• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
সিলেটের কোম্পানীগঞ্জে রাস্তার পাশের খাল থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত বাবুল ইসলাম বাবলু (৪৮) নামের ওই ব্যক্তি উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। এদিকে নিহতের পরিবারের দাবি, কেউ পরিকল্পিতভাবে বাবুলকে হত্যা করেছে। স্থানীয়রা জানান, নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্টস ভাঙা এবং তার মাথায় জখম ও পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।  এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবকুমার সিংহ বলেন, সকাল ৬টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদেন্তর জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১২ এপ্রিল ২০২৪, ২০:৫৬

ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে বিএসএফ সদস্য নিহত, বাংলাদেশ সীমান্তে পড়েছিল মরদেহ
সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে এক ভারতীয় বিএসএফ সদস্য নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সীমান্তের ইছামতি নদীতে টহলকারী ট্রলার ডুবে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। নিহত বিএসএফ সদস্যের নাম রিয়াজুল ইসলাম (৩০)। তিনি বাহিনীটির সৈনিক পদে কর্মরত ছিলেন। ১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, রাতে আকস্মিক ঘূর্ণিঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময়ে নদীতে ভারতীয় বিএসএফের একটি টহলকারী ট্রলার অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই বিএসএফ অভিযান করে ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল। তিনি আরও বলেন, সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের মরদেহ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন ভারতীয় বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি নিয়ে যায়। বিএসএফের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও একটি ওয়্যারলেস পাওয়া যায়নি।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

কাদার মধ্যে পড়েছিল নবজাতক, কান্নার আওয়াজে উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলার পিয়াইন নদীর তীর থেকে কাদামাখা নবজাতক উদ্ধার করেছেন এলাকাবাসী। সোমবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশের পিয়াইন নদীর তীর থেকে নবজাতককে উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতককে পুরোনো গামছা দিয়ে মুড়িয়ে কাদা পানিতে ফেলে যায়। পরে  নদীর তীরের সড়কে পথচারীরা হেঁটে যাওয়ার সময় শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় যায়, একটি ফুটফুটে নবজাতক পুরনো গামছা দিয়ে মুড়িয়ে কাদা-পানিতে কেউ ফেলে যায়। নদীর তীরের সড়কে দিয়ে গ্রামের একজন যাওয়ার সময় শিশুটির কান্না শুনতে পায়। পরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শিশুটি উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। প্রশাসন শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়ার পর সুলেমানপুর গ্রামের আফজাল মিয়ার হেফাজতে তার বাড়িতে রাখা হয়েছে। এ ব্যাপারে দিরাই সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নবজাতককে সরকারি ছোটমণি নিবাসে নেয়া হতে পারে বা কোনো ব্যক্তি যদি তার সুরক্ষা দিতে আগ্রহী হন, তাহলে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সেটা করা হবে।  
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়