• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান হলেন যারা

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২৪, ০১:৫১
ছবি আরটিভি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ মেহেদী হাসান সুমন ও শ্যামনগরে সাইদুজ্জামান সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার‌ (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩৪৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য বিদায়ী চেয়ারম্যান সাঈদ মেহেদী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯শ’ ৪৫ ভোট। ৭৯টি কেন্দ্রের সবক’টি কেন্দ্রের ফলাফলে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯২ টি ভোট কেন্দ্রে সাইদুজ্জামান সাঈদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৩৫১ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা বাংলা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৩৭৪ ভোট।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবারই বিকল্প আছে কিন্তু শেখ হাসিনার বিকল্প নেই: শেখ পরশ
সিইসিকে চাটখিলে এসে ভোট প্রত্যক্ষ করার আহ্বান চেয়ারম্যান প্রার্থীর
মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল
‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
X
Fresh