• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় ডাকাত দলের হামলায় কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকান ডাকাত সদস্যরা। নিহত ব্যবসায়ী কামাল হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। সোনারগাঁয়ে তার নিজ বাড়িতে স্ত্রীসহ ৯ বছর বয়সী একমাত্র কন্যা আলিনা রয়েছে।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নিহতের ভাগনে আরাফাত হোসেন সিফাত বলেন, মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করছিলেন। বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা তার মাথা পলিথিন দিয়ে আটকিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।  পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর দক্ষিণ আফ্রিকার পুলিশ এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ী কামাল হোসেনের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।  
২৫ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

রামুতে ডাকাতের আক্রমণে বাবা-ছেলে নিহত
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের আক্রমণে দুজন নিহত হয়েছেন।  রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদলের আক্রমণে নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়