• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ
পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। সোমবার (২৯ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ও স্কটিশ গ্রিনসের মধ্যকার ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ার পর এই পদক্ষেপ নিলেন হামজা ইউসুফ। মূলত চুক্তিটি শেষ হওয়ার পর থেকেই চাপে ছিলেন তিনি।  দেশটির পার্লামেন্টে বিরোধী দল দুটি আস্থা ভোটের প্রস্তাব দিয়েছে। একটি ফার্স্ট মিনিস্টার এবং অন্যটি স্কটিশ ন্যাশনাল পার্টির সরকারের বিরুদ্ধে।   পদত্যাগের বিষয়টি একটি টেলিভিশন চ্যানেলে নিজেই ঘোষণা দিয়ে হামজা ইউসুফ বলেন, ‘আমি ক্ষমতা ধরে রাখার জন্য আমার মূল্যবোধ এবং নীতির ব্যবসা করতে বা চুক্তি করেতে ইচ্ছুক নই।’   তিনি বলেন, ‘পরবর্তী ফার্স্ট মিনিস্টার নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।’  চলতি মাসেই ইউসুফ জানান, তিনি বেশ আত্মবিশ্বাসী যে একটি অনাস্থা ভোট জিততে পারবেন। তবে সোমবারের মধ্যে তার সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করার জন্য অন্যান্য দলের সঙ্গে আলোচনার বিষয়টি অনিশ্চিত ছিল। ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন হামজা ইউসুফ। দেশটির ষষ্ঠ ফার্স্ট মিনিস্টার তিনি। জাতিগত সংখ্যালঘুদের থেকে নির্বাচিত প্রথম ফার্স্ট মিনিস্টারও ইউসুফ। পাকিস্তানি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী হামজা ইউসুফ সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টার।
১২ ঘণ্টা আগে

বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন হামজা
আগামী মাসে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কথা বাংলাদেশের। গত মাসে এ তথ্য জানিয়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই ক্যাম্প থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হামজার। বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। ইংল্যান্ডের অনূর্ধ্ব দলে খেলেছেন এই ফুটবলার। হামজা চৌধুরী এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতেন। এরপর ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। বেশ কয়েকবার তার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছড়ায়। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপে নিতে যাচ্ছে। এর আগেও সৌদি আরবে ক্যাম্প করেছে বাংলাদেশ । সুফল পাওয়ায় আবারও সেখানে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা, থাকবেন হামজা চৌধুরীও।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়