• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
চেয়ারম্যান পদ ছাড়লেন বিএনপি নেতা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। মোকাররম হোসেন সুজন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র পাওয়ার পর আমরা ওই ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছি। এখন থেকে ওই ইউপিতে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে ইউপির সচিব বরাবর চিঠি পাঠানো হবে। মোকাররম হোসেন সুজন বলেন, জনগণ ভালোবেসেই আমাকে ইউপি চেয়ারম্যান বানিয়েছে। গঙ্গাচড়ার মানুষ আমাকে উপজেলা পরিষদে দেখতে চায়। তাই আমি তাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছি। গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু বলেন, আমাদের দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেন, দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতোমধ্যে সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়াও হচ্ছে। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ ২৯ মে।
২১ ঘণ্টা আগে

মাইজপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন সফুরা খাতুন
নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সফুরা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল্লুর রহমান মোল্যা টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।  নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা শামীম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইউনিয়নটির চেয়ারম্যান জসিম মোল্যার অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন প্রয়াত চেয়ারম্যান জসিম মোল্যার স্ত্রী। ইউনিয়নটিতে মোট ভোটার ১৯ হাজার ৭৬৯ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৯২৪ ও মহিলা ভোটার ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ১১ হাজার ২৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ১০১ ভোট। ভোট প্রদানের হার ৫৭ দশমিক শূন্য ১ শতাংশ। এ নির্বাচনে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সফুরা খাতুনসহ মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সফুরা খাতুন (আনারস), জিল্লুর রহমান মোল্যা (টেবিল ফ্যান), শহিদুর রহমান ফরাজী (চশমা), সাফায়েত কবির (মোটরসাইকেল), মুকুল শরীফ (ঘোড়া) ও জিল্লুর রহমান (অটোরিকশা) প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।   
২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৯

ইতেকাফ অবস্থায় মারা গেলেন সাবেক ইউপি চেয়ারম্যান
ময়মনসিংহের ত্রিশালে ইতেকাফরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আনিছুর রহমান ভুট্টু (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। শনিবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আনিছুর রহমানের বেয়াই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, গত ২১ রমজান কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ইতেকাফ বসেন। কয়েক দিন ধরে দিন উনার শরীরটা ভালো যাচ্ছিলনা। মসজিদেই প্রাথমিক চিকিৎসা চলছিল। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টু ইতেকাফরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আনিছুর রহমান ভুট্টু ২০১৬ থেকে ২০২১ সাল আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম গ্রামের নিজবাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।   
০৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৫

রাজউকের নতুন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩-এর ধারা ৪(২) অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সিদ্দিকুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১০ আগস্ট নরসিংদী জেলায়। ১৯৮২ সালে বাংলাদেশ সামরিক একাডেমিতে যোগ দেন তিনি।
০৪ এপ্রিল ২০২৪, ২৩:০৮

মাদরাসা বোর্ডের নতুন চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলমগীর
মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস ১৪তম ব্যাচের কর্মকর্তা প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর। বর্তমানে তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০-এর ধারা ১৩(২) অনুযায়ী মুহাম্মদ শাহ আলমগীর (১২৪০), মাদ্রাসা পরিদর্শক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ গত বছরের নভেম্বরে অবসরে গেলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রসঙ্গত, অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে, তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।‌ এর আগে, তিনি মুন্সীগঞ্জে শ্রীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তিনি থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন এবং মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে লিডারশিপ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
০২ এপ্রিল ২০২৪, ২০:৫১

নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা সারওয়ার মাহমুদ। তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) থেকে এ বিষয় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’এর ৫(২) ও ৫(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে  প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) শেখ মো. শরীফ উদ্দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারওয়ার মাহমুদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান।
২৪ মার্চ ২০২৪, ২৩:৪০

সেই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন যুবলীগের চেয়ারম্যান
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় অবশেষে মুখ খুলেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।  শুক্রবার (১৫ মার্চ) নিজের ফেসবুকে পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কোর্ট প্রাঙ্গণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংগঠনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   শামস পরশ বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যেই যুবলীগের আইনজীবীরা গত ৬ এবং ৭ মার্চ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। কিন্তু ৮ মার্চ নির্বাচন কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনা যুবলীগ কোনোভাবেই সমর্থন করে না। বিচ্ছিন্নভাবে কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তার নিরপেক্ষ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে।   একই সঙ্গে সার্বিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন যুবলীগের চেয়ারম্যান। তিনি আরও বলেন, যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বুকে ধারণ করে মানবিক যুবসমাজ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ। উল্লেখ্য, আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষে গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ২০ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ। এ ছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসের (পরশ) স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানাকে (যুথী)। দুই নম্বর আসামি ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
১৫ মার্চ ২০২৪, ১৮:৩৪

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান আউয়াল গ্রেপ্তার
নেত্রকোণার দুর্গাপুরের কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের একটি এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।  জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।  গ্রেপ্তার হওয়া আব্দুল আউয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব।  তার নামে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা, খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।  এ বিষয়ে নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগেও তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা রয়েছে।
১২ মার্চ ২০২৪, ১৫:৩১

চাঁদপুরে উপনির্বাচনে মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দোয়াত কলম প্রতীকে ৩ হাজার ১৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার ফারুক হোসাইন। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যা ছিল বেশি। ১১ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৪২৪ জন। বিগত নির্বাচন ইভিএমের মাধ্যমে হলেও এবার নির্বাচন হয় ব্যালটে। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাদির মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।  
১০ মার্চ ২০২৪, ০৯:১৩

ভালুকার উপজেলা চেয়ারম্যান কারাগারে 
ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ ৮নং আমলী আদালতের বিচারক এ কে রওশন জাহান এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  মারধরের শিকার ও মামলার বাদী যুবলীগ নেতার নাম হুমায়ুন কবির। সে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান জেলা যুবলীগ নেতা।  যুবলীগ নেতা হুমায়ুন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ ও কটুক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি।  
০৪ মার্চ ২০২৪, ১৫:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়