• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
চোর সন্দেহে মারধরের পর ছাদ থেকে ধাক্কা, অতঃপর...
রাজধানীর গুলশান নর্দায় চোর সন্দেহে আটকের পর মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয় শাকিল (২৫) নামে এক যুবককে। দুদিন চিকিৎসাধীন থাকার পর ওই যুবক মারা গেছেন।  এই ঘটনায় একটি মামলা দায়েরের পর অভিযুক্ত মামলার দুই নম্বর আসামি বাড়িটির মালিকের ছেলে ইমরান হোসেন শুভকে আটক করেছে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছে মামলার প্রধান আসামি বাড়ির কেয়ারটেকার। গত ২৫ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে এই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান ওই যুবক। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। শাকিলের বাড়ি নেত্রকোণার সদর উপজেলার মোবারকপুর গ্রামে। তার বাবার নাম মো. আলেক। স্ত্রীসহ পরিবার নিয়ে গুলশান নর্দা এলাকায় থাকেন তিনি। পেশায় রাজমিস্ত্রীর সহযোগীসহ বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম জানান, ২৫ এপ্রিল নর্দা সরকার বাড়ি ক-২১/২-জি নম্বর বাড়ির কেয়ারটেকার আমিনুল ইসলাম আমিন, বাড়ির মালিকের ছেলে ইমরান হোসেন শুভ, কয়েকজন রাজমিস্ত্রিসহ আরও ৫-৬ জন মিলে শাকিল নামে ওই যুবককে চোর সন্দেহে আটক করে। এরপর তার হাত-পা বেঁধে  পেটায়। এরপর তাকে ভবনটির নয় তলার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করার এক পর্যায়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়। ঘটনার পর খবর পেয়ে স্বজনরাই তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা আইসিইউ এর কথা বললে স্বজনরা তাকে ধানমন্ডির টুয়েন্টি সেভেন প্লাস নামে একটি হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন শনিবার রাত ১১টার দিকে সেখানে তার মৃত্যু হয়। এসআই জানান, ঘটনার পর ২৬ তারিখ গুলশান থানায় স্বজনরা হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর দুই নম্বর আসামি বাড়িওয়ালার ছেলে ইমরান হোসেন শুভকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় প্রধান আসামি বাড়িটির কেয়ারটেকার আমিনুল ইসলাম আমিন এখনও পলাতক। তাকেসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে এসআই কাইয়ুম জানান, যেই চুরির অভিযোগে শাকিলকে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে—এমন চুরির কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৭

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
রাজধানীতে ছাদ থেকে পড়ে ফারিয়ার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ গোঁড়ান এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিতে গেলে শিশুটির মা রীনা জানান, ফারিয়াকে কোলে নিয়ে তার ফুফা ইসহাক খেলা করছিলেন ছাদে। এসময় ফারিয়াকে ছাদের পাশে থাকা একটি গাছ থেকে আম পেড়ে দিতে যান তিনি। কিন্তু আম ছিঁড়তে গেলে ছাদে জমে থাকা পানিতে পা পিছলে কোলে থাকা ফারিয়াসহ নিচে পড়ে যান তিনি। এ ঘটনায় শিশুটির ফুফা ইসহাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন।
২৭ এপ্রিল ২০২৪, ০১:১৭

রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
রাজধানীর কোতোয়ালিতে বাবার ওপর অভিমান করে ভবনের ছাদ থেকে লাফিয়ে অর্পণ কর্মকার (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সে।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে শাঁখারি বাজার কৈলাস ঘোষ লেনে এ ঘটনা ঘটে। নিহত অর্পণ কর্মকার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দোয়াজানি গ্রামের দীপঙ্কর কর্মকারের একমাত্র ছেলে। নিহতের বাবা দীপঙ্কর কর্মকার বলেন, আজ দুপুরের দিকে সামান্য বিষয় নিয়ে ছেলেকে বকাঝকা দিয়েছিলাম। তাই আমার ওপর অভিমান করে বাসার সপ্তম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যায় অর্পণ। কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আমি আগে যদি জানতাম, তাহলে অর্পণকে কিছুতেই বকাঝকা দিতাম না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাঁখারি বাজারের কৈলাস ঘোষ লেন থেকে মুমূর্ষ অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যায় সে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।  
২৫ এপ্রিল ২০২৪, ২২:৪৮

ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ-তরুণীর আত্মহত্যা
ভারতে একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে থাকা তরুণ-তরুণী। পেশায় তারা দুজনই ইউটিউবার ছিলেন। শনিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে, দেশটির রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে হরিয়ানার বাহাদুরগড়ের একটি বহুতল অ্যাপার্টমেন্টের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গরভিত (২৫) ও নন্দিনী (২২) জুটি। দুজনেই কনটেন্ট ক্রিয়েটর ছিলেন, তাদের নিজস্ব চ্যানেল চালাতেন এবং ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য শর্ট ফিল্ম তৈরি করতেন। কয়েকদিন আগে দেরাদুন থেকে বাহাদুরগড়ে উঠেছিলেন এই জুটি। রুহিলা রেসিডেন্সির সপ্তম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তারা, যেখানে তারা তাদের পাঁচ সতীর্থকে নিয়ে থাকতেন তারা। পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৬টা নাগাদ আত্মঘাতী হন ওই দম্পতি। শুটিং শেষে দেরি করে বাড়ি ফেরেন তারা, অজ্ঞাত বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর এ ঘটনা ঘটায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে এই দম্পতি চরম পদক্ষেপ নিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি ফরেনসিক দলও ঘটনাস্থলে উপস্থিত হয়, তারা দম্পতির সিদ্ধান্তের দিকে পরিচালিত পরিস্থিতি তদন্তের জন্য প্রমাণ সংগ্রহ করেছে। ঘটনাটি কেন ঘটেছে তা বোঝার জন্য ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগবীর বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  
১৩ এপ্রিল ২০২৪, ২২:৩২

সুপ্রিম কোর্ট ভবনের ছাদ চুয়ে পানি, বিচারকাজে বিঘ্ন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় ছাদ চুয়ে পানি পড়েছে বিচারকদের আসনে। এতে প্রধান বিচারপতিসহ ৫ বিচারপতি এজলাস ছেড়ে চলে যাওয়ায় সাময়িক বন্ধ থাকে বিচারকাজ।  বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিচারকাজের শুরু থেকেই বিচারকদের ডানপাশে বসা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল। বিষয়টি নিজের বেঞ্চ অফিসারকে জানান তিনি। এক পর্যায়ে পানি পড়ার ঘটনা প্রধান বিচারপতিরও নজরে আসে। পরে ৯টা ৪৪ মিনিটে প্রধান বিচারপতিসহ ৫ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।  পরে রেজিস্টার জেনারেলসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান এজলাসে। দ্রুত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে ফেলা হয় বিচারপতিদের আসন। ঘটনার প্রায় ১৮ মিনিট পর এজলাসে পুনরায় বিচারকাজ শুরু হয়। এদিকে দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু হওয়ার পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত। এতে সহমত পোষণ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকেও সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, এর আগেও আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ থেকে পানি, পলেস্তারা পড়ার ঘটনা ঘটেছে। এরপরও অনেকটা ঝুঁকি নিয়ে আপিল বিভাগে বিচারকাজ পরিচালিত হয়ে আসছে।  
২১ মার্চ ২০২৪, ১২:৩৮

গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।  এখন পযর্ন্ত ওই অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ির টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।  ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অজু করছিলাম। এ সময় আমার বাসার একটি টিনের ঘরের ওপর শব্দ হয়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। 
১৫ মার্চ ২০২৪, ১৬:৩৬

অক্সিজেন নিয়ে ভবনের ভেতরে যাচ্ছেন ফায়ারকর্মীরা, ছাদ থেকে উদ্ধার ৪
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। উদ্ধার তৎপরতা চালাতে অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন।
১৪ মার্চ ২০২৪, ২১:২৯

রাজধানীতে ভবনের ছাদ থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীতে পাঁচ তলা ভবনের ছাদের একটি রুম থেকে মৌসুমী (৪৫) ও ইব্রাহিম (৩৩) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মার্চ) রাতে তুরাগ কামারপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ওই ভবনের ছাদের একটি রুম থেকে তাদের লাশ উদ্ধার করছে পুলিশ। ধারণা করা হচ্ছে মৌসুমীকে জবাই করে হত্যার পর ইব্রাহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে তাদের সম্পর্কটা কি ছিল এখনও জানতে পারেনি পুলিশ। তুরাগ থানার এসআই মো. আবু সাইদ মিয়া জানান, তারা স্বামী-স্ত্রী ছিলেন না। মৌসুমীর সঙ্গে ইব্রাহিমের অনেক আগে থেকেই পরিচয়। মৌসুমী তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় থাকতো। আর ইব্রাহিম কামারপাড়ার ৫ তলার ছাদে এক রুম ভাড়া নিয়েছিল চলিতে বছরের জানুয়ারি মাসে। দুইজন দুইজনেরই বাসায় নিয়মিত যাতায়াত করত।  তিনি জানান, প্রাথমিকভাবে হত্যার পর আত্মহত্যা মনে হচ্ছে। তবে বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মৌসুমীর স্বামী সন্তানরাও ঘটনাস্থলে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।
১২ মার্চ ২০২৪, ০০:০০

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু
রাজধানীর গুলশানে একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরেনো (৫৮) নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।  রোববার (৩ মার্চ) বিকেলে গুলশানের অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতের একটি ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।  তিনি আরও বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  
০৩ মার্চ ২০২৪, ১৮:৩১

ছাদ থেকে পড়ে অজ্ঞান কণ্ঠশিল্পী নকুল কুমার, অতঃপর....
মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। বেশ কয়েক মিনিট অজ্ঞান থাকায় তাকে অ্যাম্বুলেন্সেযোগে হাসপাতালে ভর্তি করা হছে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে জানাজানি হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিও ও স্ট্যাটাসে ছাদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারানোর খবর জানান নকুল কুমার নিজেই। তার ফেসবুক পেজে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ-বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি। এরপর র‌্যালিং-এর পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান তিনি। এসময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নকুল কুমার বিশ্বাসের বন্ধু আসাদুজ্জামান লিটন জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী অল্পের জন্য বেঁচে গেছেন। দ্রুত হাসপাতালে নেওয়ায় তেমন কোন ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে, এখনও হাসপাতালে। কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস জানান, গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুল গাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছিনা। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়