• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫
ব্যালট বাক্স

নোয়াখালী-৬ আসনের হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে ব্যালেটবাক্সসহ নির্বাচনের সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন।

হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে হরনী ও চানন্দি নামে দুটি ইউনিয়ন রয়েছে। এই দুটি ইউনিয়নে ২২টি ভোটকেন্দ্রে রয়েছে। হাতিয়া থেকে সি-ট্রাকে নদী পাড়ি দিয়ে কর্মকর্তারা নির্বাচনের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছান। আগামীকাল রোববার ভোটগ্রহণ শেষে তারা আবার হাতিয়ায় ফিরে আসবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, নদীর ওপারে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা পৌঁছেছেন। কোথাও কোনো সমস্যা হয়নি।

হাতিয়ায় ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। মোটকেন্দ্র ৯৬টি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘উপজেলা নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে’
বিগত নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে : ইসি রাশেদা 
ব্যালটে ভুল প্রতীক, কুটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত
সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যাপক সচেতনতা কার্যক্রম 
X
Fresh