• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান
বগুড়ার সাতমাথায় অগ্নিকাণ্ডে ১২টি ফলের দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।  শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়। ফল মার্কেটের ব্যবসায়ীরা জানান, শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। এসে দেখেন দোকানগুলো ভস্মীভূত হয়ে গেছে। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন। তিনি বলেন, এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আসলে আগুনের সূত্রপাত হলো কীভাবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরুপণ করা যায়নি। 
২৩ মার্চ ২০২৪, ১২:৫৮

বগুড়ায় স্বেচ্ছাসেবকের দুই নেতাকে কুপিয়ে জখম
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে ইফতারের পর কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম (৩০) ও একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর কুমার রায় (২৯)। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল আশংকাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে ও স্বেচ্ছাসেবক দল নেতা সাগর সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রসঞ্জিত রায় সঞ্জিত বলেন, আহত মোমিনুল ও সাগর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ি এলাকার বাসিন্দা। রেলওয়ে মার্কেট নিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে এ হামলা হয়ে থাকতে পারে। প্রসঞ্জিত রায় সঞ্জিত আরও বলেন, ইফতারের আধাঘণ্টা পর বিআরটিসি মার্কেটের সামনে থেকে মোমিনুল ও সাগর মোটরসাইকেলে সেউজগাড়ি দিকে আসছিলেন। এই সময় পেছন থেকে প্রায় ১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের শজিমেক হাসপাতালে আনা হয়। আহত সাগরের হাতে ও মোমিনুলের মাথায় একাধিক আঘাত করা হয়েছে। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, আহতদের মধ্যে মোমিনুলের অবস্থা আশংকাজনক। তাকে শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৩ মার্চ ২০২৪, ১২:১১

বগুড়ায় ‘রিভো মোবাইল’ ব্র্যান্ডের উদ্বোধন 
বাজারে এলো বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মোবাইল ব্র্যান্ড ‘রিভো মোবাইল’। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনা বিভিন্ন ফিচারের ফোনগুলো পাওয়া যাবে বগুড়া জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘নিউ সরকার ইলেকট্রনিকসে’ এবং সকল মোবাইল মার্কেটে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের টিএমএসএস মোবাইল মার্কেটে প্রধান অতিথি লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ এবং নিউ সরকার ইলেকট্রনিকক্সের স্বত্তাধিকারী শামীম সরকার আনুষ্ঠানিকভাবে কেক কেটে উদ্বোধন করেন ‘রিভো মোবাইল’ ব্র্যান্ড। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ বলেন, গুণগত মানসম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার ব্যাটারিসহ মোবাইল ফোনের পিসিবি উৎপন্ন করা হচ্ছে। গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ট্যারিটরি সেলস ম্যানেজার মো. মনিরুল ইসলাম এবং ইয়াসির আরাফাত এবং মোবাইল মার্কেটের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১

বগুড়ায় ১২২তম বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন
বগুড়ার শেরপুর উপজেলায় বৈকাল বাজার সড়ক সংলগ্ন মেসার্স আয়েশা প্লাস্টিকের তত্ত্বাবধানে ১২২তম বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন হয়েছে।  শনিবার (৩ ফেব্রুয়ারি) বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) আব্দুল হামিদ ফিতা ও কেক কেটে শপটি উদ্বোধন করেন । আন্তর্জাতিক মানের নিত্য ব্যবহার্য গৃহস্থালির প্লাস্টিক পণ্যসামগ্রী ও গুণগত মানের বাহারি ডিজাইনের প্লাস্টিক ফার্নিচার নিয়ে এক্সক্লুসিভ শপটি যাত্রা শুরু করে।  এ সময় আব্দুল হামিদ বলেন, এক্সক্লুসিভ শপের প্রধান উদ্দেশ্য গুণে ও মানে সেরা পণ্যটি সুলভ মূল্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্সক্লুসিভ শপ থেকে ক্রেতারা অতি সহজেই তাদের পছন্দের পণ্যসামগ্রী কিনতে পারবেন।  উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক হারুন অর রশিদ এবং ডিজিএম ফজলে রাব্বী, স্থানীয় পরিবেশক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক খায়রুল ইসলাম।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়