• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৫
নওগাঁ
ছবি- সংগৃহীত

নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তা, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও আনসার ভিডিপির সদস্যরা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

জেলার ৬৫০টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটার যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, এজন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও পুলিশের পাশাপাশি জেলাজুড়ে র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

এদিকে শনিবার সকালে পুলিশ লাইনসে নির্বাচনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল।

এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামইরহাটে গাঁজার বাগান ধ্বংস করল বিজিবি
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
X
Fresh