• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
কোয়ান্টামে স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে
নিয়মিত-অনিয়মিত মিলিয়ে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ২০০০ সালে কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ২৪ বছরে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতা হিসেবে রক্তদানে অংশ নিয়েছেন ৫ লক্ষ ৭ শত ৮৯ জন। নানা আয়োজনের মধ্যদিয়ে বর্তমানে গড়ে প্রতি মাসে ২ হাজারেরও বেশি নতুন রক্তদাতাকে রক্তদানে উদ্বুদ্ধ করতে পারছে দেশের অন্যতম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের মানবিক এ সংগঠন।   মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার রক্তদান করে লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারে গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি এসময় তাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।  বক্তারা বলেন, স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের দুই যুগের এ যাত্রায় স্বেচ্ছা রক্তদাতাদের দানের কারণেই মূলত বিভিন্ন সময়ে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এবছর মার্চ পর্যন্ত ১৫ লক্ষ ৯৭ হাজারের বেশি ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করতে পেরেছে কোয়ান্টাম ল্যাব। রক্তের প্রয়োজনে বর্তমানে গড় সরবরাহ বছরে ১ লক্ষেরও বেশি ইউনিট।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষ থেকে অনুভূতির কথা জানান ৫০ বার দানকারী রক্তদাতা মুহাম্মদ দৌলত আল রশিদ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা আয়েশা আক্তার আঁখি। অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশে রক্ত চাহিদা পুরোপুরি মেটাতে তরুণ প্রজন্মের স্বেচ্ছা রক্তদাতাদের এগিয়ে আসার মানবিক আহ্বান জানান আলোচকরা।
০৬ মার্চ ২০২৪, ১২:৪৮

গাজায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল : বাইডেন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের চার মাস পার হলো ইতোমধ্যে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে এর প্রতিক্রিয়ায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা ও অভিযান চালিয়ে আসছে দখলদার রাষ্ট্রটির সেনারা। প্রথম থেকে ইসরায়েলের এ আগ্রাসনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে এলেও নির্বাচন এগিয়ে আসতে আসতে সুর পাল্টে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ ইসরায়েলের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন,  গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়ে চলেছে তা নৃশংসতার সব মাত্রা ছাড়িয়ে গেছে।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাইডেন বলেছেন, ‘আমি মনে করি, হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল। একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দিচ্ছি। এ ছাড়া হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি জিম্মিদের মুক্ত ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে এখন কঠোরভাবে চাপ দিচ্ছি। অনেক নিরপরাধ মানুষ আছে, যারা ক্ষুধার্ত, অনেক নিরপরাধ মানুষ যারা কষ্টে আছে এবং মারা যাচ্ছে—এটি বন্ধ করতে হবে।’  এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গত বুধবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেন, ৭ অক্টোবর হামাস যা করেছে, সেটাকে ‘অন্যদের অমানবিক পরিস্থিতিতে’ ঠেলে দেয়ার লাইসেন্স হিসেবে ব্যবহারের সুযোগ ইসরায়েলের নেই।   
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়