• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo
শেষের ২০ মিনিটের রোমাঞ্চে বায়ার্নকে কাঁদিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ
গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পুরো ম্যাচেই দুর্দান্ত সব সেভ করে ম্যাচে রাখেন বায়ার্ন মিউনিখকে। সেই নয়ারই শেষ দিকে করে বসলেন অপ্রত্যাশিত ভুল। তার হাত থেকে ছিটকে যাওয়া বলে গোল করলেন হোসেলু। কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদ ভেঙে হয় আরও একটি গোল। ফলে যা হবার তাই হয়। স্প্যানিশ চ্যাম্পিয়নরা পেয়ে যায় ফাইনালের টিকিট। বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলের ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ৪-৩ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে

ফাইনালে উঠতে রিয়াল-বায়ার্নের আগুনে লড়াই
চ্যাম্পিয়ন্স লিগ মানেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আধিপত্য। যেখানে ১৪টি শিরোপা জিতে সফল দল মাদ্রিদ, সেখানে দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলানের শিরোপা ৭টি।  ইউরোপের সেরা হওয়ার দৌড়ে চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে, কার্লো আনচেলত্তির দল। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে, ২-২ গোলের সমতা নিয়ে ফিরেছে ভিনিসিয়াস-লুকা মদ্রিচরা। এ ছাড়া চলতি সপ্তাহে ৩৬তম লা-লিগা শিরোপাও নিশ্চিত করেছে ক্লাবটি। ফলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বাভারিয়ানদের আতিথেয়তা দেবে হোয়াইটরা। এদিকে মৌসুমটা ভালো কাটেনি টমাস টুখেলের দলের। এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি তারা। খুইয়েছে বুন্দেসলিগায় নিজেদের দীর্ঘ একযুগের আধিপত্যও। ২০১১-১২ মৌসুমের পর এবারই লিগ জয়ে ব্যর্থ হলো ক্লাবটি।  চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেই শিরোপা ছাড়া মৌসুম শেষ করতে হবে তাদের। মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া কোচকে তাই অন্তত একটা শিরোপা উপহার দিতে চায় নুয়ার-মুলাররা।  অপরদিকে এ ম্যাচে জয়ই পারে শিরোপার জন্য বায়ার্নে আসা কেইনের আশা বাঁচিয়ে রাখতে। তবে ম্যাচটা রিয়ালের ঘরের মাঠে হওয়ায় যত চিন্তা টুখেলের।  এদিকে লা-লিগা নিশ্চিত হয়ে যাওয়ায় লস ব্লাঙ্কোসদের চিন্তায় এখন চ্যাম্পিয়ন্স লিগ। আছে বেশ ফুরফুরে মেজাজেই। দলের মূল ভরসার সবাই পুরো ফিট। দারুণ ছন্দে আছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা।  চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত গোলকিপার কর্তোয়া। যদিও তার বদলে মৌসুম জুড়ে দারুণভাবেই গোলবার সামলেছেন আন্দ্রে লুনিন। ফলে সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে এগিয়ে থাকবে এ গোলকিপারই।  এ ম্যাচের জয়ী দল আগামী ২ জুন উইম্বলিতে শিরোপা লড়াইয়ে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ পিএসজিকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ডর্টমুন্ড।  
১৩ ঘণ্টা আগে

রোমাকে বিধ্বস্ত করে ফাইনালে এক পা লেভারকুসেনের
জাবি আলোনসোর হাত ধরে বুন্দেসলিগার শিরোপা জিতে চমক দেখিয়েছিল  বায়ার লেভারকুসেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি শিরোপা জয়ের হাতছানি দলটির সামনে। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমার মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়েছে লেভারকুসেন।  বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে স্তাদিও অলিম্পিকোতে রোমাকে ২-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। জয়সূচক গোল ২টি করেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও রবার্ট এন্দরিখ।    এই ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল লেভারকুসেন। ৪৭ শতাংশ সময় বল দখলে রেখে ১৯টি শট নিয়ে ৪টি লক্ষ্য বরাবর রেখেছিল তারা। বিপরীতে ঘরের মাঠে ৮টি শট নিয়ে ২টি প্রতিপক্ষের গোলমুখে রাখতে পেরেছিল রোমা।   রোমেলু লুকাকু, পাওলো দিবালার মতো তারকাদের স্তব্ধ করে ম্যাচের ২৮তম মিনিটেই লেভারকুসেনকে লিড এনে দেন ২০ বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার উইর্টজ। ডাচ রাইট-ব্যাক রিক কার্সদর্পের ভুলের খেসারত দিতে হয় দলকে। ব্যাক পাসে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের কাছে দিয়ে বসেন তিনি।  যেন ডি-বক্সে ঢুকে পড়া নিজের সতীর্থকে পাস দিচ্ছেন। বল পেয়ে যান অ্যালেক্স গ্রিমালদো। এক ডিফেন্ডার ও গোলরক্ষকের বাধায় তিনি বল তুলে দেন অরক্ষিত থাকা উইর্টজকে। বাকি কাজকে অনায়াসে সেরে নেন এ জার্মান মিডফিল্ডার।   ৩৪তম মিনিটে গ্রিমালদো আরও একটি দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তবে পেনাল্টি এরিয়ার সামনে অরক্ষিত অবস্থায় বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন জেরেমি ফ্রিমপং।  এরপর বিরতি কাটিয়ে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত কোনো দল গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ৭৩তম মিনিটে রোমার সমর্থকদের দুঃখ দ্বিগুণ করে ব্যবধান বাড়িয়ে নেন এন্দরিখ। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক ক্রসে জাল খুঁজে নেন তিনি। দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না রোমার গোলরক্ষকের।  স্বাগতিকরা একটি গোল শোধের সুযোগ পেয়েছিল ম্যাচের যোগ করা সময়ে। তবে গোলপোস্ট ফাঁকা পেয়েও লুকাকু হেড নেন বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে রোমার দুর্গ থেকে জয় নিয়ে ফেরে লেভারকুসেন।   আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে ঘরের মাঠে রোমাকে আতিথ্য দেবে লেভারকুসেন। সে ম্যাচে ড্র কিংবা হারের ব্যবধানটা ১-০ গোলের মধ্যে রাখতে পারলেই ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করবে আলোনসোর শিষ্যরা।    
০৩ মে ২০২৪, ০৮:৩৮

রোনালদো জাদুতে কিংস কাপের ফাইনালে আল নাসর
সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে। এতে টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর দল। বুধবার (০১ মে) রাতে রিয়াদের আল আওয়াল পার্কে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক। বল আল নাসেরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়, ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।  ৩৭তম মিনিটে সাদিও মানের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় আল নাসের। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসেরের। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, এবার আর কোনো ভুল করেননি তিনি।  চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি। ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায় আল খালিজ। যদিও শেষ পর্যন্ত কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি তারা।   এই প্রতিযোগিতায় আল নাসের সবশেষ শিরোপা জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। এ ছাড়াও সবশেষ ফাইনাল খেলেছিল তারা ২০১৯-২০ মৌসুমে; সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসেরের সমানে এবার প্রতিশোধ নেওয়ার ‍সুযোগ। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।
০২ মে ২০২৪, ০৯:৫১

ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে অথিয়েতা দেয় বরুসিয়া ডর্টমুন্ড। এদিন ডর্টমুন্ড ঘরের মাঠে গ্যালারিতে হলুদের ঢেউ দেখেছে ফরাসি ক্লাবটি। এই ম্যাচে পিএসজি ১-০ গোলে পরাস্থ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জার্মান ক্লাবটি। বুধবার (১ মে) দিবাগত রাতে সিগনাল এদুনা পার্কে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ১৪তম মিনিটে প্রথম শট নেয় ডর্টমুন্ড। অসুস্থতা কাটিয়ে ফেরা মিডফিল্ডার মার্সেল সাবিৎজার বল পান বক্সে। দুরূহ কোণ থেকে তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ছোট ছোট পাসে বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে জামান ক্লাবটি। তবে কাঙ্খিত গোলের দেখা পায় ৩৬ মিনিটে। ডিফেন্ডার নিকো শ্লটারবেক নিজেদের অর্ধ থেকে বল বাড়ান উঁচু করে। অফসাইডের ফাঁদ এড়িয়ে প্রথম স্পর্শে বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দোন্নারুম্মাকে পরাস্ত করেন জার্মান ফরোয়ার্ড ফুয়েলখুগ। এদিকে ৪২তম মিনিটে আরেক ধাক্কা খায় পিএসজি। অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ফরাসি সেন্টার-ব্যাক লুকা এরনঁদেজ। তার বদলি নামেন তরুণ ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক লুকাস বেরাওদু। তবে শেষ পর্যন্ত ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের মেলে ধরে পিএসজি। ৪৮তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে তারা। বারকোলার সেই শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৫১তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি পিএসজি। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা কিলিয়ান এমবাপ্পের শট লাগে দূরের পোস্টে। পরক্ষণে আশরাফ হাকিমির নিচু শট লাগে আরেক পোস্টে। ৬০তম মিনিটে সুযোগ পায় স্বাগতিকরা। বক্সে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন ফুয়েলখুগ। ৭২তম মিনিটে আরেকটি সুযোগ পান দেম্বেলে। এমবাপ্পের পাসে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের শট ব্যর্থ করে দেন গোলরক্ষক।  নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে বড় হাত ছাড়া করে সফরকারীরা। ভিতিনিয়ার ক্রসে বক্সের ভেতর থেকে ফাবিয়ান রুইসের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। বাকি সময়ে আর সুযোগ মেলেনি। তাই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জামার্ন জায়ান্টরা। এই ম্যাচে পিএসজি হারলেও ব্যবধানটা খুব বড় নয়। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার ভালো সুযোগ এখনও আছে ফরাসি ক্লাবটির।  সেই লক্ষ্যে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে নামবে তারা। এর আগে ঘরের মাঠেই ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে আসরের পথচলা শুরু করেছিল লিগ ওয়ানের দলটি।
০২ মে ২০২৪, ০৯:০২

অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাসে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখলো ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটি। এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার আগেই তিন গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ বাঁশির প্রতীক্ষায় ছিল এরিক টেন হাগের শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকলেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রচনা করে ম্যান ইউয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি। গুনে গুনে তিন গোল পরিশোধ করে সমতায় ফেরে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবটি। রূপকথার গল্পে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তবে ‘পুঁচকে’ দলটির বিপক্ষে রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে ফাইনালে পা রাখলো রেড ডেভিলরা। রোববার (২১ এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের জমজমাট লড়াই শেষে ম্যান ইউয়ের অভিজ্ঞতার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেছে কভেন্ট্রি সিটি।  ম্যাচের প্রথমার্ধটা নিজেদের দখলে রাখা ইউনাইটেড স্কট ম্যাকটোমিনে ও হ্যারি ম্যাগুয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের ২৩তম মিনিটে স্কট ম্যাকটোমিনে এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে ফার্নান্দেজের কর্নার থেকে লিড বাড়ান হ্যারি ম্যাগুয়ের। দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে ইউনাইটেড। ম্যাচের ৫৮তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ৩-০ ব্যবধানের লিড পায় রেড ডেভিলরা। মনে হচ্ছিল, সহজ জয়ে ফাইনালে পা রাখছে এরিক টেন হাগের শিষ্যরা। এরপরই নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ফেলে কভেন্ট্রি। ম্যাচের ৭১তম মিনিটে এলিস সিমস ও ৭৯তম মিনিটে ক্যালাম ও’হেয়ার ম্যান ইউয়ের জাল খুঁজে নিলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি সিটি।  ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে হাজি রাইটের গোলে ৩-৩ সমতা নিয়ে মূল পর্বের খেলা শেষ হয়। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাইব্রেকারটা জিতেছে ইউনাইটেড।
২২ এপ্রিল ২০২৪, ১০:০৫

ফের এফএ কাপের ফাইনালে সিটি
চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেলেও ম্যানচেস্টার সিটির সামনে এখন লিগ শিরোপা এবং এফএ কাপের ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ। সে পথে একধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। শনিবার (২০ এপ্রিল) ওয়েম্বলিতে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপের ফাইনালে উঠলো সিটিজেনসরা।  ম্যাচের ৮৪তম মিনিটে একমাত্র গোলটি আসে সিটির বার্নান্দো সিলভার পা থেকে। এর আগে, একাধিক গোলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটি।  অন্যদিকে চেলসি প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থেকেও লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি সিটি। অন্যদিকে চেলসির লক্ষ্যে শট ছিল তিনটি। ম্যাচের ২৯তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারান নিকোলাস জ্যাকসন। সিটির গোলকিপার ওর্তেগাকে একা পেয়েও সুযোগ নষ্ট করেন সেনেগালের এই স্ট্রাইকার।  গত বছর এফএ কাপের ট্রফি জিতেছিল ম্যান সিটি। এ নিয়ে তৃতীয়বার টানা দুই বছর ফাইনালে উঠল ইংলিশ জায়ান্টরা। আগের দুটি ছিল ১৯৩৩-৩৪ ও ১৯৫৫-৫৬ সালে। ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নির্ধারণ হবে রোববার (২১ এপ্রিল)। ম্যানচেস্টার ইউনাইটেড-কোভেন্ট্রি সিটির মধ্যে জয়ী দল খেলবে ফাইনালে তাদের বিপক্ষে খেলবে।
২১ এপ্রিল ২০২৪, ১০:৫৪

ভিসিটি গেম চেঞ্জার্স এসএ’র ফাইনালে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল
বিভিন্ন কোয়ালিফায়ারে দক্ষিণ এশিয়ার একাধিক দলকে হারিয়ে ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়ার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল ‘টিম হেক্সাগন’। আগামী ৬ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল শুরু হবে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দলটি বলেছে, এটি একটি অসাধারণ অর্জন যা দলের দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করে। টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখব। টিম হেক্সাগনের সদস্যরা হলেন- তাসনিয়া নয়না, সাবরিনা ইসলাম, সিদরাতিল নুরান, জারিন সাইয়ারা, জান্নাতুল ফেরদৌস ও কায়ানাত কায়সার। ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়া টুর্নামেন্টটির আয়োজক নডউইন গেমিং। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার নারী দলগুলো অংশ নেয়। মূলত ভিসিটি গেম চেঞ্জার্স এসএ প্রতিযোগিতাটি ভ্যালোর‍্যান্টের মূল ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ ভ্যালোর‍্যান্ট চ্যাম্পিয়নশিপ ট্যুর (ভিসিটি) এর অংশ। এখান থেকে চ্যাম্পিয়ন নারী দল পরবর্তীতে ভ্যালোর‍্যান্ট গেম চেঞ্জার্স এর প্যাসিফিক ল্যানের জন্য জায়গা করে নেবে।
০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৯

অঘোষিত ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডের ওপরই নির্ভর করছে, সিরিজ কাদের পকেটে যাচ্ছে।  টি-টোয়েন্টি সিরিজেও এমন পরিস্থিতি হয়েছিল, যেখানে বাংলাদেশকে হারিয়ে টাইম আউট উল্লাসে মেতেছিল লঙ্কানরা। তাই স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে চাইবে না লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এদিকে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসছে। কারণ, দিন-দুয়েক আগেই তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। এ ছাড়া রোববার পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির বিষয়টিও প্রকাশ্যে আসে। পরে এই পেসারের পরিবর্তে আরেক তরুণ পেসার হাসান মাহমুদকে স্কোয়াডে ভেড়ানো হয়েছে। তাই সবমিলিয়ে একাদশে দুই পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত। ওপেনিংয়ে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিবেচনায় এগিয়ে থাকছেন বিজয়। অন্যদিকে একাদশে ফিরতে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। ফর্মহীনতায় থাকলেও অভিজ্ঞ ফিজেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে প্রথম দুই ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন তাইজুল। আপন-মহিমায় দুই-হাতে রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। তাই বাজে পারফরম্যান্সের কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তনে একাদশে রিশাদকে দেখা যেতে পারে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকছেন এই লেগি। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
১৮ মার্চ ২০২৪, ০৮:৫৮

টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পোর্তোর বিপক্ষে আর্সেনালকে কঠিন পরীক্ষাই দিতে হলো। ম্যাচের নির্ধারিত সময়ে ১-০ গোলে জেতে তারা। কিন্তু প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও ফল না আসলে টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। ২০১০ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের কোয়ার্টারে উঠলো গানাররা। মঙ্গলবার (১২ মার্চ) রাতে এমিরেটসে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এদিন নিজেদের মাঠে শুরুর দিকেই এগিয়ে যায় প্রথম লেগে হারা আর্সেনাল। ম্যাচের ৪১তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় গানাররা। এরপর আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল আর্তেতার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এরপর সেখানেও গোল করতে পারেনি কেউই। এতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে গানারদের বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া। পোর্তোর দুটি স্পটকিক ফিরিয়েছেন ধারে আর্সেনালের হয়ে খেলা এই গোলকিপার।  তার দারুণ দুটি সেভ ও আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, কাই হ্যাভার্টজ, বুকায়ো সাকা এবং ডেক্লান রাইসের সফল স্পটকিকে ৪-২ গোলের জয় পায় আর্তেতার শিষ্যরা।
১৩ মার্চ ২০২৪, ১১:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়