• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
শিল্পী সমিতির নির্বাচন / ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচন আজ (১৯ এপ্রিল)। সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে নায়ক-নায়িকাদের ভিড়। তবে এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় একঝাঁক তারকা। তারা হলেন- অরুণা বিশ্বাস, শাকিব খান, ফেরদৌস আহমেদ, মৌসুমী, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি,  বিপাশা কবির, সোহানা সাবা, পুষ্পিতা পপিসহ কয়েকজন শিল্পী। তবে তাদের ভোট দিতে না পারার পেছনে বিশেষ কোনো কারণ নেই। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থানের কারণে ভোট দিতে পারছেন না এই অভিনয় শিল্পীরা। গত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। তবে এবার ভোটের মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন। দেশে না থাকার কারণে আসতে পারছেন না ভোট দিতে। প্রবাস থেকে এই অভিনেত্রী বলেন, দেশে থাকলে অবশ্যই ভোট দিতে আসতাম। কিন্তু বিশেষ কারণে দেশে না থাকার কারণে ভোট দিতে পারছি না। সবাইকে খুব মিস করছি। জানা গেছে, দীর্ঘ সময় ধরে আড়ালে থাকার কারণে গতবারের মতো এবারও ভোট দিতে আসছেন না চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বিয়ে করে গোপনে সংসার করছেন এই অভিনেত্রী। শুটিংয়ের জন্য হায়তারাবাদ রয়েছেন শাকিব খান। তবে লন্ডন থেকে ভোট দিতে এসেছেন অভিনেতা জিয়া তালুকদার। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।
১৯ এপ্রিল ২০২৪, ১৪:০৩

ঢাকাই চলচ্চিত্রে ভারতের একঝাঁক তারকা
বর্তমানে ভারতে কাজ করছেন বাংলাদেশের অনেক অভিনয়শিল্পী। আবার ভারতীয় অনেক তারকাও অভিনয় করছেন ঢালিউডে। এবার জানা গেল, ঢালিউডের একটি সিনেমায় অভিনয় করবেন ভারতের একঝাঁক তারকা। সিনেমাটির নাম ‘নলিনী’। প্রযোজনা করছে বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। এই সিনেমায় অভিনয় করবেন ভারতের ১৯ অভিনয়শিল্পী।  ইতোমধ্যে ১৯ শিল্পীর অভিনয়ের অনুমতি দিয়ে একটি লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ভারতীয় শিল্পীদের ‘নলিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া অভিনয়শিল্পীদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নলিনী’ সিনেমার ভারতীয় অভিনয়শিল্পীরা হচ্ছেন— শর্মিলা ঠাকুর, সায়ী মঞ্জেরকর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু। ‘নলিনী’ পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছেন সাগরিকা চ্যাটার্জি। চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়।  শুধু ভারতীয় তারকারা নন, সিনেমায় বাংলাদেশের শিল্পীরাও অভিনয় করবেন। তবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।   
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬

সাকিবের টানে মাগুরায় মাশরাফীসহ একঝাঁক তারকা ক্রিকেটার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। নিজ জেলায় নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। তাকে সহযোগিতা করতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও এখন মাগুরায় অবস্থান করছেন।  অন্যদিকে নির্বাচনী ব্যস্ততায় সময় কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাও। তবে এর মধ্যেও সতীর্থ সাকিবের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন মাশরাফী। এ সময়ে জাতীয় দলের সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদার, আবু হায়দার রনিসহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সাকিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন তারা। এর আগে অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা জানিয়েছিলেন মাশরাফী। সাকিবও জানিয়েছিলেন তার এলাকাতে আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ সাকিবের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। ক্রিকেট মাঠে রাজত্ব করার পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সবাইকেই।  মাগুরায় আসার পর প্রায় ১ ঘণ্টা মাগুরা জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করেন ম্যাশ। সেখানে সাকিব ও মাগুরা জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল ও অন্য নেতাদের সঙ্গে কথা বলে নির্বাচনের বিষয়ে খোঁজখবর নেন সাবেক এই অধিনায়ক। পরে দুপুর পৌনে ২টার দিকে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিবসহ অন্য ক্রিকেটারদের নিয়ে প্রচারণায় বের হন। এ সময়ে মাশরাফী সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাগুরা আমার চেনা শহর। এখানকার বিভিন্ন এলাকা আমার পরিচিত। মাগুরা স্টেডিয়ামে বিকেএসপি অন্বেষণ ক্যাম্পে ছিলাম এক মাস। তবে এখন আমার মাগুরায় আসা সাকিবের জন্য। সে রাজনীতিতে নতুন। আমার মনে হয়, সাকিবের কাছে আসা দরকার। মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব বলেন, মাশরাফী ভাই এবং পাপন ভাইয়ের সঙ্গে নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। তাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে। মাশরাফী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমার কাছে সাপোর্ট জানাতে এসেছেন তিনি। আমিও ভাইকে সাপোর্ট জানাই। যেকোনো টাফ সিচুয়েশনে আমরা সব সময় একে অপরকে হেল্প করি। যেহেতু আমাদের জন্য এটি চ্যালেঞ্জিং একটি বিষয়, তাই আমরা চেষ্টা করছি একসঙ্গে যেন সবাই উৎরে যেতে পারি। সাকিব যোগ করেন, শেষ মুহূর্তের প্রচারণা হিসেবে আমরা সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি; তারা যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। বিশ্বাস করি, সাধারণ মানুষ যদি উদ্বুদ্ধ না হন; তাহলে তারা যে পরিবর্তনের কথা বলেন, সেটি ম্যাটার করেন না। আমরা চাই, দেশের সব জেলাতেই মানুষ উৎসাহ নিয়ে ভোটদান করবেন।
০৪ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়