• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ইজতেমায় এসেও ইবিট লিও ব্যস্ত কনটেন্ট তৈরিতে

আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১
লিও
সংগৃহীত

আলোচিত সমাজকর্মী ইবিট লিও। তিনি মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ বলে খ্যাত। বাংলাদেশে এসে তিনি যোগ দিয়েছেন ইজতেমায়। এর আগে তিনি তার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ সুন্দর।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম পাশে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। এরই মধ্যে তিনি কয়েকটি কনটেন্ট তৈরি করেছেন। তার অনুসারীরাও তাকে নিয়ে কনটেন্ট তৈরি করছেন।

ইজতেমার মাঠে তাকে ঘিরে রাখতে দেখা যায় ফেসবুক ফ্যান-ফলোয়ারদের। এ সময় তারা সেলফি তুলে এবং লাইভ স্ট্রিমিং করে তার সাক্ষাৎকার প্রচার করে। এতে বেশ উৎসাহ দিতে দেখা যায় ইবিট লিওকে।

এর আগে বুধবার অপর এক পোস্টে ক্যাপশন লেখেন, দোয়াকান, ফ্লাই টু ঢাকা বাংলাদেশ’। অপর এক পোস্টে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ বাংলাদেশ, বিউটিফুল।

ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ডা. রফিকুল ইসলাম বলেন, ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। তিনি আখেরি মোনাজাতে অংশ নেবেন।

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রেতা সংকটে বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি
ইজতেমায় আসা মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু
আখেরি মোনাজাত শেষ, ফিরতি পথে মুসল্লিদের ঢল
ইজতেমায় আখেরি মোনাজাতে লাখো মুসল্লি
X
Fresh