• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইজতেমায় আসা মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০
ইজতেমায় আসা মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা আজহার বিন মোহাম্মদ (৫৯) নামে এক মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়ার সমন্বয়কারী মো. সায়েম জানান, ইজতেমা শেষে জামাতের সঙ্গে দেশের বিভিন্ন মসজিদে পাঠানো হয়। মালয়েশিয়ার নাগরিক আজহার বিন মোহাম্মদকেও অন্যান্য সাথীদের সঙ্গে মিরপুরে একটি মসজিদে পাঠানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগামী ২২ ফেব্রুয়ারি তার দেশ মালয়েশিয়া ফেরার কথা ছিল।

এর আগে, চলতি বছরের ইজতেমার প্রথম পর্ব গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি সকালে শেষ হয়। দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, কয়েক বছর থেকে তাবলিগের দুই গ্রুপ আলাদা করে একই জায়গায় ইজতেমার আয়োজন করছেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোরো খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
X
Fresh