• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
নারী নেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ৬ জনকে আসামি করে মামলা
ময়মনসিংহে এক যুব মহিলা লীগ নেত্রীর গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন ভুক্তভোগী রানী ইসলাম। এ ঘটনায় জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক স্বপ্না খন্দকারসহ ৬ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন তিনি।    সোমবার (৬ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রানী ইসলাম সাংবাদিকদের এসব তথ‍্য নিশ্চিত করেছেন।      রানী ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস‍্য।   মামলার অন‍্য আসামিরা হলেন কাজী বাবু, হীরা, মশিউর রহমান রানা, মোহাম্মদ রাকিবুল ও জাওয়াদ নির্ঝর।  সংবাদ সম্মেলনে এ ঘটনায় জেলা যুব মহিলা লীগের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারকে দায়ী করে করে রানী ইসলাম বলেন, ‘আমি ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। আমার নেত্রী স্বপ্না খন্দকার তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক আমাকে বাধ‍্য করে এই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এতে আমি পারিবারিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি।’   ভুক্তভোগী রানী আরও বলেন, ‘আমার মতো অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। কিন্তু ভয়ে কেউ স্বপ্নার বিরুদ্ধে মুখ খুলতে চান না। মূলত রাজনীতির আঁড়ালে এ ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোকজনকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই স্বপ্না খন্দকারের পেশা ও নেশা। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’  সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জেলা যুব মহিলা লীগের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, আদালতে মামলা হয়েছে। আদেশের কপি হাতে পেয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে। 
০৬ মে ২০২৪, ১৯:৪৭

একনজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি
আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে। একই বছরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও গড়াবে। আগামী ৩ অক্টোবর থেকে অনুষ্ঠেয় বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সূচি ঘোষণা করা হয়। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১০ দলের এই টুর্নামেন্টের। দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে আটটি দল চূড়ান্ত হয়েছে। এ ছাড়া বাছাইপর্ব খেলে আসবে আরও দুটি দল। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও বাছাইপর্বের একটি দল খেলবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্বে উতরে আসা আরেকটি দল অংশ নেবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর হোম অব ক্রিকেট এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২'তে বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে। আর বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরও উপস্থিত ছিলেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি (গ্রুপ পর্ব) তারিখ                প্রতিপক্ষ                          ভেন্যু                      সময় ৩ অক্টোবর         ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা        মিরপুর শের-ই বাংলা             বিকেল ৩টা ৩ অক্টোবর        বাংলাদেশ-কোয়ালিফায়ার ২     মিরপুর শের-ই বাংলা             সন্ধ্যা ৭টা ৪ অক্টোবর        অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম      বিকেল ৩টা ৪ অক্টোবর         ভারত-নিউজিল্যান্ড            সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম      সন্ধ্যা ৭টা ৫ অক্টোবর        দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ        মিরপুর শের-ই বাংলা        বিকেল ৩টা ৫ অক্টোবর        বাংলাদেশ-ইংল্যান্ড                   মিরপুর শের-ই বাংলা         সন্ধ্যা ৭টা ৬ অক্টোবর        নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১         সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  বিকেল ৩টা ৬ অক্টোবর        ভারত-পাকিস্তান                     সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  সন্ধ্যা ৭টা ৭ অক্টোবর        ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২      মিরপুর শের-ই বাংলা          সন্ধ্যা ৭টা ৮ অক্টোবর        অস্ট্রেলিয়া-পাকিস্তান                সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম     সন্ধ্যা ৭টা ৯ অক্টোবর        বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ             মিরপুর শের-ই বাংলা           বিকেল ৩টা ৯ অক্টোবর        ভারত-কোয়ালিফায়ার ১            সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        সন্ধ্যা ৭টা ১০ অক্টোবর       দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২      মিরপুর শের-ই বাংলা           সন্ধ্যা ৭টা ১১ অক্টোবর       অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড            সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        বিকেল ৩টা ১১ অক্টোবর       পাকিস্তান-কোয়ালিফায়ার ১         সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        সন্ধ্যা ৭টা ১২ অক্টোবর       ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ            মিরপুর শের-ই বাংলা              বিকেল ৩টা ১২ অক্টোবর       বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা          মিরপুর শের-ই বাংলা            সন্ধ্যা ৭টা ১৩ এপ্রিল         পাকিস্তান-নিউজিল্যান্ড           সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        বিকেল ৩টা ১৩ এপ্রিল         ভারত-অস্ট্রেলিয়া                সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম       সন্ধ্যা ৭টা ১৪ অক্টোবর       ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২        মিরপুর শের-ই বাংলা              বিকেল ৩টা   সেমিফাইনাল ও ফাইনাল : ১৭ অক্টোবর       প্রথম সেমিফাইনাল       সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম   সন্ধ্যা ৭টা ১৮ অক্টোবার      দ্বিতীয় সেমিফাইনাল        মিরপুর শের-ই বাংলা       সন্ধ্যা ৭টা ২০ অক্টোবর       ফাইনাল                   মিরপুর শের-ই বাংলা       সন্ধ্যা ৭টা  
০৫ মে ২০২৪, ১৫:০৫

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। এবার মোট দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। এ সময় সূচি ঘোষণা অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস এবং বাংলাদেশ-ভারত মহিলা দলের দুই অধিনায়ক উপস্থিত ছিলেন। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল তারা। গ্রুপ পর্ব গ্রুপ এ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কোয়ালিফাইয়ার-১  গ্রুপ বি : বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফাইয়ার-২ উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে, ২০১৪ সালে প্রথমবার টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ। 
০৫ মে ২০২৪, ১৫:১১

এপ্রিলে ১৯৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার
গেল এপ্রিলে সারাদেশে ১৯৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। মূলত বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ প্রতিমাসে দেশের দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত ঘটনার পেপার ক্লিপিংয়ের সংরক্ষিত তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে। প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের এপ্রিল মাসে মোট ১৯৩ জন নারী ও শিশুকন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ জন শিশুকন্যাসহ মোট ৪৬ জন। তারমধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৫ জন। ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ১ জন শিশুকন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। এ ছাড়াও ৪ শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৯ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ২ জন। বিভিন্ন কারণে ৭ জন শিশুকন্যাসহ ৩৩ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও ১ জন শিশুকন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছে। নারী ও শিশুকন্যা পাচারের ঘটনা ঘটেছে ২টি। অ্যাসিডের শিকার হয়েছেন ১ জন। অগ্নিদগ্ধের কারণে ১ জনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন, এরমধ্যে ১ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৬ জন। প্রতিবেদনে আরও বলা হয়, পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৪টি। গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে ৪টি, যার মধ্যে ১ জনকে হত্যার ঘটনা ঘটেছে। ১৫ জন নারী ও শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন শিশুকন্যাসহ ১৫ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৩ জন শিশুকন্যা অপহরণের শিকার হয়েছেন। এ ছাড়াও ১ জন শিশুকন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যাসহ ৫ জন সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছেন। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ১২টি। এ ছাড়া ২ জন শিশুকন্যাসহ ১৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
০২ মে ২০২৪, ১৭:৫৭

এপ্রিলে বেড়েছে নারী ও শিশু নির্যাতন
চলতি বছরের এপ্রিল মাসে নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়েছে। এপ্রিলে মোট ২৭৮টি নির্যাতনের ঘটনা ঘটে; যা আগের মাস মার্চের তুলনায় ৩১টি বেশি। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এতে বলা হয়, এপ্রিল মাসে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। আর সাইবার নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত। এ আইনে মামলার নামে হয়রানি কমেনি। ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়েই চলেছে। এপ্রিলে এই আইনে দুটি মামলায় হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একজন। এ সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নিপীড়নের ৩১টি ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী এপ্রিলে ৩৮টি ধর্ষণ, ১৫টি দলবদ্ধ ধর্ষণ, তিনটি ধর্ষণের পর হত্যা, ৬৭টি আত্মহত্যা, ৩৮টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ছাড়া গণপিটুনির ১০ ঘটনায় ৯ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এ ছাড়া এপ্রিল মাসে কারা হেফাজতে ১০ জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুই জনের মৃত্যু হয়েছে। কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে চারজন। মাসটিতে ৪২টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। একইসঙ্গে ৫৮টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার হয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা যাচাই করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৪, ২১:২৫

নারী ক্রিকেটের প্রচারণায় তিন স্কুলে জ্যোতি-মারুফারা
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সাকিব-কোহলিদের ম্যাচ দেখতে টিকিটের জন্য ভোর রাত থেকে লাইনে দাঁড়ান দর্শকরা। অথচ মেয়েদের বেলায় দেখা গেছে উল্টো চিত্র। ভারতীয় নারী দলের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে গ্যালারিগুলো ছিল দর্শক শূন্য। তাই মাঠে দর্শক আনতে এবং মেয়েদের ক্রিকেটের প্রতি মনোযোগী করতে প্রচারণা শুরু করেছে নারী ক্রিকেটাররা।  সোমবার ( ২৯ এপ্রিল) গ্যালারিতে বসে ভারত সিরিজ উপভোগ করার পাশাপাশি মেয়েদেরকে ক্রিকেটে উদ্বুদ্ধ করতে সিলেটের তিনটি স্কুলে গিয়েছিলেন জ্যোতি, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির উইমেনস উইংয়ের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার। প্রথমে তারা যান আম্বরখানা গার্লস স্কুলে। এরপর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ আর আনন্দনিকেতনে। তিন স্কুলের প্রধানের হাতেই জাতীয় দলের সবার অটোগ্রাফ দেওয়া জার্সি তুলে দিয়েছেন তারা। কিছুক্ষণ খেলেছেন ক্রিকেটও। নতুন এই অভিজ্ঞতা নিয়ে জ্যোতি বলেন, আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আমার অনেক ভালো লেগেছে। যে তিনটি স্কুলে গিয়েছি, বাচ্চাদের যে উৎসাহ দেখেছি এবং আগ্রহ—তারাও খেলতে চায়। পুরো দল আসতে পারলে হয়তো সবারই আরও অনেক ভালো লাগত। ভালো একটা উদ্যোগ। যারই বুদ্ধি, আমি বলব অসাধারণ। মেয়েদের ক্রিকেটের প্রচারণাও হলো, পাশাপাশি এ সিরিজেরও একটা হাইপ তৈরি করা গেল। জ্যোতি আরও বলেন, তারা অনেক রোমাঞ্চিত ছিল। তারা খেলাটা অনুসরণ করে। আর এটা আমাদের জন্যও ভালো, কারণ বিসিবিও এটাই চায়। মেয়েদের ক্রিকেট নিয়ে প্রচার-প্রসার যত বাড়ানো যায়। এটা স্কুল থেকেই শুরু করতে হবে, আমিও কিন্তু স্কুল ক্রিকেট থেকেই শুরু করেছি। স্কুলের মেয়েরা যত আগ্রহী হবে, ততই মেয়েদের ক্রিকেট সমৃদ্ধ হবে।
২৯ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

সিরি আ’তে ইতিহাস, প্রথমবার এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’র শিরোপা অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল ইন্টার মিলান। তাই অনেকটাই সাদামাটা হয়ে গেছে এই লিগটি। তবে এরপরও এই লিগের ইন্টার মিলান ও তুরিনোর মধ্যকার ম্যাচে অন্যরকম এক আবহ তৈরি হয়েছিল।  ইতিহাসেও জায়গা করে নিয়েছে ম্যাচটি। এই ম্যাচটি পুরো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে। সিরি-আ লিগে এই ধরনের ঘটনা এটাই প্রথম। সান সিরোর ম্যাচটিতে ২-০ গোলে জয়ী হয়েছে ইন্টার। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্টে। ম্যাচের ৪৯তম মিনিটে হেনরিখ মাখিটারিয়ানকে ফাউলের অপরাধে তুরিনোর অ্যাড্রিয়েন টামেজেকে লাল কার্ড দেখান কাপুতি। পুরো ঘটনাটি নিখুঁতভাবে বিশ্লেষণের জন্য পিচ-সাইড মনিটরের সহযোগিতা নেন তিনি।  এরপর ম্যাচের ৬০তম মিনিটে মার্কোস থুরামকে ফাউলের অপরাধে মাত্তেও লোভোতোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিতে কোনো ভুল করেননি কাপুতি। স্পট কিক থেকে ইন্টারের ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানগ্লু। এর আগে, ২০২২ সালে সাসুলো বনাম সালেরনিতানার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত ৩৩ বছর বয়সী কাপুতি। এ পর্যন্ত সিরি-আ লিগে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এরও আগে, এই তিন রেফারি একসঙ্গে ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ ছাড়াও কোপা ইতালিয়াতে ২০১৩ সালে নাপোলি বনাম ক্রিমোনেসের শেষ ১৬’র ম্যাচটিতেও দায়িত্ব পালন করেছেন।
২৯ এপ্রিল ২০২৪, ১৬:১৩

নারী আম্পায়ার ঘিরে বিতর্ক : কে এই সাথিরা জেসি
বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজ যোগ্যতায় অনেকটাই এগিয়ে দেশের নারীরা। নানান অগ্রযাত্রার মধ্যেও নারীদের প্রতি সহিংসতার ঘটনাও আলোচিত। তবে একরাশ প্রতিবন্ধকতার মধ্যেও এগিয়ে যাচ্ছে নারীরা। তেমনই একজন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। দেশের ক্রিকেটের যারা টুকটাক খোঁজখবর রাখেন তাদের কাছে পরিচিত এক নাম জেসি। দেশের নারী ক্রিকেটের প্রথম দিকের সদস্য ছিলেন তিনি, লাল-সবুজের প্রতিনিধিদের অধিনায়কত্বও করেছেন। এরপর ক্রিকেট কোচিং ক্যারিয়ারকে পাশে রেখে আম্পায়ারিংয়ে নেমে পড়েন তিনি। যেখানে ইতিহাস তৈরি করেছেন সাবেক এই নারী ক্রিকেটার। আম্পায়ারিংয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সবশেষ আইসিসির আম্পায়ারিং প্যানেলে যুক্ত হয়ে দেশের ক্রিকেটের জন্য সুনাম বয়ে এনেছেন তিনি। ছোটবেলা থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিলেন জেসি। সারাদিন শুধু ক্রিকেট খেলতেন। যে কারণে তার বাবা-মা অনেক বকাবকি করতো। তবে দিনশেষে তার পরিবার সবকিছুতেই সাপোর্ট করতো। লালমনিরহাটে প্রাথমিক পাঠ চুকিয়ে ঢাকায় পাড়ি জমান জেসি। এরপর এআইইউবি থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। ২০০১ সালে বিকেএসপিতে ক্রিকেট কোচিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। তবে সেখান ক্রিকেট না থাকায় তাকে টেনিস কিংবা শুর্টিংয়ে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিকেএসপিতে নারী ক্রিকেটারদের জন্য কোচিং ব্যবস্থা চালু হলে শুক্র-শনিবার করে সেখানে যেতেন তিনি। সেখানে প্র্যাকটিসও করতেন।  ২০০৭ সালে দেশে মেয়েদের ক্রিকেট চালু হওয়ার সংবাদে ঢাকায় পাড়ি জমান। এরপর ক্রমেই ন্যাশনাল টিমে জায়গা করে নেন জেসি। ২০১০ সালে চীনের গুয়াংচুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে চীনকে হারিয়ে ঐতিহাসিক রৌপ্য পদক লাভ করে বাংলাদেশ। ওই টুর্নামেন্টে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন তিনি। ২০১১ সালের ২৬ নভেম্বরে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে অফব্রেক এই বোলারের ওডিআই অভিষেক হয়। এরপর ২০১৩ সালের ৫ সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটে আন্তর্জাতিকে অভিষেক হয়। তবে দেশের জার্সিতে তিন ম্যাচের বেশি ২২ গজ মাতানো হয়নি জেসির। ওই বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানেন তিনি। এরপর নাম লেখান আম্পায়ারিংয়ে। তবে জেসি যখনই দেশের সম্পদ হয়ে উঠছে, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের নারী ক্রিকেটের ব্র্যান্ড হয়ে ওঠার পথে, ঠিক তখনই তাকে ঘিরে বিতর্কে দেশের ক্রিকেট।  প্রিমিয়ার লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচেই তাকে ঘিরে আপত্তি। যদিও জেসির দাবি, ডিপিএল অভিষেকে ক্রিকেটারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছেন তিনি।   ঘটনার পরপর বেশ কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেসি জানিয়েছেন, দলের ক্রিকেটার, বিশেষ করে মুশফিক, রিয়াদদের কাছ থেকে বেশ ভালো সহযোগিতা পেয়েছেন তিনি। এখন পর্যন্ত আটটি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার। এর মধ্যে সাতটি ম্যাচে আম্পায়ার এবং একটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়া বিতর্ককে পাশে রেখেই ডিপিএলে অভিষেক হয়েছে তার। এর আগে, ১৬ এপ্রিল মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচের তৃতীয় আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। এদিকে চলতি বছরের অক্টোবরে ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ গড়াবে। সেখানেই আম্পায়ারিংয়ের স্বপ্ন বুনেছেন জেসি। তার ভাষ্য, ‘হ্যাঁ অবশ্যই। ওইটাই (বিশ্বকাপ) এখন লক্ষ্য।’
২৯ এপ্রিল ২০২৪, ১২:০২

নারী আম্পায়ার ঘিরে বিতর্ক : যা বলছে ক্লাবগুলো
সাথিরা জাকির জেসি, যারা দেশের ক্রিকেটের টুকটাক খোঁজ-খবর রাখেন তাদের কাছে পরিচিত এক নাম। দেশের নারী ক্রিকেটের প্রথম দিকের সদস্য, করেছেন অধিনায়কত্ব।  এরপর ক্রিকেট কোচিং ক্যারিয়ারকে পাশে রেখে নেমে পরলেন আম্পায়ারিংয়ে। যেখানে ইতিহাস তৈরি করেছেন সাবেক এই নারী ক্রিকেটার। আম্পায়ারিংয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সবশেষ আইসিসির আম্পায়ারিং প্যানেলে যুক্ত হয়ে দেশের ক্রিকেটের জন্য সুনাম বয়ে এনেছেন তিনি। যে জেসি দেশের সম্পদ হয়ে উঠছে, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের নারী ক্রিকেটের ব্র্যান্ড হয়ে ওঠার পথে, তাকে ঘিরে বিতর্কে দেশের ক্রিকেট। প্রিমিয়ার লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে তাকে নিয়ে দুইদলের আপত্তি তোলার খবরে সারাদেশ যখন তোলপাড়, তখন আসল ঘটনার খোঁজে সবাই।  তবে বিসিবির পক্ষ থেকে ঘটনা একেবারে অস্বীকার করা না হলেও ঘটনার যাদের নামে সরগরম ক্রিকেটপাড়া সে দুই দল থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও আসেনি। জেসির বিষয়ে দল দুটির কেউই বিসিবির কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানায়নি। ওইদিন ডিপিএলে জেসি তার অভিষেকে ক্রিকেটারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। অপরদিকে ম্যাচ শেষে গণমাধ্যমে মোহামেডানের ক্রিকেট সমন্বয়ক তরিকুল ইসলাম টিটু জানিয়েছিলেন, তারা আপত্তি তোলেননি, তবে এমন বড় ম্যাচে আরও অভিজ্ঞ আম্পায়ার প্রত্যাশা করেছিলেন বলে বক্তব্য তাদের।     ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান আরটিভির কাছে পরিষ্কার করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটির ম্যানেজার জানিয়েছেন, জেসিকে নিয়ে তারা কোনো আপত্তি তোলেনি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যানেজার শিকদার কঙ্কন জানান, নারী আম্পায়ার নিয়ে আমরা কোনো ধরনের প্রশ্ন করিনি। এটা আমাদের আসলে কোনো প্ল্যান ছিল না; আমরা বলিনি।  আম্পায়ার নতুন আসবে, করবে। ভুল করতেই পারে। আম্পায়ার রিপোর্টেও আমরা কিছুই বলিনি। ভুলভ্রান্তিভাবে এই নিউজটা প্রচার করা হয়েছে। বাংলাদেশে ঘরোয়া লিগের ম্যাচ পরিচালনা করা কঠিন এক কাজ। আম্পায়ারদের উপর আস্থার অভাবের এই বাস্তবতা বেশ পুরনো। বর্তমান সময়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত কিংবা আন্তর্জাতিক আম্পায়ার মুকুলের মতো অভিজ্ঞদেরকেও শুরুর দিকে পড়তে হয়েছে একটি বিড়ম্বনায়। ক্লাবগুলো সবসময়ই এই রকম হাইভোল্টেজ ম্যাচে ঘরোয়া লিগে ম্যাচ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন আম্পায়ার চায়।  শিকদার কঙ্কন যোগ করেন, বড় ম্যাচগুলোতে আমরা নরমালি তো চাইবো; বেস্ট আম্পায়ার যারা, তারাই করুক। আমরা কোনো লিখিত অভিযোগ করিনি। আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় জেসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনার পরপর বেশ কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলের ক্রিকেটার, বিশেষ করে মুশফিক, রিয়াদদের কাছ থেকে বেশ ভালো সহযোগিতা পেয়েছেন তিনি।  
২৯ এপ্রিল ২০২৪, ১২:০৪

লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে নারী নিখোঁজ
বরিশালের হিজলা উপজেলায় লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ জানিয়েছে। নিখোঁজ সালেহা বেগম (৬৫) হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের আব্দুল করিম সিকদারের স্ত্রী। হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার আক্তার হোসেন বলেন, ওই নারী ঢাকায় বসবাস করা মেয়ের কাছে যাওয়ার জন্য পুরাতন হিজলা লঞ্চঘাটে আসেন। তার সঙ্গে এক ভ্যানচালক ও তার স্বামীও ছিলেন। ওই নারী কিছু মালামাল নিয়ে ঢাকাগামী রাজহংস-১০ লঞ্চে উঠতে গেলে তার হাত থেকে ঝাড়ু নিচে পড়ে যায়। ওই ঝাড়ু তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। প্রচুর স্রোত থাকায় সঙ্গে সঙ্গে তিনি লঞ্চের নিচে চলে গেছেন। তিনি আরও জানান, ওই নারী পড়ে যাওয়ার পর এক ব্যক্তি লাফিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। বৃদ্ধার বোরকা টেনে ধরেছিলেন তিনি কিন্তু স্রোতের টানে ওই ব্যক্তিও লঞ্চের নিচে যাওয়ার উপক্রম হলে তিনি ছেড়ে দিয়েছেন। হিজলা নৌ-পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্রোতের টানে তিনি ভেসে গিয়েছেন।
২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়