• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অভিনেতার হার্ট অ্যাটাক!
সম্প্রতি গুঞ্জন উঠেছে করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে টিকা গ্রহণকারীদের শরীরে। এর পরিপ্রেক্ষিপ্রেক্ষিতে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা লন্ডনের আদালতে স্বীকার করে নিয়েছে, তাদের ভ্যাকসিনে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এদিকে গত বছরের শেষের দিকে ভারতীয় অভিনেতা শ্রেয়স হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অল্পের জন্য প্রাণ ফিরে পেয়েছেন তিনি। অভিনেতা মনে করছেন কোভিডের টিকা নেওয়ার ফলেই হার্ট অ্যাটাক করেছিল তার। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রেয়স বলেন, আমি ধূমপান করি না। রেগুলার ড্রিঙ্কারও না। মাসে হয়তো একবার ড্রিঙ্ক করতাম। এছাড়া আর কোনো তামাক নয়। হ্যাঁ, আমার কোলেস্টেরল একটু বেশি। আমায় বলা হয়েছিল আজকাল এটাই স্বাভাবিক। এর চিকিৎসাও করিয়েছিলাম আর তাতে ফলও পেয়েছিলাম। যদি বাকি কারণ ধরি — ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নেই, কিছুই তো নেই, তাহলে কারণ কী হতে পারে? তিনি আরও বলেন, কোভিড-১৯ টিকা দেওয়ার পর থেকেই ক্লান্তি অনুভূত হতে থাকে। কিছু সত্যি তো থাকবে, আমরা পুরো থিওরি অস্বীকার করতে পারি না। হতে পারে এটি কোভিড বা ভ্যাকসিন, এর সঙ্গে কিছু না কিছু তো আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা সত্যিই জানি না আমাদের শরীরের ভিতরে কী আছে। হুজুগে বয়ে গেছি আর কোম্পানিগুলোকে বিশ্বাস করেছি। এমন কোনো ঘটনা কিন্তু কোভিড-১৯-এর আগে শুনিনি। এদিকে আদালতে অ্যাস্ট্রাজেনেকার ওই স্বীকারোক্তিতে বলা হয়েছে, এই ভ্যাকসিনের কারণে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামের বিরল রোগের সম্ভাবনা রয়েছে। যা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়েছে। 
০৫ মে ২০২৪, ১৯:৩৪

হার্ট অ্যাটাকে জনপ্রিয় কৌতুক অভিনেতার মৃত্যু
হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমেরিকান অভিনেতা, লেখক ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান রিচার্ড লুইস। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে ২৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। আশির দশকে ‘ডার্ক জোক’ ও স্ব-অপমানজনক কৌতুকের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। এ ছাড়াও আমেরিকান টেলিভিশন চ্যানেল এইচবিও’র ‘কার্ব ইয়োর ইনথেসিয়াম’- প্রোগ্রামে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন রিচার্ড লুইস। চলতি বছরের এপ্রিলে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রিচার্ড লুইস। প্রায় দুই বছর আগে পারকিনসন্স রোগে আক্রান্ত হওয়ার পর তার পিঠ ও কাঁধে পরপর চারটি অস্ত্রোপচার করা হয়। এরপরই স্ট্যান্ড-আপ কমেডি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। আমেরিকান টকশো ‘দ্য টুনাইট শো’র মাধ্যমে পর্দায় আবির্ভাব ঘটে জনপ্রিয় এ অভিনেতার। ‘দ্য রং গাইস’, ‘ওয়ানস আপন অ্যা ক্রাইম’, ‘রবিন হুড: ম্যান ইন টাইটস্‌’, ‘দ্যা ইভালেটর’ ইত্যাদি তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ‘দ্যা গ্রেট বাস্টার: অ্যা সেলিব্রেশন’ শীর্ষক ডকুমেন্টারি ছাড়াও অসংখ্য টিভি শো’তে নিজের প্রতিভার ছাপ রেখেছেন রিচার্ড লুইস।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২

চলন্ত ট্রেনে হার্ট অ্যাটাক, মেয়ের সামনে বাবার মৃত্যু
দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রেনে হার্ট অ্যাটাকে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চাটমোহর স্টেশনের মাঝামাঝি স্থানে তার মৃত্যু হয়। আব্দুস সালাম বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত আব্দুস সালামের ভাতিজি জামাই বোচাগঞ্জ উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী। তিনি জানান, তার একমাত্র মেয়ের জামাই সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ৪-৫ মাস আগে মারা গেছেন। সেই মেয়েকে নিয়ে দাবিকৃত টাকা তোলার জন্য ট্রেনযোগে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে তিনি মৃত্যুকরণ করেন।  তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টায় তার মরদেহ বোচাগঞ্জে নেওয়া হয়। এ সময় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর স্টেশন সুপার এ কে এম জিয়াউর রহমান বলেন, ঘটনা শুনেছি। ছুটিতে থাকার কারণে বিস্তারিত জানাতে পারেনি।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়