• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
ফেসবুকে পোস্ট, গাড়ি-বাড়ির মালিক হলেন বৃদ্ধ রিকশাচালক
ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নে সোনাকান্দি গ্রামের ৭৭ বছরের বৃদ্ধ হাবিবুর রহমান। একাধিকবার স্ট্রোক করলেও জীবিকার তাগিদে রিকশার প্যাডেল চালিয়ে অবিরাম ছুটেন রাজধানীর রাস্তায়। সারাদিন যে টাকা আয় করেন, তার সিংহভাগই যায় রিকশার মালিকের ভাড়া পরিশোধ করে। বাকিটার কিছু অংশ নিজের জন্য রেখে অন্য অংশ পাঠাতেন গ্রামে থাকা বৃদ্ধা স্ত্রীর কাছে। যে সময়টা তার বিছানায় শুয়ে-বসে বিশ্রাম করার কথা, অভাবের তাড়নায় রিকশার প্যাডেল চালিয়ে এভাবেই চলছিল তার দিনকাল। জীবনের বাকিটা সময় শহর ছেড়ে গ্রামে থাকা স্ত্রী সঙ্গে কাটানোর ইচ্ছে ছিল হাবিবুর রহমানের। তার সেই দুরবস্থার কথা সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে গণভবনে পৌঁছেছে। তার পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসন। ফেসবুকে সাংবাদিকের ওই পোস্টটি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেনের দৃষ্টিগোচর হলে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পান হাবিবুর। পাশাপাশি তার কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী তাকে একটি ইজিবাইক উপহার দিয়েছেন। এতে করে গ্রামে ফেরার ইচ্ছা ও গ্রামেই কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই অসহায় বৃদ্ধের। বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জেলা প্রশাসক কর্তৃক দেওয়া উপহারের ইজিবাইকের চাবি হাবিবুরের হাতে তুলে দেন। পাশাপাশি সোনাকান্দি গ্রামে এই বৃদ্ধের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজও শুরু হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, আমি সোনাকান্দি গ্রামে গিয়ে হাবিবুরের বাড়ি পরিদর্শন করি। তার মাত্র আধা শতাংশ জমি রয়েছে। যাতে ঘর নির্মাণ সম্ভব না হওয়ায় বিপত্তি বাঁধে। তবে সহনাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. দুলাল আহমেদ হাবিবুরের জমির পাশে থাকা দুই শতাংশ জমি দানের ঘোষণা দেওয়ায় কাজ সহজ হয়েছে। ইতোমধ্যে জমির দলিল সম্পাদন হয়ে গেছে। দ্রুতই ঘরের নির্মাণকাজ শুরু হবে। এ ছাড়াও হাবিবুর ও তার স্ত্রীকে বয়স্ক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হাবিবুর রহমান বলেন, সারাজীবন কষ্ট করেছি। আধা শতাংশ ভিটে ছাড়া নিজের আর কিছুই ছিল না। এক সাংবাদিক ভাইয়ের লেখালেখির কল্যাণে এসব পাচ্ছি। এখন স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে আমার দিন রাজার হালে কাটবে। আমি অনেক আনন্দিত ও খুশি। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাসহ যারা আমার পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
০৩ মে ২০২৪, ১৮:৪৩

৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় সুন্নত আলী নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ভুক্তভোগী শিশুটির বাবা দর্শনা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুন্নত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত পিরু মণ্ডলের ছেলে ও পেশায় মুদি দোকানদার। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুকে তার মা সুন্নত আলীর দোকান থেকে মোবাইলের রিচার্জ কার্ড (মিনিট কার্ড) কিনতে পাঠান। এ সময় বৃদ্ধ শিশুটিকে দোকানের মধ্যে নিয়ে তার যৌনাঙ্গে জোরপূর্বক আঙ্গুল ঢুকিয়ে দেন। এতে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানালে তারা দ্রুত দর্শনা থানায় গিয়ে অভিযোগ দেন। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। রাতেই শিশুর পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা। তিনি বলেন, শিশুটির পরিবার ধর্ষণ মামলা দায়ের করায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। সরাসরি ধর্ষণ না হলেও যৌন চাহিদা পূরণ করতেই শিশুটির সঙ্গে এমন কাজ করেছেন তিনি। এ ছাড়া ধর্ষণ হয়েছে কিনা সেই বিষয়ে আমরা চিকিৎসকের মতামত নেব। তদন্ত করে যেটা পাব সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা পলাশ বলেন, রাতেই ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
০১ মে ২০২৪, ১৭:৪৬

রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর বংশালের নাজিম উদ্দিন রোডে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মো. শফিক উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।  সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শফিক উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মো. রফিক জানান, তারা বাবা নাজিমুদ্দিন রোড এলাকায় হেঁটে রাস্তা পারাপার সময় দুই ট্রাকের মধ্যে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তার বাবাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ১০:২৪

রাজধানীর নাজিমুদ্দিন রোডে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর বংশালে নাজিমুদ্দিন রোডের মিনাবাজারের সামনে রাস্তা পারাপারের সময় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে শফিক উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিক উদ্দিনের ছেলে রফিক বলেন, নাজিমুদ্দিন রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাবা দুই ট্রাকের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।  
২৬ মার্চ ২০২৪, ০২:২৬

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ
ময়মনসিংহে ‘মহুয়া’ ট্রেনের নিচে কাটা পড়ে মো. আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কৃষ্টপুর মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ‍্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কদ্দুছ। তিনি বলেন, নিহতের বসতঘর রেললাইনের পাশেই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক‍্যজনিত রোগে ভুগছিলেন। দুপুরে তিনি ঘর থেকে বের হয়ে ‘মহুয়া’ ট্রেনে কাটা পড়ে মারা যান। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
১৯ মার্চ ২০২৪, ১৪:৫০

অভিমান করে নিজেকে শেষ করলেন এক বৃদ্ধ
নানান কারণে পরিবারের সঙ্গে অভিমান ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ৫৫ বছর বয়সী শাখাওয়াত হোসেনের। আর সেই অভিমান থেকেই নিজেকে শেষ করে দিতে পেটে চালালেন ছুরি। তাতেও বেঁচে গেলে গাছে উঠে দেন লাফ। এতে মারা যান তিনি।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গাছ থেকে লাফিয়ে পরে মারা যান তিনি। শাখাওয়াত হোসেনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে। এর আগে শুক্রবার বিকেলে নিজের পেটে ছুরি চালান তিনি। এতে আহত হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসা দেন। স্বজনরা বলছেন, তিনি বেশ হতাশায় ভুগছিলেন।  পুলিশ ও প্রতিবেশীরা জানান, শাখাওয়াত হোসেন অভিমানী ছিলেন। হতাশাগ্রস্তও ছিলেন। শুক্রবার বিকেলে নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরিবারের লোকজন তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করান। এরপর সন্ধ্যার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে দৌড়ে একটি গাছে ওঠেন। সেখান থেকে লাফ দিলে, মারা যান তিনি। ফুলবাড়ী থানার ওসি প্রান কৃঞ্চ দেবনাথ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। থানায় অপমৃত্যুর একটি মামলা হবে। 
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২

‘মা’ ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেপ্তার
‘মা’ ডেকে সিএনজিতে তুলে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আমির হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। জানা গেছে, সোমবার তেজগাঁও থানার বিজয় স্মরণী মোড়ে সিএনজি চালিত অটোরিকশার ভেতর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে মঙ্গলবার ভুক্তভোগী অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার শিকার নারী বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী। তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এ সময় আমির হোসেনও ওই স্থানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন আমির হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজি অটোরিকশায় যাওয়ার জন্য। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে ভেবে রাজি হন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ ছাড়া ৭০ বছর বয়সী আমির হোসেন তাকে ‘মা’ ডাকায় তিনি আশ্বস্তও হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমির শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তার মোবাইল নাম্বার দিয়ে দেন। ভুক্তভোগী লোকলজ্জায় তখন কাউকেই কিছু বলেননি। ওসি আরও বলেন, মঙ্গলবার বিকেলে আমির হোসেন আবারও তাকে ফোন দেন এবং একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। পরে ভুক্তভোগী পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
৩১ জানুয়ারি ২০২৪, ১১:০১

ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন বৃদ্ধ মা
সারাদেশের মতো নেত্রকোণার কলমাকান্দায়ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করেই সকাল সকাল ভোট দিতে আসেন ভোটাররা। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এদিন সকালে নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দার পনার পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেওয়াতে বৃদ্ধ মাকে কোলে করে নিয়ে আসেন ছেলে। ওই বৃদ্ধার নাম মৃণালিনী তালুকদার। তিনি কলমাকান্দা উপজেলার হোগলা ইউনিয়নের বড় সালেঙ্গা গ্রামের যতীন্দ্র মোহন তালুকদারের স্ত্রী। এবং তাকে নিয়ে আসা ছেলের নাম জীবন কৃষ্ণ তালুকদার। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়