয়লা ও গ্যাসখাতের উন্নয়নে বিনিয়োগের পরও সরকারের কাছে অতিরিক্ত জমা রয়েছে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা। এছাড়া, ভোক্তার বিল পরিশোধ থেকে পাওয়া অর্থের একটি অংশ রাখা হয়েছে জামানত হিসেবে। যার পরিমাণ ১০ হাজার কোটি টাকার কম নয়।

ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের প্রস্তাব, সব মিলে প্রায় ৮০ হাজার কোটি টাকার এই অর্থ পড়ে আছে অসলভাবে। যা দিয়ে জ্বালানিখাতের সমন্বিত উন্নয়নের জন্য একটি তহবিল গঠন করা সম্ভব বলে মনে করেন সংস্থাটির জ্বালানি উপদেষ্টা ড. শাসসুল আলম।

সংস্থাটির মতে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসির অধীনে পরিকল্পিতভাবে এই তহবিল গঠন করা গেলে দাম বৃদ্ধি করে আর উৎপাদনের ঘাটতি মেটাতে হবে না। প্রয়োজন হবে না চড়া সুদে ব্যাংক ঋণের।

তবে বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎসহ জ্বালানির দাম নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান দিতে পারে কেবল নিজস্ব গ্যাস। এর জন্য জোর দিতে হবে নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান এবং উত্তোলনে।

আর এ জন্য রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে শক্তিশালী করতে সরকারকে আরও উদ্যোগী ভূমিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

এমকে

RTVPLUS