• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
কারিনার নতুন অধ্যায় শুরু, কাঁধে এবার বড় দায়িত্ব
বলিউডে দু দশক কাটিয়ে ফেলেছেন কারিনা কাপুর খান। অভিনেত্রী দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। এবার তার কাঁধে আরও বড় দায়িত্ব। ইউনিসেফ-এর রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন সুপারস্টার কাপুরকন্যা। বিগত দশ বছর ধরে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করছেন বেবো। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেই পদ থেকেই উত্তরণ। হয়ে গেলেন ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ৪ মে, শনিবার নিজেই ইনস্টাগ্রামে সেই গর্বের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কারিনা। নতুন দায়িত্ব পেয়ে তিনি আবেগাপ্লুত, সেটা তার কথাতেই ধরা পড়ল। লিখেছেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। UNICEF-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য়। গত দশ বছর ধরে কাজ করছি ইউনিসেফ-এর সঙ্গে। বিগত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি রোজ অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি, ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব। বেবো বলছেন, প্রতিটি শিশুর সুস্থ শৈশব, ন্যায্য সুযোগ, একটি ভালো ভবিষ্যত প্রাপ্য।’ নবাব বেগমের মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছা জানিয়েছেন তার বলিউডের সহকর্মী থেকে অনুরাগীরা। কারও আর্জি, ‘গাজার শিশুদের ভবিষ্যৎটাও দেখুন। তেইশ সালই ঘুরিয়ে দিয়েছে কারিনা কাপুরের ভাগ্যচক্র। ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সিনেসমালোচকদের তরফেও দারুণ প্রশংসিত হয়েছিল বেবোর অভিনয়। তার পরই কারিনার ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। বিগ বাজেট দক্ষিণী সিনেমা ‘টক্সিক’-এর প্রস্তাবও এসেছিল তার কাছে। তবে যশের বিপরীতে অভিনয় করার অফার নাকচ করেছেন অভিনেত্রী। বলিউডে দু দশক কাটিয়ে ফেললেও তেইশ অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই কারিনা কাপুরকে মনে রেখেছিলেন দর্শকরা। তবে খেলা ঘোরালো গত বছরে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’। সিঙ্গল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন কারিনা। ২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই সিনেমাতে কারিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান। তবে ২০২৩ সালে ‘জানে জান’-এর দৌলতে নজর কাড়া প্রত্যাবর্তন কারিনার কাপুরের। এবার ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কারিনা কাপুর।  
০৫ মে ২০২৪, ১৮:২৪

‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল বলতে কিছু নেই’
আন্তজার্তিক ক্রিকেটে দুর্দিন পার করছে জিম্বাবুয়ে। ওয়ানডের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারেননি খাজা-উইলিয়ামসরা। তবে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোডেশিয়ানদের সহজভাবে নিচ্ছে না টাইগাররা। টি-টোয়েন্টিতে কোনো দলই ছোট নয়, এমন মন্তব্য করেছেন নাজমুল হাসান শান্ত। শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক। এ সময় উগান্ডার কাছে হেরে যাওয়া জিম্বাবুয়ের শক্তি নিয়ে শান্ত বলেন, টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে।  ‘সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না। ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক লড়াই হবে। কারণ তারাও ভালো দল।’ প্রতিপক্ষকে সম্মান করলেও সিরিজ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না শান্ত। তিনি বলেন, প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। প্রস্তুতির কথা অবশ্যই মাথায় থাকবে, প্রস্তুতি নিতে গিয়ে খেলাটাকে হালকা ভাবে নিব অনেক এক্সপেরিমেন্ট করব তাও না। যে ১৫ জন খেলোয়াড় আছে সবাই এই দলকে হারানোর সামর্থ্য রাখে।
০২ মে ২০২৪, ১৪:৪৩

সরকার ব্যস্ত বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় : ভিপি নুর
কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পায় না।অন্যদিকে সরকার বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। ভিপি নুর বলেন, কয়েকজন শিল্পপতি দেশের ৮৫ ভাগ সম্পদের মালিক। কৃষি পণ্যের দাম না পেয়ে কৃষক পণ্য রাস্তায় ফেলে দেয়। কৃষকরা যদি উৎপাদন না করে তখন সাধারণ মানুষের কি হবে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই, সরকারের খেয়াল শুধু শিল্পপতিদের স্বার্থ রক্ষায়। এ সময় ভিপি নুর আরও বলেন, বিনাযুদ্ধে রাজনীতির মাঠ ছেড়ে দেওয়া, নির্বাচন বর্জন করতে করতে বিরোধী দল রাজনীতির মাঠ থেকে আউট হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না। এ সময় গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি আল-আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণঅধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক এম এম রহমান শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানসহ আরও অনেকে।
২৯ এপ্রিল ২০২৪, ২০:৫৮

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
আর মাত্র দেড় মাস পরেই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের আসর শুরু আগে বড় দুঃসংবাদ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারণে চলতি মৌসুম থেকে ছিটকে গিয়েছেন দলের তরুণ ফুটবলার এনজো ফার্নান্দেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে খেলছেন তিনি। কুঁচকির সমস্যার জন্য  অস্ত্রোপচার করিয়েছেন এই মিডফিল্ডার। এক বিবৃতিতে গতকাল (বৃহস্পতিবার) ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে চেলসি।  বিবৃতিতে তারা জানিয়েছে, কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন। এদিকে আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা টুর্নামেন্ট। ফলে এই টুর্নামেন্টে এই আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি।  আসন্ন কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে আর্জেন্টিনা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা।  সবশেষ ২০২১ সালে ব্রাজিলে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।
২৬ এপ্রিল ২০২৪, ১৬:২৯

অক্ষরের বিদায়ের পর পান্থের তাণ্ডব, বড় পুঁজি দিল্লির
দিল্লির ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিল গুজরাট টাইটান্স। তবে এই সিদ্ধান্তই যেনো কাল হয়ে দাঁড়ালো গিলদের জন্য। আগে ম্যাচে ৮৯ রানে অলআউট হওয়া গুজরাটের সামনে ২২৫ রানের পাহাড় লক্ষ্য দিয়েছে দিল্লি। বুধবার (২৪ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দিল্লির দুই ওপেনার পৃথ্বী শাহ এবং জ্যাক ফ্রেজার। তবে ইনিংস বড় করেতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ২৩ রান করে ফ্রেজার আউট হলে ৭ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন পৃথ্বী। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শাই হোপ। ৬ বলে ৫ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর দিল্লি শিবিরের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং ঋষভ পান্থ।  দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে দিল্লি। ৩৭ বলে ফিফটি তুলে নেন অক্ষর প্যাটেল। এরপর দ্রুত গতিতে রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। ৪৩ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকে পান্থও। ৩৪ বলে ফিফটি তুলে নেন দিল্লি অধিনায়ক। এরপর ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করে ক্রিস্টান স্টাবস। ১৯তম ওভারে ২১ রান তোলে এই প্রোটিয়া ব্যাটার। শেষ ওভারে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে রান তুলতে থাকেন পান্থ। স্টাবসের ৭ বলে ২৬ রান এবং পান্থের ৪৩ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ২২৪ রানের বড় পুঁজি পায় দিল্লি। শেষ ওভারে মোহিত শর্মার পাঁচ বলে চার ছক্কা এবং এক চার মারেন তিনি। গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সানদ্বীপ ওয়ারিয়ার। এ ছাড়াও নুর আহমেদ নেন এক উইকেট।
২৪ এপ্রিল ২০২৪, ২১:৪৯

রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
আইপিএলের ৩৯তম ম্যাচে  লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের দল। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টায় মাঠে নামে চেন্নাই ও লখনৌ।  এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলে নেয় চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৮ রান করেছেন। ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান আজিঙ্কা রাহানে। ড্যারেল মিচেল করেন ১০ বলে ১১ ও রবীন্দ্র জাদেজা করেন ১৯ বলে ১৭ রান। তবে রুতুরাজ একটা প্রান্তে ঠিকই তাণ্ডব চালিয়ে গেছেন। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি পূরণ করেন চেন্নাই অধিনায়ক। সবচেয়ে বড় তাণ্ডবটা চালান তিনি চতুর্থ উইকেটে শিভাম দুবেকে সঙ্গে নিয়ে। এই জুটিতে ৪৬ বলে ১০৪ রান যোগ করেন তারা। ইনিংসের ২ বল বাকি থাকতে রানআউট হন ২২ বলে ফিফটি করা শিভাম দুবে। ২৭ বলে ৬৬ রানের টর্নেডো ইনিংসে ৩টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন গায়কোয়াড়। ৬০ বলে ১০৮ রানের হার না মানা ইনিংসে ১২টি চার আর ৩টি ছক্কা হাঁকান চেন্নাই অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি শেষ বলটা পেয়েবাউন্ডারি হাঁকিয়ে দলকে ২১০ রানে পৌঁছে দেন তিনি।
২৩ এপ্রিল ২০২৪, ২২:৫৩

ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে বড় আকারে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে খোদ হিজবুল্লাহ। তারা বলছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। এ হামলা প্রসঙ্গে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা উত্তর ইসরায়েলের আইন জেইটিম ঘাঁটিতে ৯১ তম ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে বোমাবর্ষণ করেছে। অতি সম্প্রতি শ্রীফা, ওদাইসেহ এবং রাব তলাতিনে হামলাসহ লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিভিন্ন গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।  গতকাল সোমবার (২২ এপ্রিল) ওই তিনটি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সিও (এনএনএ)। এদিকে সবশেষ হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক ৩৫টি রকেট চিহ্নিত করা হয়েছে, তবে কোনও আঘাতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সৈন্যরা এর প্রতিক্রিয়ায় রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে পাল্টা হামলা করেছে বলেও জানিয়েছে তারা।  গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের ওপর প্রতিশোধস্বরূপ গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে ছড়িয়েছে। প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে।   সম্প্রতি ইসরায়েল-ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আরও জোরদার করেছে। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৩৭৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ১০ জন সৈন্য ও ৮ জন বেসামরিক নাগরিকসহ মোট ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ১৪:১৪

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- পদের নাম: ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ৯০ জন চাকরির ধরন: চুক্তিভিত্তিক বেতন বিভাগ: ১ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। বয়সসীমা: ২৭ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। আবেদন ফি: সার্ভিস চার্জসহ ১১২ টাকা। আবেদন করবেন যেভাবে: আগ্রহীরা http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ২২ এপ্রিল, ২০২৪ বিকাল পাঁচটা পর্যন্ত।
২২ এপ্রিল ২০২৪, ১০:২১

মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। দেশটির পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে রোববার (২১ এপ্রিল) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ভোট গ্রহণ চলে। এরমধ্যেই বেশির ভাগ আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায়  পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। খবর এএফপি। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত মালদ্বীপের নির্বাচন কমিশন ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফলাফল ঘোষণা করে। এসব আসনের মধ্যে ৬৬টিতে জয় পেয়েছে পিএনসি। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। মাত্র আটটি আসন ছিল বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তাদের শরিকদের। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর জন্য কঠিন পরীক্ষা ছিল। কেননা চীনপন্থী মুইজ্জু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হাতে। ফলে চীনপন্থী মুইজ্জুর দল এবার পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে কি না, তা ছিল বড় চ্যালেঞ্জ। গত বছর সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভারতবিরোধী অবস্থান প্রকাশ করে বিজয়ী হন মোহামেদ মুইজ্জু। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের মতো চীনপন্থী অবস্থান নেন। এদিকে দুর্নীতির অভিযোগে ইয়ামিনের ১১ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে গত সপ্তাহে আদালত এ সাজা বাতিল করে। চলতি মাসে যখন পার্লামেন্ট নির্বাচনের জন্য পুরোদমে প্রচারণা চলছিল, তখন মালদ্বীপে অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের চুক্তি করেছেন মুইজ্জু। তার প্রশাসন মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মুইজ্জুর একজন জ্যেষ্ঠ সহকারী এএফপিকে বলেন, নির্বাচনে এবার ভূরাজনীতির বড় ধরনের প্রভাব ছিল। ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতিতে তিনি (মুইজ্জু) ক্ষমতায় এসেছেন।
২২ এপ্রিল ২০২৪, ০৮:১৫

রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৪৯৩ জন
বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চার ক্যটাগরির পদে মোট ৪৯৩ জন নিয়োগ দেবে।  আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।  ১. পদের নাম: ফিল্ড কানুনগো  পদসংখ্যা: ৬টি  যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।  বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩) ২. পদের নাম: গার্ড গ্রেড-২ পদসংখ্যা: ১১৪ যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪) ৩. পদের নাম: আমিন পদসংখ্যা: ২২ যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬) ৪. পদের নাম: পয়েন্টসম্যান পদসংখ্যা: ৩৫১ যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮) বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। যেভাবে আবেদন: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এই ওয়েসাইটে http://br.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে। আবেদন ফি: ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২ ও আমিন পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং পয়েন্টসম্যান পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা: আবেদন শেষ ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২১ এপ্রিল ২০২৪, ০৯:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়