• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo
‘আমি যেমন চিকিৎসকের মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী’
আমি যেমন চিকিৎসকের মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২৮ এপ্রিল) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত ৪১তম বিসিএস (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে আমার বয়স মাত্র সাড়ে তিন মাস। এই অল্প সময়ে আমি যেখানে গিয়েছি একটা কথাই বলেছি, আমি যেমন চিকিৎসকের মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী। চিকিৎসকের ওপর কোনো আক্রমণ যেমন আমি সহ্য করব না, তেমনি রোগীর প্রতি কোনো চিকিৎসকের অবহেলাও বরদাস্ত করব না। তিনি বলেন, এ দেশের মানুষ অতি সাধারণ। তাদের চাওয়া-পাওয়াও সীমিত। ডাক্তারের কাছে এলে তারা প্রথমে চায় একটু ভালো ব্যবহার। একটু ভালো করে তাদের সঙ্গে কথা বলা, একটু মনোযোগ দিয়ে তাদের কথা শোনা। এটুকু পেলেই তারা সন্তুষ্ট। নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে শুধু একটা প্রতিশ্রুতিই আমি দিতে পারি, তোমরা তোমাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে যাও তোমাদের বিষয়গুলোও আমি দেখব। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার। আমি মনে করি সেই স্বপ্ন পূরণ করার কারিগর তোমরা। যারা আজকে চিকিৎসক হিসেবে যোগদান করতে যাচ্ছো, আমার বিশ্বাস তোমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হবে।
২৯ এপ্রিল ২০২৪, ১১:০৬

রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
রাজধানীর ডেমরার আমিন বাগে মেহেদী হাসান (২৩) নামে এক যুবক মারা গেছেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। মেহেদী হাসান ডেমরার ইষ্টার্ন হাউজিং বাঁশের পোল আমিন বাগের জুয়ের মণ্ডলের একমাত্র ছেলে। বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, হিট স্ট্রোকে মারা গেছেন মেহেদী হাসান। ঘটনার সত্যতা নিশ্চিত করেরেছন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়ছে। নিহতের খালা ইসরাত জাহান জানান, শুক্রবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল মেহেদীর। কিন্তু এরই মধ্যে আজ (বুধবার) দুপুরের দিকে নিজ বাড়িতে হঠাৎ সে গরমে অস্থির হয়ে পড়ে। বেশ কয়েকবার বমিও করে সে। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া গেলে দায়িত্বরত চিকিৎসক জানান মেহেদী আর বেঁচে নেই।
২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৮

রোগীর স্বজনকে পেটালেন চিকিৎসকের স্বামী
লক্ষ্মীপুরে গাইনি কেয়ার নামে এক ডায়াগনস্টিক সেন্টারে হয়রানির শিকার এক রোগীর স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসকের স্বামী ও স্টাফদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাজহারুল ইসলাম মামুন পলাতক রয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর হাসপাতাল সড়কের ওই ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাজহারুল ইসলাম মামুন জেলা শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব এবং ডা. নার্গিস পারভীনের স্বামী। মারধরের শিকার কামাল লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও কুয়েত প্রবাসী। মারধরের শিকার কামাল অভিযোগ করেন, প্রবাসী কামালের স্ত্রী রোশন আরাকে দেখাতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাইনি চিকিৎসক নার্গিস পারভীনের সিরিয়াল দেওয়া হয়। কিন্তু দুপুর সোয়া ২টার দিকেও চেম্বারে আসেননি চিকিৎসক। এ নিয়ে জিজ্ঞাসা করা হলেও ডায়াগনস্টিক সেন্টারের স্টাফরা রোগী ও সেজনদের সঙ্গে অসাধাচরণ করেন। এনিয়ে প্রতিবাদ করলেই গাইনি কেয়ারের মালিক ডা. নার্গিস পারভীনের স্বামী মামুন ওই রোগীর প্রবাসী স্বামী কামালকে ধাক্কা দেয়। এক পর্যায়ে কামালকে মারধর করেন মামুন এবং স্টাফরা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে গাইনি কেয়ারে গিয়েও অভিযুক্তদের পাওয়া যায়নি। তবে চিকিৎসক নার্গিস পারভীন বলেন, রোগী দেখতে দেরি হওয়ায় হাসপাতালে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন রোগীর স্বামী। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর থানার ওসি সাফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহমেদ কবীর বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখা হবে।
১৪ মার্চ ২০২৪, ১৯:৫৮

তালাক দেওয়ায় নারী চিকিৎসকের গায়ে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে লতা আক্তার (২৭) নামে এক নারী চিকিৎসকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন তার সাবেক স্বামী। আগুনে ওই চিকিৎসকের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলার রায়পুরা উপজেলায় এ ঘটনা ঘটে। ওই চিকিৎসকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক লতার খালু মো. ফরহাদ হোসেন বলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে লতা নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। দুই বছর আগে খলিলুর রহমান নামের এক ছেলেকে ভালোবেসে বিয়ে করেন লতা। বিয়ের পর জানতে ওই ছেলে একজন ড্রাইভার। এরপর তাকে তালাক দেয় লতা। এরই জের ধরে বাসায় এসে লতার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান খলিলুর। লতার প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ওই নারী চিকিৎসকের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নরসিংদীর রায়পুরা থেকে এক নারী চিকিৎসক দগ্ধ হয়ে এসেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৮

ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
নওগাঁয় বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকার পরও চিকিৎসক পরিচয়ে নিয়মিত রোগী দেখার অভিযোগে মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শহরের দয়ালের মোড় এলাকার হেলথ কেয়ার ল্যাবে অভিযান চালিয়ে তাকে এ দণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবীন শীষ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিলেন মিজানুর। এর আগেও একই অপরাধে তার কারাদণ্ড হয়েছিল। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখা শুরু করেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে তাকে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. রিফাত হাসান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪২

অ্যাম্বুলেন্সে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের  
নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।   নিহত আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) গুরুতর আহত হন।        সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুর্বেদিক চিকিৎসার চেম্বার ছিল। সোমবার সকালে তারা দুভাই অ্যাম্বুলেন্সযোগে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে পুরো রাস্তাজুড়ে মাঝ বরাবর দাঁড়িয়ে যায়। ওই সময় পেছনে থাকা একটি কাভার্ডভ্যান তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে। এতে ঘটনাস্থলে চিকিৎসকের মৃত্যু হয়।   চন্দ্র হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।     
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩

ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড
ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় মেহেরপুরের গাংনীতে সুজন হোসেন নামের এক ভুয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডাক্তার না হয়েও ডাক্তার দাবি করে চিকিৎসা দেওয়ার অপরাধে তাকে এ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। সুজন আলী উপজেলার মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, বাওট গ্রামের মনিরুল ইসলামের দুইদিন বয়সী নবজাতকের চিকিৎসার জন্য নেওয়া হয় মহাম্মদপুর গ্রামের হালিমা ফার্মেসিতে। সেখানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শরিফুল ইসলামের ব্যক্তিগত চেম্বার ছিল। শরিফুল ইসলামের অনুপস্থিতিতে সেখানে সুজন আলী নামের এক ব্যক্তি নিজেকের ডাক্তার দাবি করে নবজাতকের চিকিৎসা দেয়। কয়েকটি অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়। পরিবারের লোকজন বাড়ি ফিরে ওই ওষুধ সেবন করানোর পর নবজাতক আরও অসুস্থ হয়ে পড়ে এবং বিকেলে মারা যায়।পরে ওই ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, সুজন আলী চিকিৎসার দেওয়ার অনুমতির বিষয়ে কোনো বৈধতা প্রমাণ করতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি ভুয়া ডাক্তার হিসেবে প্রমাণ হয়। ফলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ এর ১ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল আল মারুফ ও গাংনী থানার সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮

চিকিৎসকের বেশে হাসপাতালে ইসরায়েলি হামলা
চিকিৎসক, নার্স ও বেসামরিক মানুষের বেশে পশ্চিম তীরের জেনিন শহরের হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ হামলা চালানো হয়। হামলায় দুই ভাইসহ তিন ফিলিস্তিনিকে নিহত হয়েছে। খবর আলজাজিরা ও আনাদোলু এজেন্সির। হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ইসরাইলি বাহিনীর ১০-১২ জন ছদ্মবেশে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়েছে। তাদের মধ্যে তিনজন নারীর বেশে আর দু’জন ছিল চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের ভিতরে গুলি করছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা হাসপাতালে তিন ফিলিস্তিনিকে গুপ্তহত্যা করেছে। এদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়, নতুন যুদ্ধবিরতির বিষয়ে বৈঠক হতে পারে। তবে যে শর্তের ভিত্তিতে বৈঠক হবে, তা নিবিড়ভাবে খতিয়ে দেখছেন হামাস নেতারা।  হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে উদ্ধৃত করে ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা এবং সব দখলদার সেনা প্রত্যাহার চান তারা। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলার পর থেকে দেশটির নির্বিচার হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
৩১ জানুয়ারি ২০২৪, ০৮:২৯

ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. সফিকুল ইসলাম নামে এক চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এই কারাদণ্ড দেন। মো. সফিফুল ইসলাম যশোর জেলার বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এই চিকিৎসক মো. সফিকুল ইসলাম চিকিৎসার ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে মো. সফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন। কোনো সনদ দেখাতে না পারায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩০ জানুয়ারি ২০২৪, ২০:৩৩

চাকরির নিয়ম পরিপন্থি কাজে বাধা, চিকিৎসকের অসদাচরণ
অফিস চলাকালে হাসপাতালে বসে অর্থের বিনিময়ে রোগী দেখেন চিকিৎসক। বিষয়টি নজরে এলে বাধা দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এতে ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথাকাটাকাটি হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিকেল অফিসার অভিযুক্ত ডাক্তার শেখ মাহমুদের সঙ্গে।   শনিবার (১৩ জানুয়ারি) ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৌমেন সাহা। সোমবার (১৫ জানুয়ারি) সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য দুই সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সময় বেধে দেন।  লিখিত অভিযোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শনিবার সকালে প্রতিদিনির মতো হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শনে যান তিনি। এ সময় আবাসিক মেডিকেল অফিসারের চেম্বারে প্রবেশ করে ব্যক্তিগত প্যাডে রোগীদের ব্যবস্থাপত্র দিতে দেখেন। বিষয়টি চাকরির নিয়ম পরিপন্থি বলে তাকে এই কাজ না করার জন্য অনুরোধ করেন। তাতে ক্ষিপ্ত হয়ে আবাসিক মেডিকেল অফিসার শেখ মাহমুদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান। এ সময় হাসপাতালের রোগীসহ স্বজনরা জড়ো হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৌমেন সাহা জানান, হাসপাতালে বসে প্রাইভেট রোগী দেখার বিষয়ে এর আগে অনেকে বিভিন্নভাবে তাকে অভিযোগ দিয়েছেন।  তিনি একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেছেন, তাতে কোনো লাভ হয়নি। ঘটনার দিন হঠাৎ আবাসিক মেডিকেল অফিসারের চেম্বারের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় চেম্বারে বসে প্রাইভেট রোগী দেখার বিষয়ে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শেখ মাহমুদ জানান, রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা। তবে চেম্বারে রোগী দেখার বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটি হয়।  এই ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৌমেন সাহার একটি লেখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সালেহ আহমেদ সোহেলকে দিয়ে দুই সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে। তারা দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবিদেন দিবেন। এরপর আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
১৫ জানুয়ারি ২০২৪, ১৯:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়