• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাসে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখলো ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটি। এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার আগেই তিন গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ বাঁশির প্রতীক্ষায় ছিল এরিক টেন হাগের শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকলেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রচনা করে ম্যান ইউয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি। গুনে গুনে তিন গোল পরিশোধ করে সমতায় ফেরে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবটি। রূপকথার গল্পে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তবে ‘পুঁচকে’ দলটির বিপক্ষে রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে ফাইনালে পা রাখলো রেড ডেভিলরা। রোববার (২১ এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের জমজমাট লড়াই শেষে ম্যান ইউয়ের অভিজ্ঞতার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেছে কভেন্ট্রি সিটি।  ম্যাচের প্রথমার্ধটা নিজেদের দখলে রাখা ইউনাইটেড স্কট ম্যাকটোমিনে ও হ্যারি ম্যাগুয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের ২৩তম মিনিটে স্কট ম্যাকটোমিনে এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে ফার্নান্দেজের কর্নার থেকে লিড বাড়ান হ্যারি ম্যাগুয়ের। দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে ইউনাইটেড। ম্যাচের ৫৮তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ৩-০ ব্যবধানের লিড পায় রেড ডেভিলরা। মনে হচ্ছিল, সহজ জয়ে ফাইনালে পা রাখছে এরিক টেন হাগের শিষ্যরা। এরপরই নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ফেলে কভেন্ট্রি। ম্যাচের ৭১তম মিনিটে এলিস সিমস ও ৭৯তম মিনিটে ক্যালাম ও’হেয়ার ম্যান ইউয়ের জাল খুঁজে নিলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি সিটি।  ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে হাজি রাইটের গোলে ৩-৩ সমতা নিয়ে মূল পর্বের খেলা শেষ হয়। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাইব্রেকারটা জিতেছে ইউনাইটেড।
২২ এপ্রিল ২০২৪, ১০:০৫

ফের এফএ কাপের ফাইনালে সিটি
চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেলেও ম্যানচেস্টার সিটির সামনে এখন লিগ শিরোপা এবং এফএ কাপের ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ। সে পথে একধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। শনিবার (২০ এপ্রিল) ওয়েম্বলিতে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপের ফাইনালে উঠলো সিটিজেনসরা।  ম্যাচের ৮৪তম মিনিটে একমাত্র গোলটি আসে সিটির বার্নান্দো সিলভার পা থেকে। এর আগে, একাধিক গোলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটি।  অন্যদিকে চেলসি প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থেকেও লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি সিটি। অন্যদিকে চেলসির লক্ষ্যে শট ছিল তিনটি। ম্যাচের ২৯তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারান নিকোলাস জ্যাকসন। সিটির গোলকিপার ওর্তেগাকে একা পেয়েও সুযোগ নষ্ট করেন সেনেগালের এই স্ট্রাইকার।  গত বছর এফএ কাপের ট্রফি জিতেছিল ম্যান সিটি। এ নিয়ে তৃতীয়বার টানা দুই বছর ফাইনালে উঠল ইংলিশ জায়ান্টরা। আগের দুটি ছিল ১৯৩৩-৩৪ ও ১৯৫৫-৫৬ সালে। ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নির্ধারণ হবে রোববার (২১ এপ্রিল)। ম্যানচেস্টার ইউনাইটেড-কোভেন্ট্রি সিটির মধ্যে জয়ী দল খেলবে ফাইনালে তাদের বিপক্ষে খেলবে।
২১ এপ্রিল ২০২৪, ১০:৫৪

ভিসিটি গেম চেঞ্জার্স এসএ’র ফাইনালে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল
বিভিন্ন কোয়ালিফায়ারে দক্ষিণ এশিয়ার একাধিক দলকে হারিয়ে ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়ার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল ‘টিম হেক্সাগন’। আগামী ৬ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল শুরু হবে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দলটি বলেছে, এটি একটি অসাধারণ অর্জন যা দলের দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করে। টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখব। টিম হেক্সাগনের সদস্যরা হলেন- তাসনিয়া নয়না, সাবরিনা ইসলাম, সিদরাতিল নুরান, জারিন সাইয়ারা, জান্নাতুল ফেরদৌস ও কায়ানাত কায়সার। ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়া টুর্নামেন্টটির আয়োজক নডউইন গেমিং। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার নারী দলগুলো অংশ নেয়। মূলত ভিসিটি গেম চেঞ্জার্স এসএ প্রতিযোগিতাটি ভ্যালোর‍্যান্টের মূল ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ ভ্যালোর‍্যান্ট চ্যাম্পিয়নশিপ ট্যুর (ভিসিটি) এর অংশ। এখান থেকে চ্যাম্পিয়ন নারী দল পরবর্তীতে ভ্যালোর‍্যান্ট গেম চেঞ্জার্স এর প্যাসিফিক ল্যানের জন্য জায়গা করে নেবে।
০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৯

অঘোষিত ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডের ওপরই নির্ভর করছে, সিরিজ কাদের পকেটে যাচ্ছে।  টি-টোয়েন্টি সিরিজেও এমন পরিস্থিতি হয়েছিল, যেখানে বাংলাদেশকে হারিয়ে টাইম আউট উল্লাসে মেতেছিল লঙ্কানরা। তাই স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে চাইবে না লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এদিকে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসছে। কারণ, দিন-দুয়েক আগেই তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। এ ছাড়া রোববার পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির বিষয়টিও প্রকাশ্যে আসে। পরে এই পেসারের পরিবর্তে আরেক তরুণ পেসার হাসান মাহমুদকে স্কোয়াডে ভেড়ানো হয়েছে। তাই সবমিলিয়ে একাদশে দুই পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত। ওপেনিংয়ে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিবেচনায় এগিয়ে থাকছেন বিজয়। অন্যদিকে একাদশে ফিরতে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। ফর্মহীনতায় থাকলেও অভিজ্ঞ ফিজেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে প্রথম দুই ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন তাইজুল। আপন-মহিমায় দুই-হাতে রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। তাই বাজে পারফরম্যান্সের কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তনে একাদশে রিশাদকে দেখা যেতে পারে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকছেন এই লেগি। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
১৮ মার্চ ২০২৪, ০৮:৫৮

টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পোর্তোর বিপক্ষে আর্সেনালকে কঠিন পরীক্ষাই দিতে হলো। ম্যাচের নির্ধারিত সময়ে ১-০ গোলে জেতে তারা। কিন্তু প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও ফল না আসলে টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। ২০১০ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের কোয়ার্টারে উঠলো গানাররা। মঙ্গলবার (১২ মার্চ) রাতে এমিরেটসে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এদিন নিজেদের মাঠে শুরুর দিকেই এগিয়ে যায় প্রথম লেগে হারা আর্সেনাল। ম্যাচের ৪১তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় গানাররা। এরপর আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল আর্তেতার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এরপর সেখানেও গোল করতে পারেনি কেউই। এতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে গানারদের বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া। পোর্তোর দুটি স্পটকিক ফিরিয়েছেন ধারে আর্সেনালের হয়ে খেলা এই গোলকিপার।  তার দারুণ দুটি সেভ ও আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, কাই হ্যাভার্টজ, বুকায়ো সাকা এবং ডেক্লান রাইসের সফল স্পটকিকে ৪-২ গোলের জয় পায় আর্তেতার শিষ্যরা।
১৩ মার্চ ২০২৪, ১১:৫৮

সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে এফসি কোপেনহেগেনের মাঠে ৩-১ ব্যবধানে তাদের হারিয়ে কোয়াটার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে এফসি কোপেনহেগেনকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম দশ মিনিটের মধ্যেই জোড়া গোল, পরে আর্লিং ব্রট হলান্ডের আরও এক গোলে জয় নিশ্চিত করে বাকি কাজ সেরে ফেলে পেপ গার্দিওলার দল। ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। আলভারেসের কর্নারে বক্সে জটলার ভেতর থেকে দারুণ ভলিতে গোলটি করেন আকনজি। নবম মিনিটে আলভারেস নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। বলা যায়, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে গোল উপহার দেন কোপেনহেগেন গোলরক্ষক কামিল গ্রাবারা। আলভারেসের কর্নারে রদ্রির হেড ক্রসবারে লাগার পর ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বাঁ দিকে বক্সের বাইরে বল পান আলভারেস। তার ডান পায়ের কোনাকুনি শট ছিল গোলরক্ষক বরাবর, কিন্তু গ্রাবারার হাত ফসকে বল জালে জড়ায়। খেলার ধারার বিপরীতে দারুণ এক প্রতি-আক্রমণে ২৯তম মিনিটে ব্যবধান কমায় কোপেনহেগেন। এলিয়োনোসি মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে বক্সে সতীর্থকে পাস দিয়ে তিনি নিজেও ভেতরে ঢুকে পড়েন। ফিরতি বল পেয়ে ডান পায়ের নিচু শটে গোলটি করেন নরওয়ের এই ফরোয়ার্ড। আক্রমণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আবার বাড়িয়ে নেয় সিটি। রদ্রির উঁচু করে বাড়ানো বল বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন হলান্ড। তার সামনে ছিল প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। একটু জায়গা বানিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন নরওয়ের তারকা। চ্যাম্পিয়ন্স লিগে ৩৭ ম্যাচে হলান্ডের গোল হলো ৪১টি। প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোলের তালিকায় সিটির সাবেক ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে আছেন তিনি। অবশ্য আগুয়েরোর চেয়ে ৪২ ম্যাচ কম খেলেই তাকে ছুঁয়ে ফেললেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।  দ্বিতীয়ার্ধে অবশ্য খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সিটি। ৬৬তম মিনিটে কোপেনহেগেনের একটি শট ঠেকান এদেরসন। ৮৮তম মিনিটে হলান্ডকে তুলে নেন গার্দিওলা। শেষ সময়ে রিকো লুইসের একটি প্রচেষ্টা ক্রসবারে লাগায় ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।    
০৭ মার্চ ২০২৪, ১৩:৪০

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নেপালের আনফা স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লাল-সবুজেরা। সমান ম্যাচে নেপাল ও ভারতের পয়েন্ট তিন। অন্যদিকে টানা দুই হারের আসর থেকে ছিটকে গেছে ভুটান।  নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দল আগামী ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে। তবে ড্রয়ে ভিন্ন হতে পারে হিসাব-নিকাশ। যে কারণে শুক্রবার (৮ মার্চ) আনুষ্ঠানিকতার ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাঘিনীরা। এদিন আলপি আক্তারের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথমার্ধে এগিয়ে থেকেই খেলা শেষ করে প্রীতি-অর্পিতারা। বিরতি থেকে ফিরে ৫৪তম মিনিটে আনুশকা কুমারীর গোলে সমতায় ফেরে ভারত। তবে ম্যাচের ৭৮তম মিনিটে ফের এগিয়ে যায় লাল-সবুজেরা। প্লেসিং শটে ভারতের গোলরক্ষক মুনি কুমারীকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সুরভী আক্তার প্রীতি। শেষ মুহূর্তে আরও একবার জালের দেখা পায় বাঘিনীরা। ম্যাচের ৯০তম মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
০৫ মার্চ ২০২৪, ১৮:০৪

বিপিএল-২০২৪ / ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
গত ১৯ জানুয়ারি পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। রোমাঞ্চে ভরা এবারের আসরের পর্দা নামতে চেলেছে ফাইনাল দিয়ে। শিরোপা জয়ের লড়াইয়ে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ পর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন মুশফিক হাসান। ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মেয়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাকয়, তাইজুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
০১ মার্চ ২০২৪, ১৮:২৩

ফাইনালে যেমন হতে পারে কুমিল্লা-বরিশালের একাদশ
প্রস্তুত মঞ্চ, প্রস্তুত দলগুলো। কমতি নেই দর্শকদের আগ্রহেরও। কেননা, লড়াইটা দেশসেরা প্রিমিয়ার লিগে সেরা হওয়ার, লড়াইটা সম্মান রক্ষার। বিপিএলের শিরোপা ঘরে তুলতে ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে দু’দলের দেখা হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বিপিএলের অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও শিরোপা অক্ষুণ্ণ রাখতে প্রস্তুতিতে ঘাটতি রাখেনি। মাঠের পারফরম্যান্সে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে লিটন, জাকের আলি, কায়েস, তাওহীদদের সঙ্গে দলটিতে রয়েছে মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো ভিনদেশী অলরাউন্ডার। ফাইনালে কুমিল্লার একাদশে পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত। ফাইনালে নিশ্চিতভাবেই একাদশে ফিরবেন ফিজ। সেক্ষেত্রে পেসার মুশফিক হাসানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।  অন্যদিকে শিরোপার লড়াইয়ে পিছিয়ে থাকে চায় না দেশি-বিদেশি খেলোয়াড়ে ভরা ফরচুন বরিশাল। তামিম, মাহমুদউল্লাহ, মায়ার্সদের সঙ্গী হয়ে শেষ বেলায় আত্মবিশ্বাসের পারদ বাড়িয়েছেন ডেভিড মিলার। আর তাই দশম আসরে প্রথম শিরোপার স্বপ্ন বুনছে ফরচুন বরিশাল। এলিমিনেটরে চট্টগ্রামকে উড়িয়ে নতুন যাত্রা শুরু হয় বরিশালের। দ্বিতীয় কোয়ালিফায়ারেও সাকিব-সোহানদের বিপক্ষে সহজে জয় পেয়েছে তামিম ইকবালের দল। তাই শেষ ম্যাচের একাদশ নিয়েই শিরোপা মিশনে নামতে পারে বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চার্লস, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেড ম্যাককয় ও জেমস ফুলার।
০১ মার্চ ২০২৪, ১৫:৪৭

সাকিবের রংপুরকে কাঁদিয়ে ফাইনালে তামিমের বরিশাল
চলমান বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। কিন্তু দুই বার ফাইনালের সুযোগ কাজে লাগাতে পারেনি সাকিব-সোহানরা। বিপরীতে লড়াই করে ফাইনালের টিকিট পেয়েছে তামিমের বরিশাল। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুরকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী বরিশাল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫০ রানের সহজ লক্ষ্য দেয় রংপুর। ৯ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট পেল বরিশাল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৮ বলে ১০ রান করে তামিম আউট হলে, ১৪ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন মিরাজ। সৌম্যকে সঙ্গে নিয়ে দলকে ফাইনালের পথে এগিয়ে নিতে থাকে মুশফিক। ১৮ বলে ২২ রান করে আউট হন সৌম্য। এরপর ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন কাইল মায়ার্স। ১৫ বলে ২৮ রান করে এই ক্যারিবিয়ান তারকা আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। শেষ পর্যন্ত ডেভিড মিলারের ১৮ বলে ২২ রান এবং মুশফিকের ৩৮ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৯ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।  রংপুরের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এ ছাড়াও ফজল হক ফারুকি এবং মোহাম্মদ নবি একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ২ রান করে আউট হন শেখ মাহেদী। একই ওভারে শেষ বলে সাকিবকে আউট করে উল্লাসে ভাসে বরিশাল। ৪ বলে ১ রান করে সাজঘরে ফেরেন এই তারকা ক্রিকেটার। এরপর রনি তালুকদার (৮) এবং নিকোলাস পুরান আউট হয় তিন রান করে। ২২ বলে ২৮ রান করে নিশাম আউট হলে মাত্র ৪৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। তবে মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন নুরুল হাসান সোহান। কিন্তু ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৫ বলে ১২ রান করে নবি আউট হলে, ১৪ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন সোহান। শেষ দিকে রংপুর শিবিরে হাল ধরেন শামীম পাটোয়ারী। ১৯তম ওভারে ২৬ রান তুলে ২০ বলে ফিফটি তুলে নেন শামীম। শেষ পর্যন্ত শামীমের ৪৯ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৪৯ রানের লড়াকু পুঁজি পায় রংপুর।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়