• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে নিজেদের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ রান করেও পাত্তা পেল না বাংলাদেশ। টাইগ্রেসদের সাদামাটা বোলিংয়ে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল অজিরা। রোববার (৩১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। এরপর মাত্র ৩৪ বলেই ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করেন হিলি। অন্যপ্রান্তে ৩৫ বলে ফিফটি তুলে নেন আরেক ওপেনার মুনি। এই দুই ওপেনারের জোড়া অর্ধশতকে ১০ উইকেটের সহজ জয় পেয়েছে অজিরা। এর আগে, ব্যাট করতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন দিলারা। এরপর ব্যাট করতে নেমে ফেরেন সুবহানা মোস্তারিও। ৮ বল খেলেও রানের খাতা খোলা হয়নি টপ-অর্ডার এই ব্যাটারের। দলীয় ২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন জ্যোতি। চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন টাইগ্রেস দলপতি। ৫৭ বলে দেখা পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতকের। শেষ পর্যন্ত ৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। এ ছাড়া ২৭ বলে ২০ রান করেন মুর্শিদা। শেষ দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেন ফাহিমা খাতুন। এতে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের পুঁজি পায় টাইগ্রেসরা।
৩১ মার্চ ২০২৪, ১৫:৩৬

শহিদকে পাত্তাই দিলেন না কারিনা (ভিডিও)
এক সময় প্রেমে মজেছিলেন বলিউডের জনপ্রিয় দুই তারকা কারিনা কাপুর ও শহিদ কাপুর। কিন্তু এখন সবটাই অতীত। তাদের সম্পর্কটি খুব বেশিদিন টেকেনি। বর্তমানে দুজনেই হাঁটছেন ভিন্ন পথে। এবার প্রাক্তনকে দেখেও পাত্তা না দিয়ে এড়িয়ে গেলেন কারিনা। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪’র আসর। আর সেখানেই হাজির হয়েছিলেন শহিদ-কারিনা।  সেখানেই ঘটেছে এই ঘটনা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটি।   এতে দেখা যায়— পুরস্কারের ট্রফি হাতে রেড কার্পেটে দাঁড়িয়ে বেশ হাস্যোজ্জ্বলভাবেই  পরিচালক জুটি রাজ-ডিকের সঙ্গে গল্প করছেন শহিদ। হঠাৎ সেখানে হাজির হন কারিনা। এসময় নির্মাতার সঙ্গে হাত মিলিয়ে হেঁটে চলে যান তিনি। শহিদ কয়েকবার কারিনার দিকে তাকালেও, একবারের জন্যও অভিনেতার দিকে তাকাননি এই অভিনেত্রী।     এরপর থেকেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শহিদ-কারিনার পুরোনো প্রেম। তবে অভিনেত্রীর এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। বরং শহিদের আচরণে মুগ্ধতা প্রকাশ করছেন তারা। ভক্তদের দাবি—সৌজন্যতা বলে একটা কথা রয়েছে, যেটা শহিদ করেছেন।         বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন শহিদ-কারিনা। তাদের প্রেমের কাহিনিও ঠিক তেমনই। ২০০৩ সালে ‘ইশক ভিশক’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে অভিষেক হয় শহিদের। আর তাকে দেখে প্রেমে পড়েন কারিনা। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে হাজির হয়ে শহিদের প্রতি তার ভালোবাসার কথাও প্রকাশ করেন কারিনা।   শুধু তাই নয় সেসময় অভিনেত্রী জানান, শহিদের সঙ্গে দেখা করতে তাকে কল করতেন, মেসেজ পাঠাতেন। এমনকি এই অভিনেতাকে বিয়ে করতে চান বলেও জানান। তবে বাস্তবে তাদের প্রেমের গল্প মধুর হলেও শুরুতে রিল লাইফে তাদের রসায়ন দর্শকের খুব একটা মনে ধরেনি।  পরবর্তীতে নির্মাতা ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ সিনেমায় এই জুটির রসায়ন জমে উঠলেও ততদিনে ম্লান হয়ে যায় তাদের বাস্তবের প্রেম। এই সিনেমার সেটেই ভেঙে যায় শহিদ-কারিনার প্রেম। তবে কী কারণে তাদের সম্পর্কে ভাঙন ধরেছিল সেটা আজও অজানা। কিন্তু গুঞ্জন শোনা যায়, শহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নেয়নি কারিনার মা ববিতা কাপুর।    এছাড়া ব্যক্তিত্বের দিক থেকে শহিদ ও কারিনা ছিলেন সম্পূর্ণ আলাদা। শহিদ চুপচাপ থাকতে পছন্দ করেন। অন্যদিকে কারিনা হাসিখুশি থাকেন ও একটু বেশি কথা বলতে পছন্দ করেন। প্রেমে পড়ার পরই তাদের এই ব্যাপারগুলো সম্মুখে আসে। তাদের মধ্যে ঝগড়া হতো, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল। এসব কারণে একটা পর্যায় গিয়ে তাদের মধ্যে ধীর ধীরে দূরত্ব তৈরি হতে থাকে। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে বর্তমানে শহিদ ও কারিনা দুজনই নিজ নিজ পরিবার নিয়ে সুখী। ২০১২ সালে সাইফকে বিয়ে করেন কারিনা। অন্যদিকে অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের মিরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শহিদ।   সূত্র : ইন্ডিয়া টুডে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়