• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
নড়াইলে পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
নড়াইলের বোড়া বাদুড়িয়ায় কার্তিক কর নামের পান চাষীর পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে সদর উপজেলায় আউড়িয়া ইউনিয়নের বোড়া বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।  ৪০ শতক জমির এ পানের বরজ পুড়ে যাওয়ায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কার্তিক কর।  ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কর বোড়া বাদুড়িয়া গ্রামের মৃত রামপদ করের ছেলে। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পানের বরজ পুড়িয়ে দেওয়ায় পান চাষীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সব হারিয়ে দিশেহারা পান চাষী কার্তিক। স্থানীয়রা জানান, কার্তিক কর ৪০ শতক জমিতে পানের বরজে পান চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চালাতেন তার সংসার। শুক্রবার ভোরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কৃষকের আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কর বলেন, ‘শুক্রবার সকালে বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেত। আমি এখন কিভাবে সংসার চালাবো। আমি এ ঘটনার বিচার চাই।’  ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিকের ছোট ভাই মিন্টু কর বলেন, গত বছরের ২৬ অক্টোবরে আমার বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে গেছে। আজ আমার দাদার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন পুরো নিঃস্ব হয়ে গেছি। এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ বলেন, আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। কার্তিক ওই জমিতে বরজ করেই তার সংসার চালাতো। ঘটনাটি দুঃখজনক। এই কাজটা যারাই করে থাকুক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমিসহ বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১৩ ঘণ্টা আগে

নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
নড়াইলে মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের ফজল আহম্মেদের ছেলে সোহেল রানা (৩৯), যশোর সদর উপজেলার পূর্বচানপাড়া গ্রামের মোকলেস মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৫০), দাইতলা মোড় এলাকার বাবর আলী মোল্যার ছেলে সবুজ হোসেন (৩০) ও একই এলাকার জুলফিকার আলীর ছেলে তারেক আজিজ (৩৫)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ও সবুজ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তারেক আজিজ অনুপস্থিত ছিলেন। নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ এপ্রিল ভোর সোয়া ৫টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পূর্ব পাশে একটি পিকআপ তল্লাশি করে সোহেল, রবিউল ও সবুজকে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি মোতাবেক গাড়ির ইঞ্জিনকভারের মধ্য থেকে ২২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে ওই তিনজন ও তারেক আজিজসহ মোট চারজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় ১৪ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।
২৫ এপ্রিল ২০২৪, ২০:২২

নড়াইলে চলছে গ্রামীণ ক্রীড়া উৎসব
বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অংক করতে গিয়ে কল্পনায় এমন দৃশ্য হয়তো অনেকেই এঁকেছে। কিন্তু বাস্তবে তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠার মতো এমন অসাধ্য কাজ কী করেছেন কখনো? নড়াইলে এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তীতে দেখা গেলো অসম্ভব সে চ্যালেঞ্জ নিতে দুর্দান্ত শিশুদের হার না মানা প্রয়াস।  আর তা উপভোগ করতেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। অভূতপূর্ব এ দৃশ্য নিজ চোখে অবলোকনের সুযোগ হারাতে চান না কেউই। শুধু কলা গাছ বেয়ে ওঠাই নয়। এখানে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা প্রতিযোগিতা। যেখানে নির্দিষ্ট দূরত্ব থেকে চোখ বেছে প্রতিযোগীকে ছেড়ে দেওয়া হয় হাতে একটি লাঠি দিয়ে। আর সে লাঠি দিয়ে মাটিতে রাখা হাড়ি ভাঙার চেষ্টা করে প্রতিযোগী। যদিও এই কাজটিও খুব একটা সহজ নয়। তবে সফল যিনি হচ্ছেন, তার সঙ্গে উল্লাসে মাতছেন দর্শকরাও। দারুণ এসব খেলা উপভোগ করতে আসা গ্রামবাসী মনে করে নিয়মিত এসব আয়োজন পারে যুবকদের মাদক-নেশা থেকে দূরে রাখতে।  খেলা দেখতে আসা একজন জানান, আমার খুব ভালো লাগছে। এমন প্রতিযোগিতার আয়োজন করা হলে ছেলেমেয়েরা কেউই মাদকে আসক্ত হবে না। নতুন প্রজন্ম আগের দিনের খেলার সঙ্গে পরিচিত হতে পারবে। গত ১৫ এপ্রিল শুরু হওয়া এ আয়োজন চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।  
২৩ এপ্রিল ২০২৪, ১৪:৩২

নড়াইলে সুলতান আর্টক্যাম্প ও প্রদর্শনীর উদ্বোধন   
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সুলতানের বাগানবাড়িতে আলোচনা সভা শেষে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী। আর্টক্যাম্পে নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার ৩৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী প্রফেসর আলাউদ্দিন, শিল্পী নাসির উদ্দি আহম্মেদ খান, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকুসহ সুলতান প্রমুখ।  বিকেলে চিত্রশিল্পীদের অংশগ্রহণে আঁকা ছবি প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ করবেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ।  
১৯ এপ্রিল ২০২৪, ১৭:১৩

নড়াইলে নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নড়াইলে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।  নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১৪ এপ্রিল) সকাল ৭টায়  নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় একই মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম প্রমুখ। উদ্বোধনী শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ঢাক, ঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।
১৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৯

নড়াইলে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
নড়াইলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে একজন নিহত হয়েছেন।  শনিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় ঢাকা-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের পশ্চিম পাশের সড়কের ওপর এ ঘটনা ঘটে।  নিহত তপু ঘোষ সদরের আউড়িয়া ইউনিয়নের মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। এ দুর্ঘটনায় তিনজন আরোহী আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তপু ঘোষের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিল নিহত তপু ঘোষ। এ সময় তারা বাড়ি থেকে একটু সামনে নড়াইল-যশোর মহাসড়কে উঠলে কালনা থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তপু ঘোষ। গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, নিহতের মাথার পেছনে আঘাত ও বুকের হাড় ভেঙে রক্তক্ষরণের জন্য মারা গেছেন।  বিষয়টির সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
১৪ এপ্রিল ২০২৪, ১৩:১৫

নড়াইলে ১০ দোকানে হামলা, মালামাল-অর্থ লুট
নড়াইলে ১০টি দোকান ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  বুধবার (১০ এপ্রিল) ভোরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াইল সদর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান রনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে গন্ধর্ব্যখালী গ্রামে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ রয়েছে। একটি এই মামলার বাদীপক্ষের অর্থাৎ মিনাদের গ্রুপ অন্যটি ওহাব বিশ্বাসের গ্রুপ। মামলার এজহার ও ভুক্তভোগীদের বিবরণে জানা গেছে, গত ৯ এপ্রিল রাত ৯টার দিকে গন্ধর্ব্যখালী বাজারে মিনা গ্রুপের জাহাঙ্গীর শেখের ছেলে জয়নাল শেখের (২১) সাথে মোবাইলে মেসেজ আদান-প্রদান নিয়ে কথা-কাটাকাটি হয় প্রতিপক্ষ বিশ্বাস গ্রুপের নয়ন বিশ্বাসের। এ সময় মামলার বাদী বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান রনি ঠেকানোর উদ্দেশ্যে এগিয়ে যান। তখন নয়ন বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে কথা-কাটাকাটির মজা পরে দেখাব।’  পরদিন ভোর সাড়ে ৬টায় সাঈদ মোল্যা ও ওহাব বিশ্বাসের নেতৃত্বে বিশ্বাস গ্রুপের জামাল বিশ্বাস, সবুজ বিশ্বাস, নয়ন বিশ্বাসসহ আসামিরা রামদা, লোহার রড, ও কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী মাহমুদুল হাসান রনিদের পক্ষের অর্থাৎ মিনা গ্রুপের অন্তত ১০টি দোকানপাটে হামলা করে মালামাল ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়।  এ ব্যাপারে অভিযুক্ত ওহাব বিশ্বাস বলেন, বিগত সময়ে প্রতিপক্ষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দোকাপাটে সামান্য ভাঙচুর করেছে তাদের লোকজন। কিন্তু মালামাল বা টাকাপয়সা লুটের ঘটনা সত্য নয়। চন্ডিবরপুর ইউনিয়নে দায়িত্বরত থানা পুলিশের বিট অফিসার এসআই পলাশ কুমার বলেন, ওই এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্তা নেওয়া হবে।  
১১ এপ্রিল ২০২৪, ২১:৫৫

নড়াইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশু রাবেয়া (৫) এর মরদেহ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শিয়েরবর গ্রামের মধুমতি নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।  এর আগে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নদীতে গোসলে নেমে রাবেয়া নিখোঁজ হয়। নিহত রাবেয়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের মো. হিরু মোল্যার মেয়ে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় রাবেয়া। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও রাবেয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে যায়। রাত হয়ে গেলে উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান হওয়ার কথা থাকলেও সকালে স্থানীয়রা শিশু রাবেয়ার মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান মুঠোফোনে বলেন, গতকাল সন্ধ্যার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম তবে রাত হয়ে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার অভিযান করতে পারেনি। মঙ্গলবার উদ্ধার অভিযান হওয়ার কথা থাকলেও সকালে ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
০৯ এপ্রিল ২০২৪, ১৩:১৪

নড়াইলে পল্লী চিকিৎসক ও ফার্মেসিকে জরিমানা
নড়াইল সদর উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক পল্লী চিকিৎসক ও একটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৩১ মার্চ) বিকেলে নড়াইল সদর হাসপাতালের সামনে নড়াইল ডায়াগনস্টিক ও অংকন ফার্মেসিকে এ জরিমানা করে। সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নড়াইল সদর হাসপাতাল রোডের নিউ নড়াইল ডায়াগনস্টিকের পল্লী চিকিৎসক হীরক কুমার দাসকে বিভিন্ন অনিয়ম ও এখতিয়ারের বাইরে চিকিৎসা প্রদানের জন্য ২০ হাজার টাকা ও অংকন ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাস ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, বিভিন্ন অনিয়মের জন্য এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা ও একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
৩১ মার্চ ২০২৪, ২০:০৫

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্ৰামে এ ঘটনা ঘটেছে।  এ সময়ে মাহাবুর শেখ (৪০) নামের অপর এক  শ্রমিক আহত হয়েছেন। নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের ম‌ৃত সাহেব শেখের ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াগ্রামের নজির ফকিরের বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। আজ সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
২৬ মার্চ ২০২৪, ১৬:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়