• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব ভারতের
হাই কমিশনার প্রণয় ভার্মা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণচুক্তির বিষয়টিও প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার অংশ। প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকগুলো বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করে নিতে আগ্রহী ভারত, যার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিও রয়েছে। মঙ্গলবার ঢাকায় ‘ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম’ বিষয়ে এক সেমিনারে দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা এমন সম্ভাবনার বিষয়ে কথা বলেন।  এই সেমিনারকে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন হাই কমিশনার।  হাই কমিশনারকে উদ্ধৃত করে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাকে ‘পরবর্তী স্তরে’ উন্নীত করা হবে।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেইক ইন ইন্ডিয়া’ এবং ‘মেইক ফর দ্য ওয়ার্ল্ড’ দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির বিভিন্ন দিক সেমিনারে তুলে ধরেন প্রণয় ভার্মা।  তিনি বলেন, ওই দর্শনে পরিচালিত হওয়ায় ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে বিপুল বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি প্রতিরক্ষা রপ্তানিও বাড়িয়েছে।  বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম আর শামীমও সেমিনারে বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন, আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরা। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দেশটির সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানি। 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৯

দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ডেন্টাল সরঞ্জাম
বর্তমানে দেশেই তৈরি হচ্ছে দাঁতের চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম। এখন থেকে আর ডলার খরচ করে ডেন্টাল ইউনিটের উপকরণসামগ্রী আমদানি করার প্রয়োজন হবে না। এসব সরঞ্জামের গুণগতমান আমদানিকৃত সরঞ্জামের চেয়ে অনেক ভালো এবং টেকসই। খরচও তুলনামূলক অনেক কম। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক ডেন্টাল এক্সিবিশন ও মিটিংয়ের সমাপনী দিনে এসব কথা বলেন উদ্যোক্তারা। তারা জানান, উপকরণগুলো দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্মার্ট ডেন্টাল প্রতিষ্ঠায় সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। সরকারি পৃষ্ঠপোষকতা পেলেই এই শিল্প হয়ে উঠতে পারে বাংলাদেশের সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত। কর্মসংস্থান হতে পারে অসংখ্য মানুষের। উদ্যোক্তারা জানান, ডেন্টাল শিল্পের শতকরা ৯৯ ভাগ উপকরণই আমদানি করতে হয়। এতে একদিকে দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে এসব সরঞ্জাম কিনতে ক্রেতাদেরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এসব বিবেচনায় দেশেই ডেন্টাল ইউনিটের প্রয়োজনীয় উপকরণ উৎপাদন শুরু করা হয়েছে। এ বিষয়ে ফিক্সগ্রিন ডেন্টাল সাপ্লাই এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া আহমদ বলেন, ‘দাঁতের চিকিৎসায় সর্বপ্রথম যেটির প্রয়োজন হয় তা হচ্ছে ডেন্টাল ইউনিট। এই প্রধান উপকরণটাই আমরা উৎপাদন করছি। যদি বিদেশি কোম্পানিগুলোর প্রোডাক্টের সঙ্গে তুলনা করা হয় তাহলে অলমোস্ট ওদের যে ফ্যাসিলিটিজ তার সবই আমরা এই ইউনিটে দিচ্ছি। কিন্তু মূল্য এত অল্প যে ওদের থেকে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ কম মূল্যে আমরা প্রেডাক্টটা দিতে পারছি।’ ডেন্টাল ইউনিটের বাংলাদেশি পণ্য বিদেশে রফতানির প্রচুর সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‌‘আমাদের ডেন্টাল ইউনিট মূলত আমদানি নির্ভর। ডেন্টালের সবকিছু শুরু হয় এই ইউনিট দিয়ে। চীনের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে আমাদের উৎপাদিত প্রোডাক্ট কোনো অংশেই কম নয়। আমি আমাদের কোম্পানির একটি চেয়ারের কথাই ধরি। আমাদের এখানে খরচ অনেক কম। উৎপাদন খরচও স্বল্প। শ্রমও সস্তা। তাই বিদেশ থেকে কোনো চেয়ার যে টাকায় কিনে আনা হয় তার অনেক কম মূল্যেই এটা আমাদের কাছ থেকে ক্রেতারা নিতে পারেন। এভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।’
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৮

উইকিলিকসে সিআইএর হ্যাকিং সরঞ্জাম ফাঁস, মার্কিন কর্মকর্তার ৪০ বছর কারাদণ্ড
বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও গোপন নথি ফাঁস করে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্টস এজেন্সির (সিআইএ) হ্যাকিং সরঞ্জাম ফাঁসের ঘটনায় সংস্থাটির সাবেক এক কর্মকর্তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসির। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কের একটি আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ওই সিআইএ কর্মকর্তার নাম জোশুয়া শুল্টে বলে জানা গেছে। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাটির সেন্টার ফর সাইবার ইন্টেলিজেন্স বিভাগে সফটওয়্যার ডেভেলপার হিসাবে নিযুক্ত ছিলেন। বিভিন্ন সংগঠন এবং বিদেশি সরকারের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি করে বিভাগটি।  অবশ্য ২০১৮ সাল থেকেই কারাগারে আটক আছেন শুল্টে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রসিকিউটররা তাকে সিআইএয়ের ‘ভল্ট সেভেন’-এর টুল ফাঁস করার জন্য অভিযুক্ত করেছে। এই টুলসগুলো ব্যবহার করে স্মার্টফোন হ্যাক করতো গোয়েন্দা কর্মকর্তারা।  আদালত জানায়, ২০১৭ সালে উইকিলিকসে প্রায় আট হাজার ৭৬১টি নথি শেয়ার করেছিলেন শুল্টে, যা সিআইএর ইতিহাসে সবচেয়ে বড় তথ্য লঙ্ঘন। এফবিআই তার কাছে থেকে শিশু নির্যাতনের ছবিও জব্দ করেছে। তবে, ৩৫ বছর বয়সী সাবেক এই সিআইএ কর্মকর্তা বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন। এরপরও তাকে ২০২০, ২০২২ ও ২০২৩ সালে নিউইয়র্কে তিনটি আলাদা ফেডারেল বিচারে দোষী সাব্যস্ত করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার তাকে গুপ্তচরবৃত্তি, কম্পিউটার হ্যাকিং, আদালত অবমাননা, এফবিআইকে মিথ্যা বিবৃতি দেওয়া ও শিশু নির্যাতনের ছবি রাখার অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হলো।  মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেছেন, জোশুয়া শুল্টে যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সবচেয়ে নির্লজ্জ ও জঘন্য অপরাধ করেছেন। নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।  
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫

জামালপুর-১ আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
জামালপুর-১ আসনে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বাক্সসহ সরঞ্জামাদী হস্তান্তর করা হয়। বকশীগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত জানান, বকশীগঞ্জ উপজেলায় ৫৩টি ভোটকেন্দ্রের সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ ছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রে সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। আগামীকাল ৭ জানুয়ারি ভোর থেকে কড়া নিরাপত্তায় ভোটের ব্যালট পেপার বিতরণ করা হবে। নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৪ লাখ ১ হাজার ৪৯৯ জন ভোটার ভোট প্রদান করবেন। নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ , জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বাবু এবং তৃণমূল বিএনপির গোলাম মোস্তফাসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৯:২০

ঢাকায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ভোটের সরঞ্জাম
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটের আগের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এসব সরঞ্জামের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ব্যালট পেপার বাদে ঢাকার আসনগুলোর ভোটকেন্দ্রে পাঠানো হয় প্রার্থীদের মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণবিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন ধরনের ফরমসহ প্রায় ২০ রকমের সরঞ্জামাদি। রাজধানীর ১৫টি পয়েন্ট থেকে বিতরণ করা হয় ঢাকার ১৫টি আসনে ভোটের সরঞ্জাম। প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ, আনসার একটি করে টিম পরিবহনসহ কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম নিয়ে যান। তারা ভোটকেন্দ্র প্রস্তুত করে সেখানেই রাতে অবস্থান করবেন। এবার ঢাকা মহনগরীর ১৫টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন ১২৬ জন প্রার্থী। প্রায় ৩ হাজার কেন্দ্রে পোলিং এজেন্ট থাকবে ৩৭ হাজার ৭৯৩ জন। উল্লেখ্য, এবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। ভোটের নিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ  সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ভোটগ্রহণের কাজে ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকবেন। এ ছাড়াও স্ট্যান্ডবাই থাকবেন ১ লাখ কর্মকর্তা-কর্মচারী। ৩ হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক মাঠে থাকছেন। তারা যেকোনো অপরাধে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবেন। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এ ছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
০৬ জানুয়ারি ২০২৪, ১৯:১৭

হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
নোয়াখালী-৬ আসনের হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে ব্যালেটবাক্সসহ নির্বাচনের সরঞ্জাম।  শনিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে হরনী ও চানন্দি নামে দুটি ইউনিয়ন রয়েছে। এই দুটি ইউনিয়নে ২২টি ভোটকেন্দ্রে রয়েছে। হাতিয়া থেকে সি-ট্রাকে নদী পাড়ি দিয়ে কর্মকর্তারা নির্বাচনের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছান। আগামীকাল রোববার ভোটগ্রহণ শেষে তারা আবার  হাতিয়ায় ফিরে আসবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, নদীর ওপারে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা পৌঁছেছেন। কোথাও কোনো সমস্যা হয়নি। হাতিয়ায় ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। মোটকেন্দ্র ৯৬টি।
০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫০

নড়াইলে নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে
নড়াইল-১ ও ২ এর নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সরঞ্জাম বিতরণ উদ্বোধন করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ছাড়াও নির্বাচনে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ৬টি স্টল করে যার যার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল-১ আসনে মোট কেন্দ্র ১১০টি, ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন, মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন। অপরদিকে নড়াইল-২ আসনে মোট কেন্দ্র ১৪৭টি, ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন। উল্লেখ্য, নড়াইল-১ আসনে মোট ৬ জন, নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৮

বগুড়ার ৯৬৯ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৬৯ কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) জেলার সবগুলো উপজেলা পরিষদ থেকে ভোটগ্রহণ কর্মকর্তারা মালামাল বুঝে নিয়ে কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জেলার ৯৬৯ ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকা হিসেবে বিবেচিত ১১৩টি ভোটকেন্দ্রে শনিবারই ব্যালট পেপার পৌঁছে যাবে। বাকি কেন্দ্রগুলোতে রোববার সকালে যাবে ব্যালট। বগুড়ার সাতটি আসনে এবার মোট ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। আসনগুলোতে সংসদ সদস্য হতে লড়াই করছেন ৫৮ জন প্রার্থী। এরমধ্যে ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী ৪০ জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন ১৮ জন প্রার্থী লড়ছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৬

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তা, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও আনসার ভিডিপির সদস্যরা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। জেলার ৬৫০টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটার যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, এজন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও পুলিশের পাশাপাশি জেলাজুড়ে র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে শনিবার সকালে পুলিশ লাইনসে নির্বাচনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল।  এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৩২

চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম 
দ্বাদশ সংসদ নির্বাচনের উপলক্ষে চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে দুটি আসনের দুর্গমচরের মোট ২০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হচ্ছে।  শনিবার (৬ জানুয়ারি) দুপুরের পর থেকে এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।  জেলার মোট ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুর-৩ আসনের দুর্গমচরের ১৮টি ভোটকেন্দ্রে ও চাঁদপুর-২ আসনের দুটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম প্রেরণ করা হয়। বাকি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়