• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
‘শ্যামাকাব্য’ সিনেমা নিয়ে যা বললেন জয়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি মাকে নিয়ে তিনি দেখেছেন বদরুল আনাম সৌদ পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যামাকাব্য’। সিনেমাটি দেখে গণমাধ্যমকে এই অভিনেত্রী জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। জয়া আহসান বলেন, দুর্দান্ত।  খুবই ভালো ডিরেকশন, ভালো গল্প, অভিনেতা-অভিনেত্রীরাও খুব ভালো করেছেন।  সিনেমার পরতে পরতে ছিল বিস্ময়। আমি প্রেডিকটই করতে পারিনি যে, শেষে কী হবে। তিনি আরও বলেন, ‘শ্যামাকাব্য’ খুবই ক্ল্যাসিক অ্যাপ্রোচের একটা সিনেমা। যারা ভালো কনটেন্ট দেখতে ভালোবাসেন, ভালো গল্প খোঁজেন তারা সবটাই পাবেন এখানে। ইটস এ কমপ্লিট প্রোডাকশন। গত মাসে জয়া আহসানের গাওয়া ‘তাঁতী’ শিরোনামের একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। যাতে প্রাধান্য পেয়েছে তাঁতের শাড়ির বিজয়গাথা। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো গানও করেন, তা তিনি এ গানের মাধ্যমে জানান দিয়েছেন। 
১০ ঘণ্টা আগে

‘শেকড়’ সিনেমা মানুষের চোখে জল ঝরাবে : নাঈম
সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা প্রসূন রহমান। নাম ‘শেকড়’। এতে অভিনয় করবেন এফ এস নাঈম। বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যম কথা বলে তার সঙ্গে।  এ সময় তিনি বলেন, ‘শেকড়’ সিনেমার গল্পটা আবেগী। গভীরতাও আছে। বলতে গেলে এটা পৃথিবীর সমস্ত বাঙালির গল্প। বাবা-মা-সন্তান, ভাই-বন্ধুর গল্প। যা দেশ-বিদেশের বহু মানুষের চোখে জল ঝরাবে। আপাতত এতটুকুই বলবো। বাকিটা সিনেমা দেখার পরই সবার কাছে স্পষ্ট হবে। এর আগে নতুন এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন নাঈম। তখন এই অভিনেতা বলেছিলেন, চেষ্টায় আছি ভালো অভিনেতা হওয়ার। তাই প্রতিটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়াসটা অব্যাহত রেখেছি। ‘শেকড়’ তেমনই একটি কাজ। ‘শেকড়’ সিনেমায় এফ এস নাঈমের বিপরীতে দেখা যাবে আইশা খানকে। এছাড়া বিভিন্ন চরিত্রে দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ অভিনয় করছেন। প্রসঙ্গত, সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা প্রসূন রহমান নিজেই। সব ঠিক থাকলে আগামী বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
০৪ মে ২০২৪, ১৭:৫১

ঈদের ৩ সপ্তাহ পর প্রেক্ষাগৃহে নতুন ২ সিনেমা
গেল ঈদুল ফিতরে মুক্তির মিছিলে ছিল ১৬-১৭টি সিনেমা। সেখান থেকে মুক্তি পায় ১১টি। এরপর কেটে গেছে তিন সপ্তাহ। তবুও এর মধ্যে মুক্তি পায়নি নতুন কোনো দেশি সিনেমা। অবশেষে সেই অবস্থায় পরিবর্তন আসছে।  ঈদের চতুর্থ সপ্তাহে শুক্রবার (৩ মে) মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা। একটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’। অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’। জানা গেছে, সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ সিনেমাটি গত বছরের নভেম্বরে মুক্তির কথা ছিল। তবে হরতাল-অবরোধের কারণে সে তারিখ পেছানো হয়। পরবর্তীতে ঈদে মুক্তির তালিকায় নাম উঠলেও তা আবার পিছিয়ে যায়। যা শুক্রবার (৩ মে) থেকে ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো সিনেমা হলে দেখা যাবে।   সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া স্ত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। এর বাইরে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ। অপরদিকে, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা। যা শুক্রবার (৩ মে) থেকে দেশের ৪০টির মতো সিনেমা হলে দেখা যাবে। একইসঙ্গে দেখা যাবে রাজধানীর প্রায় সবকটি সিনেপ্লেক্সেও। ‘ডেডবডি’ সিনেমায় রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওমর সানি। এ ছাড়া আরও রয়েছেন শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।
০২ মে ২০২৪, ২০:২৯

‘কাজলরেখা’ সিনেমা নিয়ে সুখবর
‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ঐতিহ্যবাহী মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছেন ‘কাজলরেখা’ সিনেমা। যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবারের ঈদে। নতুন খবর হলো, সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহ থেকে নামেনি। এর মধ্যেই এলো এক সুখবর। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্স হিসেবে ‘কাজলরেখা’ সিনেমাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এখন থেকে কোর্স হিসেবে পড়ানো হবে এই সিনেমা। বিষয়টি নিয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম গণমাধ্যমকে বলেন, সিনেমা মুক্তির সপ্তাহখানেক পর ঢাবির ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা কয়েক দিন আগে ‘কাজলরেখা’ সিনেমাটা দেখেছে। এরপর তারা এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, আমি খুবই গর্বিত। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগে ‘কাজলরেখা’ অন্তর্র্ভূক্ত হওয়া মানে আমার জন্য গর্বের ও আনন্দের। প্রসঙ্গত, ‘কাজলরেখা’ সিনেমা নির্মাণের আগে দীর্ঘ এক যুগ গবেষণা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে মন্দিরা চক্রবর্তী, শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ অভিনয় করেছেন।
২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৩

শিগগিরই পর্দায় আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম সিনেমা
নব্বই দশকে জুটি বেঁধে কাজ শুরু করেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। ক্যারিয়ারে প্রথম সিনেমাই হিট হয় তাদের। এরপর একে একে অসংখ্য সিনেমায় কাজ করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় সব সিনেমা। এবার মুক্তি পেতে যাচ্ছে এই জুটির ৫০তম সিনেমা। জুটি বেঁধে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’র মতো সিনেমায় কাজ করেছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ সিনেমা মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ১৫ বছর বিরতির পর ‘প্রাক্তনে’র মাধ্যমে পর্দায় ফিরে আবারও সিনেমাপ্রেমীদের নজর কাড়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্সঅফিসে ঝড় তোলে সিনেমাটি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ সিনেমায় অভিনয় করেন তারা। এর মাঝে কেটে গেছে প্রায় পাঁচ বছর। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, এ দেশের সিনেমার ইতিহাসে কোনো জুটি হাফ সেঞ্চুরি করেছে বলে মনে হয় না। আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে একসঙ্গে। ঋতুর সঙ্গে এটা আমার মাত্র ৫০তম সিনেমা। সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি। জানা গেছে, চলতি বছরের জুনে ৫০তম সিনেমা ‘অযোগ্য’ নিয়ে ফিরছেন এই জুটি। আগামী ৭ জুন বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। ইতোমধ্যে সিনেমার ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে। ‘অযোগ্য’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়।  মূলত সংসার জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। রক্তিমের চাকরি চলে যাওয়ায় সংসারের বাঁকবদল ঘটে। বাড়িতে থাকার পাশাপাশি সংসারে সন্তানদের দেখাশোনার দায়িত্বও নিতে হয় তাকে। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ফেরাতে ঋতুপর্ণাকেও ইনভেস্টমেন্ট ফার্মে কাজ নিতে হয়। মধ্যবিত্ত পরিবারটি আবার উঠে দাঁড়াতে পারবে কি না? এমন প্রশ্নের জবাবই মিলবে এই সিনেমায়।  সূত্র : হিন্দুস্তান টাইমস 
২৮ এপ্রিল ২০২৪, ১৭:২৬

সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি, যা বললেন আদর-পূজা
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করে হল কর্তৃপক্ষ। দেয় বিশেষ অফার। ১০০ টাকার টিকিট কাটলেই এক প্যাকেট বিরিয়ানি ফ্রি। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে দেশব্যাপী।  যা চোখ এড়ায়নি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’-এর অভিনয়শিল্পী আদর-পূজারও। তার সূত্র ধরেই শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের পর হলটিতে যান এই অভিনয়শিল্পীরা। পরে দর্শক সারিতে বসে দেখেন নিজেদের অভিনীত সিনেমাও। এ সময় উপস্থিত দর্শকরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি ভিড় জমান প্রিয় নায়ক-নায়িকার সঙ্গে ছবি ও সেলফি তুলতেও।  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিত্রনায়ক আদর আজাদ বলেন, এখনো আমাদের দেশে ভালো সিনেমা তৈরি হয়। যেগুলো আসলে ওইভাবে প্রচার পায় না। পেলে ভালো কিছুই হতো। তবুও আমি দর্শকদের বলবো, আপনারা সবাই হলে আসুন। সিনেমা দেখুন। তবেই ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো সিনেমা তৈরি হবে। চলচ্চিত্র ফিরে যাবে আবারও তার সোনালী দিনে। এ সময় তিনি দর্শকদের উদ্দেশে আরও বলেন, ‘লিপস্টিক’ সিনেমায় আপনাদের যে সাড়া পেয়েছি, তাতে আমি আপ্লুত। ভীষণ আনন্দিত। এভাবেই সবাই আমাদের পাশে থাকবেন।   একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন চিত্রনায়িকা পূজাও। তিনি বলেন, আমাদের দর্শকরা আসলে ‘লিপস্টিক’ এর মতো ভালো গল্পের সিনেমা দেখতে চায়। হলে সবার উপস্থিতি সেটাই প্রমাণ করে। আশা করছি, ভবিষ্যতে আমাদের সিনেমা আবারও ঘুরে দাঁড়াবে।  দর্শকদের ধন্যবাদ জানিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন, আমি জানি মফস্বলের সিনেমা হলগুলো সিনেপ্লেক্সের মতো নয়। সেখানে এসিও নেই। তারপরও দর্শকরা গরম সহ্য করে সিনেমা দেখছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।    প্রসঙ্গত, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়। যা পুনরায় গত ২০ এপ্রিল চালু করা হয় বিশেষ অফারের মাধ্যমে। বর্তমানে হলটিতে চলছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এবং কামরুজ্জামান রোমান পরিচালিত ঈদের সিনেমা ‘লিপস্টিক’।  
২৭ এপ্রিল ২০২৪, ১৯:০৯

টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করে হল কর্তৃপক্ষ। দেয় বিশেষ অফার। ১০০ টাকার টিকিট কাটলেই এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে দেশব্যাপী। যা চোখ এড়ায়নি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’-এর অভিনয়শিল্পী আদর-পূজারও। তার সূত্র ধরেই শুক্রবার (২৬ এপ্রিল) হলটিতে যাচ্ছেন তারা। জানা যায়, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়। যা পুনরায় গত ২০ এপ্রিল চালু করা হয় বিশেষ অফারের মাধ্যমে। বর্তমানে হলটিতে চলছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এবং কামরুজ্জামান রোমান পরিচালিত ঈদের সিনেমা ‘লিপস্টিক’। নিজেদের সিনেমায় টিকিটের সঙ্গে বিরিয়ানি দেওয়ার খবরটি ‘ভাইরাল’ হলে দৃষ্টিগোচর হয় আদর-পূজার। এতে উচ্ছ্বসিত হন তারা। তারই প্রেক্ষিতে নেন এই ভালোলাগার বিষয়টি দর্শকদের সঙ্গে শেয়ার করার পরিকল্পনা। সব ঠিক থাকলে আদর, পূজা, নির্মাতা রোমানসহ সংশ্লিষ্টরা শুক্রবার (২৬ এপ্রিল) হাজির হচ্ছেন ঝংকার সিনেমা হলে। বিষয়টি নিয়ে আদর আজাদ বলেন, আজ আমরা বগুড়ার ধুনটের ঝংকার সিনেমা হলে যাচ্ছি। সেখানে তিনটার শো’তে উপস্থিত থাকবো। দর্শকদের সঙ্গে আড্ডা দেবো। তারপর আজ রাতেই আবার ঢাকায় ফিরবো। তিনি আরও বলেন, টিকিটের সঙ্গে বিরিয়ানি দেওয়ার ব্যাপারটা ব্যতিক্রম। সে কারণে আসলে আলাদা করে সাড়া পড়েছে। মূলত এজন্যই আমরা হল মালিক ও দর্শকদের কৃতজ্ঞতা জানাতেই সেখানে যাচ্ছি। ঈদের মুক্তির পর শুরুতে কম পেলেও ধীরে ধীরে বাড়ছে ‘লিপস্টিক’ সিনেমার হল সংখ্যা। বিষয়টি নিয়েও কথা বলেন আদর আজাদ। তিনি বলেন, প্রথমে যখন আমরা হল কম পেয়েছিলাম, তখনই বলেছিলাম এই সিনেমার দম আছে। আস্তে ধীরে হল বাড়বে। এখন সেটাই হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২৬ এপ্রিল ২০২৪, ১৩:৫০

মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
২০২২ সালের ১৮ ডিসেম্বর, কাতারের দোহায় ইতিহাস লেখা মুহূর্তের উচ্ছ্বাসের আনন্দ অশ্রু গিয়ে মিশেছে বুয়েন্স আইরেসের রাজপথে। আকাশি-সাদা রঙের পতাকায় মোড়ানো প্রতি মানুষের শরীরের উল্লাসের হাহাকার। আর মনের মধ্যে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর নিশ্বাস। বিশ্বকাপ জয়ের সেই ইতিহাস গাঁথা মুহূর্ত নিয়ে ২০২৩ সালে তৈরি হয়েছিল ডকু মুভি মুচাচোস। মেসি-ডি মারিয়াদের সেই ফুটবল যুদ্ধ জয়ের গল্পের প্রতিটি মুহূর্তে আবেগের বহিঃপ্রকাশ। সাড়া জাগানো সেই মুভি এলো বাংলাদেশে। হয়ে গেল প্রিমিয়ার। স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার মেসবাহ উদ্দিনের ভাষ্য, বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক প্রচুর। সেটা চিন্তা করেই আমরা এই মুভিটা নিয়ে এসেছি। অন্যান্যদের দেশের এমন ডকু মুভি হলে আমরা সেগুলোও নিয়ে আসবো। আর্জেন্টিনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিল ম্যাক্সিমিলানো রোমানেলোর মন্তব্য, বিশ্বকাপ জয় নিয়ে এই সিনেমা বাংলাদেশে দেখাতে পেরে আমরা গর্বিত। আমরা জানি, বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ফ্যান ফলোয়ার আছে। মেসির ভক্ত আছে। আর্জেন্টিনার সঙ্গে আমাদের একটি সম্পর্ক তৈরি হয়েছে। আমরা এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। বাংলাদেশের ফুটবল ও হকির উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আর আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নেও বাংলাদেশ এগিয়ে আসতে পারে। মেসিদের নিয়ে ভক্তদের যেমন উচ্ছ্বাস, ঠিক তেমনি ফিনল্যান্ডে বেড়ে ওঠা জাতীয় দলের ফুটবলার তারিক কাজীরও সিনেমাটি নিয়ে আছে বিশেষ আগ্রহ। সিনেমা শেষে দর্শকরা উচ্ছ্বসিত। আশা প্রকাশ করলেন, ২০২৬ বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয় করবে আলবিসেলেস্তারা। ১০০ মিনিটের এই সিনেমা বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে চলবে আগামী কয়েক সপ্তাহ।
২৬ এপ্রিল ২০২৪, ১২:৪২

সিনেমা দেখলেই বিরিয়ানির প্যাকেট ফ্রি
গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করলো হল কর্তৃপক্ষ। ১০০ টাকার টিকিট কাটলেই মিলছে এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। জানা যায়, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়।  বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। ঈদের ছবি ও বিরিয়ানির এই বিশেষ অফারের কারণে বর্তমানে বেড়েছে দর্শক সমাগম— এমনটাই মন্তব্য হল কর্তৃপক্ষের।  এ ব্যাপারে কথা হয় হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমাদের হলে দর্শকের জন্য আসন রয়েছে ৫০০টি। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। বিশেষ অফারে প্রতিটি টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হচ্ছে। এই অফার কতদিন চালু থাকবে জানতে চাইলে তিনি আরও বলেন, আগামী এক মাস খাবারের এই অফার চালু থাকবে।  বর্তমানে ঝংকার সিনেমা হলে ‘লিপস্টিক’ সিনেমার চারটি শো (দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা) চলছে। তবে তীব্র গরমের কারণে দুপুর ও বিকেলে দর্শক কিছুটা কম থাকলেও বাকি দুটি শো-এ দর্শক সমাগম বেশি থাকছে বলে জানা যায়।
২২ এপ্রিল ২০২৪, ১০:০০

ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা
পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ‘কান’। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে এবার হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই প্রথম এই উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের কোন সিনেমা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে তৌসিফ আলজায়েদির পরিচালিত সিনেমা ‘নোরা’। সিনেমাটিতে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র উঠে এসেছে। এতে ওই সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের গল্প উঠে এসেছে। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প।  মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি। বৃহস্পতিবার এবারের কান উৎসবের মনোনয়নের তালিকা প্রকাশ করেন পরিচালক থিঁয়েরি ফ্রেমো। এদিন মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করেন তিনি। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।  
১৩ এপ্রিল ২০২৪, ০২:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়