• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।  মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।  সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মা সাজেদা খাতুন। মা সাজেদা খাতুন বলেন, ‘দুপুরের দিকে রনি ও জীবন নামের দুই বন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদ্ভট আচরণ করতে থাকে। এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মুখে বা গলায় লিচুর বিচি আটকে আছে কি না, এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।
১৫ মে ২০২৪, ১১:৫০

গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু
মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আবদুল মজিদ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৪ মে) উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ মিয়া ওই গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে।  তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রওশন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা মজিদ মিয়া বিকেলে বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে তাকে দ্রুত শিবালয় উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’  এ সময় গলায় লিচুর বিচি আটকানোর কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।
১৫ মে ২০২৪, ১০:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়