• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ার ৯৬৯ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:০০
নির্বাচনী সরঞ্জাম 
ছবি- সংগৃহীত

বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৬৯ কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) জেলার সবগুলো উপজেলা পরিষদ থেকে ভোটগ্রহণ কর্মকর্তারা মালামাল বুঝে নিয়ে কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জেলার ৯৬৯ ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকা হিসেবে বিবেচিত ১১৩টি ভোটকেন্দ্রে শনিবারই ব্যালট পেপার পৌঁছে যাবে। বাকি কেন্দ্রগুলোতে রোববার সকালে যাবে ব্যালট।

বগুড়ার সাতটি আসনে এবার মোট ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। আসনগুলোতে সংসদ সদস্য হতে লড়াই করছেন ৫৮ জন প্রার্থী। এরমধ্যে ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী ৪০ জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন ১৮ জন প্রার্থী লড়ছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮
জাল ভোট পড়লে ভোটকেন্দ্র বন্ধ: ইসি হাবিব
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বৃষ্টির জন্য বগুড়ায় ইসতিসকার নামাজ আদায়
X
Fresh