• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর ওপর অভিমান করে নজরুল হক (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নজরুল হক ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আহসানউল্লাহ জানান, নিহত নজরুল হক কিছু দিন আগে একটি গরু ক্রয় করেন। এর মধ্যে কিছু টাকা বাকী ছিল। বাকীতে গরু কেনার কারণে স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো। এই নিয়ে দুপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নজরুল বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।  ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
১৫ মার্চ ২০২৪, ১১:৫৬

অবশেষে ১৩ বছরের অভিমান ভাঙল শুভশ্রীর
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফের বহু সিনেমায় কাজ করেছে তিনি। তবে মাঝে ব্যক্তিগত সমস্যা ও সম্পর্কে উথালপাথালের কারণে এসভিএফের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শুভশ্রী। এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন টালি ইন্ডাস্ট্রির সকলেই।    অবশেষে এসভিএফের সঙ্গে ১৩ বছরের সেই মান অভিমান মিটল শুভশ্রীর। অবশেষে মানা-অভিমান ভেঙে এই প্রযোজনা সংস্থা থেকে একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দিলেন শুভশ্রী। প্রথম সিনেমাটির নির্মাতা অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী। এই সিনেমায় শুভশ্রী ছাড়া আরও অভিনয় করবেন— অনসূয়া মজুমদার, মিঠুন চক্রবর্তী থেকে শুরু সোহিনী সেনগুপ্তরা। অন্যদিকে দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করবেন দেবালয় ভট্টাচার্য।  এই নির্মাতার ‘ইন্দুবালা ভাতের হোটেল’র মাধ্যমেই ওটিটি দুনিয়ায় পা রেখেছিলেন শুভশ্রী। তাদের সম্পর্কের শীতলতা মিটেছে আগেই। এখন এটাই দেখার পালা, আগামী দিনে নতুন সিনেমাগুলো কতটা সফলতা বয়ে আনে বক্সঅফিসে।   প্রসঙ্গত, গেল বছর নভেম্বরে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী। বর্তমানে রাজের পরিচালনায় ‘বাবলি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। একই সঙ্গে সামলাচ্ছেন সংসার ও কাজ।     সূত্র : জুম বাংলা   
১০ মার্চ ২০২৪, ১৫:৫২

অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
বাংলাদেশ জাতীয় আর্চারি দল থেকে অভিমান করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। হুট করে তার এমন সিদ্ধান্ত নেওয়ায় হতবাক ক্রীড়াপ্রেমীরা। অবশ্য, গত কয়েক দিন ধরেই খেলা ছাড়ার ব্যাপারে ভাবছিলেন তিনি।  তার অবসরের সিদ্ধান্ত একটি চিঠির মধ্যমে আর্চারি ফেডারেশনের কাছে জমা দিয়েছেন টোকিও অলিম্পিকে খেলা এই আর্চার। রোববার (৩ মার্চ) গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল অব. মইনুল ইসলাম। তিনি বলেন, রোমান জাতীয় দলের হয়ে আর খেলবেন না। এমন চিঠি আমাদেরকে দিয়েছেন। কয়েক দিন আগেই তা পেয়েছি।  ‘তবে আমরা এখন তা বিবেচনা করবো। সে কেনও খেলতে চায় না, রাগ বা ক্ষোভ আছে কিনা; হুট করে কোনও কিছু করা ঠিক হবে না। যদি সবাই মিলে ওকে বোঝানো যায় তাহলে হয়তো ফিরতে পারে।’ এদিকে নিজের না খেলার বিষয়ে রোমান বলেছেন, আর জাতীয় দলের হয়ে খেলবো না। জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছি। আমি নিজেও জানি আরও ১০ বছর খেলতে পারবো। কিন্তু কিসের আশায় খেলবো? ১৪ বছর জাতীয় দলে খেলে কী পেয়েছি? বাংলাদেশের ইতিহাসে আর্চারিতে সর্বোচ্চ সাফল্য এনে দিলাম। কিন্তু কোথা থেকেও কিছু পেলাম না। এটা খুব দুঃখজনক।’ গত কিছু দিন থেকেই রোমানের পারফরম্যান্স সেভাবে ভালো হচ্ছে না। এরপর যোগ হয়েছে চোট। প্যারিস অলিম্পিকের কোয়ালিফাই টুর্নামেন্টেও গত বছর থাইল্যান্ডে ভালো কিছু করতে পারেননি। এর আগে টঙ্গীতে সতীর্থ আর্চারের সঙ্গে অসদাচরণের দায়ে ২০২২ সালে রোমানকে ২ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ফেডারেশন।  নিষেধাজ্ঞার মেয়াদ পরে কমিয়ে আনে ফেডারেশন কর্মকর্তারা। যদিও সেই ধাক্কা সামলে আবারও তির-ধনুকে নজর দিতে চেয়ে আগের ফর্মে ফিরতে পারছেন না। এখন দেখার অপেক্ষা ফেডারেশনের হস্তক্ষেপে রোমান সানা ফিরে আসেন কিনা।
০৩ মার্চ ২০২৪, ১৫:৩৯

অভিমান করে নিজেকে শেষ করলেন এক বৃদ্ধ
নানান কারণে পরিবারের সঙ্গে অভিমান ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ৫৫ বছর বয়সী শাখাওয়াত হোসেনের। আর সেই অভিমান থেকেই নিজেকে শেষ করে দিতে পেটে চালালেন ছুরি। তাতেও বেঁচে গেলে গাছে উঠে দেন লাফ। এতে মারা যান তিনি।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গাছ থেকে লাফিয়ে পরে মারা যান তিনি। শাখাওয়াত হোসেনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে। এর আগে শুক্রবার বিকেলে নিজের পেটে ছুরি চালান তিনি। এতে আহত হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসা দেন। স্বজনরা বলছেন, তিনি বেশ হতাশায় ভুগছিলেন।  পুলিশ ও প্রতিবেশীরা জানান, শাখাওয়াত হোসেন অভিমানী ছিলেন। হতাশাগ্রস্তও ছিলেন। শুক্রবার বিকেলে নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরিবারের লোকজন তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করান। এরপর সন্ধ্যার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে দৌড়ে একটি গাছে ওঠেন। সেখান থেকে লাফ দিলে, মারা যান তিনি। ফুলবাড়ী থানার ওসি প্রান কৃঞ্চ দেবনাথ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। থানায় অপমৃত্যুর একটি মামলা হবে। 
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম লিমা আক্তার (১৮) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের দিনমজুর মো. রাজনের স্ত্রী ও একই ইউনিয়নের হক সাবের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লিমা আক্তারের স্বামী জীবিকার তাগিদে চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করেন। লিমা বাবার বাড়িতে থাকেন। দুপুরের খাওয়াদাওয়া করে মোবাইল ফোনে তার স্বামীর সঙ্গে কথা বলার পর সবার অগোচরে বিষ পান করেন লিমা। পরে লিমার মা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধূকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরবর্তীতে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে লিমার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমানের জের ধরে আত্মহত্যা করেছেন লিমা।   এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চরজব্বর থানার অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা 
নীলফামারীর সৈয়দপুরে মায়ের সঙ্গে অভিমান করে হৃদয় (৯) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।  রোববার (৩১ ডিসেম্বর) শহরের নিচু কলনী এলাকায় এ ঘটনা ঘটে।   সে নিচু কলনী এলাকার আল মোত্তাকিব আলীর ছেলে ও ক্যান্টবোর্ড স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।  নিহতের স্বজনরা জানান, মায়ের সঙ্গে অভিমান করে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।  এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷ একটি অপমৃত্যুর মামলা হয়েছে৷ 
০১ জানুয়ারি ২০২৪, ১০:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়