• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যাপক সচেতনতা কার্যক্রম 
উপজেলা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরইমধ্যে নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনার বিভিন্ন কর্মকর্তাকে স্পষ্ট বার্তা দিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর কোনো তথ্য-প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন নির্বাচনী এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করার মধ্যে দিয়ে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ভোটার ও প্রার্থীদের বিশ্বাস তারা অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চলেছে। নির্বাচন কমিশনাররা জানিয়ে দিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে। সরকারি সুবিধা ভোগ করে কেউ নির্বাচনী প্রচারে অংশ নিলে যে প্রার্থীর প্রচার করবে তার প্রার্থিতা বাতিল করা হবে। লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম, নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর কোনো তথ্য-প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সংসদ সদস্যরা এলাকায় অবস্থান করতে পারবেন এবং ভোট দিতে পারবেন কিন্তু নির্বাচনী কোনো প্রচার-প্রচারণা করতে পারবেন না। মন্ত্রী-এমপিদের জনসভায় একই মঞ্চে উপজেলা নির্বাচনের কোনো প্রার্থী উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারণাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভোটারদের উপস্থিতির জন্য প্রচারণা চালাবে নির্বাচন কমিশন।’ এদিকে অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি এবং অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় সভা শেষে ইসি হাবিব বলেন, নির্বাচন কমিশন সকল প্রার্থীকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে। তাই এখানে কে প্রভাবশালী আর কে কম প্রভাবশালী সেটা দেখা হবে না।
১৮ ঘণ্টা আগে

১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ ইউপিতে রোববার ভোট, প্রস্তুতি সম্পন্ন
লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।  শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুম থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সরঞ্জমাদি পাঠানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২২৫ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৬টি কেন্দ্রে ১ লাখ ২২ হাজার ৯২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫টি ইউপিতে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার পাশাপাশি ১০জন নির্বাহী ম্যাজিষ্টেট, পুলিশ, আনসার র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের আনুষঙ্গিক সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে।  প্রসঙ্গত, সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে এ ৫টি ইউনিয়নে ভোট হয়নি ১৩ বছরেও বেশি সময়। এতে করে ভোটারধিকার প্রয়োগ ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল সাধারণ মানুষ। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
২৮ এপ্রিল ২০২৪, ০০:০১

প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে ১৭ সদস্যে দল নিয়ে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ক্যাম্পে যোগ দিতে দুই ধাপে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা। প্রথম ধাপে দুপুরে দলের একটি অংশ এবং দ্বিতীয় ধাপে রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম পৌঁছেছে দলের বাকি সদস্যরা। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও যোগ দিয়েছে ক্যাম্পে। ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল এই তিন দিন চলবে ট্রেনিং। ২৮ এপ্রিল জিম্বাবুয়ে সিরিজের মূল স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।  এ ছাড়াও ১৭ এপ্রিল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সেদিন ঢাকায় এসে চট্টগ্রামে চলে যাবে সিকান্দার রাজার দল। আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে আয়োজিত হওয়ার পর শেষ দুই ম্যাচ আয়োজিত হবে ঢাকায়। বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল : নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।  
২৫ এপ্রিল ২০২৪, ২২:১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
সারাদেশে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থার মধ্যেই রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এ ছাড়া দেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ জন্য ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু রাখার পরিকল্পনা আছে শিক্ষা মন্ত্রণালয়ের। এর আগে, ২০ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপপ্রবাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
২৫ এপ্রিল ২০২৪, ১৯:১৭

প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের জন্য তিনদিনের প্রস্তুতি ক্যাম্প করাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এজন্য ১৭ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী শুক্রবার থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে শুরু হবে এই ক্যাম্প। এই ক্যাম্পকে ঘিরে বাড়তি আগ্রহ থাকার কারণ আইসিসির বেধে দেওয়া সূচি অনুযায়ী, পহেলা মে’র মধ্যে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে। এরপর ২৫ মে’র মধ্যে স্কোয়াডে পরিবর্তন করা যাবে কোন কারণ ছাড়াই। ফলে জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে বিসিবিকে। ফলে এই ক্যাম্পটি ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন নির্বাচক প্যানেলের ঘোষিত এই স্কোয়াডকে বেশ ব্যালেন্স বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এবং আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বুধবার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে খালেদ মাহমুদ বলেন, যেই দলটা লিপু ভাইরা (নির্বাচক প্রধান) এরই মধ্যে ঘোষণা করেছেন, দারুণ ব্যালেন্স টিম। হয় তো কথা থাকতে পারে, এ নাই- ও আছে। যারা আছে তারা সবাই পারফর্মার। তারা প্রত্যেকে ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে এই ছেলেদের মধ্যে। শুধু আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমরা আশা করি যে এই ছেলেরা বিস্ময়কর কিছু করে দেবে। প্রস্তুতি ক্যাম্পের দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে। ২০২২ সালের অক্টোবরের পর জাতীয় দলের রাডারে পেস বোলিং অলরাউন্ডার। ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও তানভীর ইসলামকে। এছাড়া ওয়ানডে দলের নিয়মিত মুখ তানজিদ হাসান তামিমও রয়েছেন। এছাড়া নিয়মিত সব ক্রিকেটারই রয়েছেন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে এই ক্যাম্পে রাখা হয়নি। অটোমেটিক চয়েজ হিসেবেই তারা বিবেচিত হচ্ছেন। প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন পারভেজ হোসেন ইমন। ২০২২ সালে তার অভিষেক হয়েছিল জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে এক টি-টোয়েন্টিতে মাত্র ২ রান করে থেমে যায় তার পথ। এরপর দেশের জার্সিতে খেলেছিলেন এশিয়া কাপ। যেখানে তার রান ছিল শূন্য ও ২৩।  প্রিমিয়ার লিগে ১২ ইনিংসে ৫৮৫ রান করে শীর্ষে থাকা এ ক্রিকেটারকে কোচ দেখতে চেয়েছেন নিজের আগ্রহে। তার ওপর ভরসা রাখছেন সুজনও। ইমনকে নিয়ে তিনি বলেন, ইমন যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে, তার মতো ক্রিকেটারই আমাদের প্রয়োজন এই ফরম্যাটে। আইপিএলের খেলা যদি দেখেন এখন ২৩০-২৪০ রানও কিন্তু ডিফেন্ডেবল না। হয়ে যাচ্ছে কিন্তু। এজন্য শুরুর দিকে কিন্তু ওরকম বিস্ফোরক ব্যাটসম্যানই দরকার যারা ৬ ওভারে ৭০-৮০ রান করে দেবে। আগে ভাবনায় ছিল ৬ ওভারে ৪০। এখন কিন্তু ওই বেঞ্চমার্ক আর নেই।’ তিনি আরও বলেন, বিশ্বকাপে গিয়ে যে প্রতিপক্ষের সঙ্গে খেলবেন তাদের বিপক্ষে দুই’শর কাছাকাছি রান না করলে আপনি ম্যাচে টিকে থাকতে পারবেন না। এরকম খেলোয়াড়রা যখন সুযোগ পাবে তখন তাদের জন্য ভালো সুযোগ। আমি মনে করি, ইমনকে ওভাবেই (স্বাধীনতা দেওয়া উচিৎ)।  ‘আমার পরামর্শ থাকবে ঢাকা লিগে যেভাবে খেলেছে জাতীয় দলে খেললেও যেন কোনো বাড়তি চাপ না নেয়। স্বাভাবিক খেলাটাই যেন খেলে। আমি বিশ্বাস করি ও বিস্ফোরক ব্যাটসম্যান। ও যদি শুরু করে ভালো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সঙ্গে তানজিদ তামিম। ছোট ফরম্যাটে তানজিদও ডেঞ্জারাস ক্রিকেটার হতে পারে।’ ব্যাটিংয়ে নিজেদের পুরো শক্তি নিয়েই আশাবাদী খালেদ মাহমুদ, ‘লিটন আছে। বেশ অভিজ্ঞ ক্রিকেটার। যে কোনো পরিস্থিতির দাবি মেটাতে পারে। খারাপ সময় গেছে। সেটা পরিবর্তন হচ্ছে। ভালো সময় ফিরে আসবে। আশা করছি সামনে সে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাবে। বাকি যারা আছে মাঝে, শান্ত, তাওহীদ, মাহমুদউল্লাহ, জাকের, সাকিব আসলে সে; তারা প্রত্যেকে ম্যাচ উইনার। আমাদের ব্যাটিং ইউনিট বেশ ভালো।’ দলের বোলিং নিয়ে এই বিসিবি পরিচালক বলেন, বোলিংয়ে আমাদের তিন পেসারের সঙ্গে সাকিব এবং সাইফউদ্দিন রয়েছে। শেখ মেহেদী এই ফরম্যাটে ভালো বোলার। মিরাজকে নিয়ে অনেক কথা থাকতে পারে। আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। নির্বাচকরা যে দল দিয়েছে সেটা ব্যালেন্স। আমি রিশাদকে নিয়ে বেশ খুশি। ঢাকা লিগে খুব ভালো পারফর্ম করবে। এই ধারাবাহিকতা যদি থাকে খুব ভালোভাবেই বাংলাদেশকে ম্যাচ জেতাবে বলে বিশ্বাস করি।
২৪ এপ্রিল ২০২৪, ২২:২৫

টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের সিরিজের জন্য ১৭ সদেস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। তবে এই ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করেছে কতৃপক্ষ। বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) থেকে শুরু হয়ে রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে।  তিনদিনের এই অনুশীলন ক্যাম্পে সম্পূর্ণভাবে রুদ্ধদ্বার অনুশীলন করানো হবে। সেখানে গণমাধ্যমের প্রবেশের ও অনুশীলনের ছবি বা ভিডিও গ্রহণের সুযোগ থাকছে না। এর আগে গতকাল অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন  লিপু। সেই দলে অবশ্য সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম নেই।  এই মুহূর্তে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজ ১ মে‘র পরে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে সাকিব বিদেশ থেকে ফিরে যোগ দেবেন ডিপিএলে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই দুই তারকাকে দলে পাচ্ছে না টাইগাররা। এদিকে প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, এই ১৭ সদস্যের দলের সঙ্গে সাকিব ও মোস্তাফিজের নাম যোগ হবে এবং এখান থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।  বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল : নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার  
২৪ এপ্রিল ২০২৪, ১৮:৪৬

বর্ষবরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি 
দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে আসছে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবেন বাঙালি। বৈশাখকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।  নববর্ষ বরণে ঢাবির চারুকলা অনুষদের দেয়ালে ইতোমধ্যে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে। দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ফটক, বুড়িগঙ্গার নৌকা, মা ও প্রকৃতির বিভিন্ন চিত্র। শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রে ঠাঁই পেয়েছে ফুল, মাছ, নৌকা, বাঘ, ময়ূরসহ নানা ফুল-পাখি। দর্শকরা ঘুরে ঘুরে চারুশিল্পীদের আঁকা বিভিন্ন চিত্র দেখছেন। এ ছাড়া মঙ্গল শোভাযাত্রার জন্য চারুকলার ভেতরে চলছে মুখোশ, পুতুল ও ছবি আঁকার কাজ।  চারুকলার শিল্পী ইলহাম গণমাধ্যমকে বলেন, মঙ্গল শোভাযাত্রার জন্য আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আশা করি, বাকি কাজ রাতের মধ্যেই শেষ হবে। এদিকে ঢাবির চারুকলা অনুষদ থেকে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এদিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলায় জেলায় বর্ষবরণের প্রস্তুতি নিয়েছে। এবার তাদের পহেলা বৈশাখের সর্ববৃহৎ অনুষ্ঠানটি হবে যশোরে। এ ছাড়া খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, চাঁদপুর, নেত্রকোনা, বরিশালে নববর্ষ পালনের প্রস্তুতি চলছে পুরোদমে। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ছায়ানটের বর্ষবরণ সফল করতে আমরাও সহযোগিতা করছি। বর্ষবরণে উদীচী কার্যালয়ে ঘরোয়াভাবে আনন্দ আয়োজনের ব্যবস্থা রয়েছে। নববর্ষ আয়োজনের নিরাপত্তা সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য। বর্ষবরণ প্রস্তুতির শুরু থেকেই এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পহেলা বৈশাখের সব আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছায়ানটের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রমনা পার্কে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এ ছাড়া আশপাশের ভবনের সিসি ক্যামেরাগুলোও আমরা মনিটরিং করব।
১৩ এপ্রিল ২০২৪, ২৩:০৪

বর্ষবরণে রমনা বটমূলে ছায়ানটের প্রস্তুতি
আর মাত্র একদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করবেন বাঙালিরা। প্রতিবছরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে নববর্ষকে বরণ করবে ছায়ানট। এ দিন রমনা বটমূলে গান, কবিতা ও নানান আয়োজন থাকবে সংগঠনটির।   ছায়ানটের এবারের অনুষ্ঠানের শিরোনাম— ‘স্বাভাবিকতা ও পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনা’। সংগঠনটির এই অনুষ্ঠান ঘিরে এখন চলছে মঞ্চ তৈরিসহ বর্ষবরণের চূড়ান্ত প্রস্তুতি।  শনিবার (১৩ এপ্রিল) সরেজমিন দেখা যায়, গানের রিহার্সেলে ব্যস্ত সময় পার করছেন ছায়ানটের সঙ্গীতশিল্পীরা। এবারও রমনার বটমূলে সুরের মাধুরীতে নতুন বছরকে বরণ করবে ছায়ানট। সংগঠনটির শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আরও থাকবেন দেশের সব গুণী শিল্পীরা।  জানা গেছে, পহেলা বৈশাখের প্রভাতে রমনার বটমূলে থাকবে ছায়ানটের ৩০টি পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আঁধার রজনী পোহালো’, ‘তোমার সুর শুনায়ে’র মতো জনপ্রিয় গানের সঙ্গে অতুলপ্রসাদের ‘ওরে বন, তোর বিজনে সঙ্গোপনে’র মতো দাদরা তালের গানও রেখেছেন তারা। তবে এ সবই একক সংগীত।   এছাড়া কাজী নজরুল ইসলামের ‘নম নম নম বাংলাদেশ মম’ আর ‘আনো আনো অমৃত বারি’র পাশাপাশি থাকবে নিশিকান্ত রায় চৌধুরীর ‘অধরা দিল ধরা এ ধুলার ধরণিতে’। এ প্রসঙ্গে গণমাধ্যমে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ বলেন, এবার শিল্পীদের অংশগ্রহণের সংখ্যা বেশি। প্রায় ১৭০ জন শিল্পী অংশ নেবেন এই অনুষ্ঠানে। যারা গান গাইবেন, তারা দীর্ঘ প্রক্রিয়া পার হয়ে এসেছেন। বর্ষবরণের অনুষ্ঠানে থাকবে বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী এবং ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সনজীদা খাতুনের নতুন বছরের আশীর্বাণী। এসব আয়োজনের সবশেষে পরিবেশিত হবে জাতীয় সংগীত।   
১৩ এপ্রিল ২০২৪, ১৬:৫১

চারুকলায় বর্ষবরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩১ শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৪ এপ্রিল) ভোরে সূর্যোদয়ের মধ্য দিয়েই। তাই বৈশাখকে বরণ করে নিতে প্রস্তুত পুরো জাতি। বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। এবার নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছেন তারা। সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে হাতি এবং টেপা পুতুলের বিশাল আকৃতির ভাস্কর্য তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে এগুলোর কাঠামো দাঁড় করানো হয়েছে। এখন তাতে কাগজ লাগিয়ে রং করা হবে। এ ছাড়া বিভিন্ন পশু-পাখির আদলের মুখোশ তৈরি হচ্ছে। এর মধ্য বাঘের মুখাবয়ব, প্যাঁচা, ফল এবং রাজা-রানিসহ একাধিক মুখোশ তৈরি করা হয়েছে। রঙিন কাগজের ওপর বিভিন্ন নকশা এঁকে তৈরি করা হচ্ছে এসব মুখোশ। শিক্ষার্থীরা জানান, প্রতিবারই প্রবীণতম ব্যাচ আয়োজনের দায়িত্ব পালন করে। তবে তাদের সঙ্গে অন্যান্য ব্যাচের নবীন শিক্ষার্থীরাও কাজ করছেন। মঙ্গল শোভাযাত্রার আগ পর্যন্ত তাদের কার্যক্রম চলবে। যেহেতু সময় কম, তাই কষ্ট একটু বেশি হচ্ছে, এরপরও কাজটি বেশ উপভোগ করছেন তারা। এবার জাঁকজমকপূর্ণভাবে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন গণমাধ্যমকে বলেন, শোভাযাত্রার আগমুহূর্ত পর্যন্ত প্রস্তুতি চলবে। ঢাকায় যেসব শিক্ষার্থী রয়েছেন, তাদের নিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এবারের শোভাযাত্রাও বড় পরিসরে করা যায়। গত ২১ মার্চ বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার এ প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পী হাশেম খান। এ বছর কবি জীবনানন্দ দাশের ‘তিমির হননের গান’ কবিতা থেকে ‘আমরা তো তিমিরবিনাশী’ চরণটিকে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৮

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। পুরোনোকে বিদায় করে আসছে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বরণ করবেন বাঙালিরা। বৈশাখের আগমন উপলক্ষে সর্বত্র চলছে প্রস্তুতি। নগর কিংবা গ্রামে পয়লা বৈশাখে বসবে বৈশাখী মেলা। মেলায় ক্রেতাদের জন্য রাখা হয় বাঙালির ঐতিহ্যবাহী কারুপণ্য। মাটির তৈরি হাঁড়ি-পাতিল, শিশুদের বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যাবে মেলায়। এ উপলক্ষে মৃৎশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন বর্ণিল সব মাটির জিনিসপত্র বানাতে। রাজধানীর রমনা বটমূলে প্রতি বছরের মতোই গান, কবিতা ও নানা আয়োজনে নববর্ষকে বরণ করবে ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হবে।থাকবে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নানা আয়োজন। ছায়ানটের এবারের বর্ষবরণের প্রতিপাদ্য ‘স্বাভাবিকতা ও পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনা’। এই অনুষ্ঠান ঘিরে এখন চলছে মঞ্চ তৈরিসহ চূড়ান্ত প্রস্তুতি। রমনা পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠানস্থলের সীমারেখা টানা হচ্ছে। বৈশাখের আয়োজন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে গোটা এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আনছে গণপূর্ত অধিদপ্তর। অন্যদিকে ধানমন্ডির ছায়ানট ভবনে প্রায় দেড়শ শিল্পীকে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া চলছে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, পহেলা বৈশাখের আগের দিন মঞ্চে শিল্পীরা চূড়ান্ত মহড়ার অংশ নেবেন। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেবে ডিএমপি। পহেলা বৈশাখ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। সেখানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বর্তমান বা সাবেক শিক্ষার্থীরা যে যখন সময় পাচ্ছেন, প্রাণের টানে ছুটে আসছেন মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে। মঙ্গল শোভাযাত্রার আহ্বায়ক সাদিত সাদমান বলেন, বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টা থেকে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। তৈরি করা হচ্ছে মুখোশ, পুতুল, চাকাসহ দেশি ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। শিক্ষার্থীরা রংতুলি, কাগজ, বাঁশ, বেত, চাটাই নিয়ে কাজ করছেন ভাগে ভাগে। মঙ্গল শোভাযাত্রার পোস্টার তৈরির জন্য যে কর্মশালা আয়োজিত হয়েছিল, তা থেকে ৪০ জন শিল্পীর আঁকা পোস্টার নিয়ে বিশেষ প্রদর্শনী হবে শনিবার দুপুরে। চারুকলা অনুষদে এই আয়োজনের উদ্বোধনের পর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে কথা বলবেন অতিথিরা। বর্ষবরণের আগের দিন শনিবার চারুকলায় রয়েছে লোকগানের  তিনি আরও জানান, কাঠামোর পাশাপাশি এবার মুখোশ, বড় মুখোশ, গাজীর পটের দুটি চিত্র বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে থাকবে। এবারের শোভাযাত্রায় বৈচিত্র্য আনা হয়েছে মোটিফ ও কালারের মাধ্যমে।পরিবেশনা। এদিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলায় জেলায় বর্ষবরণের প্রস্তুতি নিয়েছে। এবার তাদের পহেলা বৈশাখের সর্ববৃহৎ অনুষ্ঠানটি হবে যশোরে। এ ছাড়া খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, চাঁদপুর, নেত্রকোনা, বরিশালে নববর্ষ পালনের প্রস্তুতি চলছে পুরোদমে। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘ছায়ানটের বর্ষবরণ সফল করতে আমরাও সহযোগিতা করছি। বর্ষবরণে উদীচী কার্যালয়ে ঘরোয়াভাবে আনন্দ আয়োজনের ব্যবস্থা রয়েছে। নববর্ষ আয়োজনের নিরাপত্তা সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, ‘পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য। বর্ষবরণ প্রস্তুতির শুরু থেকেই এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পহেলা বৈশাখের সব আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছায়ানটের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রমনা পার্কে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এ ছাড়া আশপাশের ভবনের সিসি ক্যামেরাগুলোও আমরা মনিটরিং করব। 
১৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়