• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।  শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্রামের সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স যশোর শহরের দিকে যাচ্ছিল। বাহাদুরপুরে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।  যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের এই অ্যাম্বুলেন্সটি নতুন। গাড়িতে শুধু চালক একা ছিলেন। গাড়িটি গ্যারেজে ছিল। সেখান থেকে নিয়ে পরীক্ষামূলকভাবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন।  এ বিষয়ে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাই। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।  
০৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৫

কেক কাটার পর চলন্ত ট্রেনের নিচে মা-মেয়ের ঝাঁপ
যশোরের চুড়ামনকাঠি ইউনিয়নের পুলতাডাঙ্গা রেললাইন থেকে ট্রেনে কাটা মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২৫ মার্চ) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মা লাকি বেগম (৩৫) এবং মেয়ে মিম খাতুন (১২)।  তারা খুলনার বাসিন্দা হলেও যশোরের বড় হৈবতপুর গ্রামে ভাড়া থাকতেন। এলাকাবাসী জানান, প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর ফের বিয়ে করেছিলেন লাকি বেগম। কিছুদিন আগে দ্বিতীয় স্বামীর সঙ্গেও ডিভোর্স হয়ে যায় তার। প্রত্যক্ষদর্শী কয়েকজন রাখাল জানান, তারা মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় দেখতে পান, রেললাইনে বসে লাকি বেগম ও তার মেয়ে কেক কেটে খাচ্ছেন। কিন্তু ট্রেন আসার মুহূর্তে লাকি বেগম তার মেয়েকে হাত ধরে টেনে রেললাইনের ওপর ওঠানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে ট্রেন কাছে এলে মা-মেয়ে একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম। তিনি বলেন, বিকেল ৩টার দিকে জানতে পারি এই পুলতাডাঙা রেললাইনে মা-মেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে আমরা ভ্যানিটি ব্যাগ, মোবাইল পাই। মোবাইলের মাধ্যমে আমরা পরিচয় শনাক্ত করি। তিনি আরও বলেন, কী কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।
২৫ মার্চ ২০২৪, ২০:২৪

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মা
ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুন (৩০) নামের এক মা। জান্নাতুন চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা ও ইকবাল মিয়ার স্ত্রী। রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও তালশহর এলাকার মাঝামাঝি চলন্ত ট্রেনে ওই প্রসূতি সন্তানের জন্ম দেন।  ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে মা ও নবজাতককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, সস্ত্রীক ট্রেনে চট্টগ্রামে যাচ্ছিলেন ইকবাল। ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন অতিক্রম করার পর ইকবালের স্ত্রীর প্রসবব্যথা ওঠে। ট্রেনটি আশুগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ওই বগিতে থাকা এক নারী চিকিৎসকসহ অন্যান্য যাত্রীদের সহায়তায় একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই মা। নবজাতকের বাবা ইকবাল মিয়া বলেন, আমরা ‘ড’ বগিতে ছিলাম। ভাগ্য সহায় থাকায় এ বগিতে একজন নারী চিকিৎসক ছিলেন। ট্রেনেই আমার স্ত্রী সন্তানের জন্ম দেন। পরে রেল কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে। এটি আমার দ্বিতীয় সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন। তিনি বলেন, প্রসূতি সন্তানপ্রসব করায় ঢাকা কন্ট্রোল রুমের নির্দেশে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেয়। পরে মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়।
২৫ মার্চ ২০২৪, ০৬:২১

চলন্ত মেট্রোতে রং মেখে দুই তরুণীর কাণ্ড, অতঃপর...
দোল পূর্ণিমার আগেই চলন্ত মেট্রো ট্রেনের বগির মেঝেতে বসে দুই তরুণীর দোল খেলার পাশাপাশি রঙ মাখামাখির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তাদের এ কর্মকাণ্ড নিয়ে তদন্তও শুরু করেছে ভারতের মেট্রো কর্তৃপক্ষ। রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। We need a law against this asap pic.twitter.com/3qH1aom1Ml — Madhur Singh (@ThePlacardGuy) March 23, 2024 প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সোমবার (২৫ মার্চ) দোল পূর্ণিমার উদযাপিত হবে। এর আগেই চলন্ত মেট্রো ট্রেনের বগির মেঝেতে বসে দুই তরুণীর দোল খেলার পাশাপাশি রঙ মাখামাখির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সয়লাব হয়ে পড়েছে। এতে দেখা গেছে, তারা একে অপরের গালে গাল ঘষে দিচ্ছেন। মুখে মুখ ঘষে দিচ্ছেন। একে অপরের উপরে শুয়ে পড়ছেন। ভিডিও দেখে নেটিজেনরা দাবি করেছেন যে নয়াদিল্লির মেট্রো-ট্রেনের দৃশ্য সেটি। তবে, দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) ওই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।  মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটি আদৌও আসল নাকি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যমে সেটি ছড়ানো হয়েছে, তা তদন্ত করে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে মেট্রোর ভেতরে এই ভিডিও ধারণ করা হয়েছে কিনা, সেটা নিয়েও সন্দেহ আছে। কারণ ওই ভিডিও তৈরির জন্য ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। তবে মেট্রোর সন্দেহ ঠিক কিনা, তা অধিকতর তদন্তের পরই স্পষ্টভাবে বোঝা যাবে। এরকম কোনও ভিডিও ধারণ করা হচ্ছে দেখলেই যাতে আমাদের কাছে অভিযোগ জানানো হয়, সেজন্য আমরা যাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। এর আগেও মেট্রোর মধ্যে রিল বানানো বা এমন কোনও কাজ করা থেকে বিরত থাকার জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে লাগাতার প্রচার করা হয়।       
২৪ মার্চ ২০২৪, ১০:৫৯

মহাসড়কে চলন্ত গাড়িতে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৫
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (১৫ মার্চ) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মো. সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মো. রাসেল হোসেন (৩৩), নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার মো. খোকন (২৮), একই এলাকার মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫) এবং কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মনসুর আলম (৩৬)। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের নামে মামলা হয়েছে।   তিনি আরও জানান, ডাকাত চক্রটি অনেক দিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে মহাসড়কে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে পাঁচজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।  
১৬ মার্চ ২০২৪, ১৫:১৭

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত চালক
জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে নাক ফেটে গুরুতর আহত হয়েছেন ট্রেনচালক মো. আতিকুল ইসলাম (৪২)। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।  আহত ট্রেনচালক আতিকুল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত এসআই হানিফ মিয়া। তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বোকাইনগর এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ শুরু করে দুর্বৃত্তরা। পাথর এসে ট্রেনচালক মো. আতিকুল ইসলামের নাকে লাগে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রেনচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।
১৪ মার্চ ২০২৪, ০৪:১৯

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক অজ্ঞাত (৩৫) যুবক নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) বিকেলে ঢাকা-সিলেটগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির ভৈরব স্টেশনে কোনো বিরতি ছিল না। কিন্তু ওই যুবক চলন্ত ট্রেন থেকে লাফ দিলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রেনটি যখন স্টেশন অতিক্রম করছিল, হঠাৎ ওই যাত্রী ট্রেন থেকে লাফ দিয়ে স্টেশনে নামতে গিয়ে চাকার নিচে পড়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল হালিম। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
০২ মার্চ ২০২৪, ২৩:০২

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ
বরিশালের গৌরনদীতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল এলাকায় এ ঘটনা ঘটে। আহত কালু সরদার (৪৬) গৌরনদী উপজেলার পিপড়াকাঠি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে। ঘটনার সময় সঙ্গে থাকা শ্যালক মো. সাইদুল বলেন, তারা তিনজন বেপারী পরিবহনের বাসে গৌরনদীর উদ্দেশে রওনা দেন। ভাড়া নিয়ে বাসে তাদের সঙ্গে সুপারভাইজার, হেলপার ও চালকের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। বাসটি কটকস্থলে থাকার সময় ভগ্নিপতি কালু সরদারকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেন। গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রীকে ফেলে দেওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। শুনেছি আহত যাত্রীকে ঢাকা নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি জানি না। এ ধরনের ঘটনা যদি ঘটে, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
০১ মার্চ ২০২৪, ১১:১৮

চলন্ত ট্রেনে হার্ট অ্যাটাক, মেয়ের সামনে বাবার মৃত্যু
দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রেনে হার্ট অ্যাটাকে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চাটমোহর স্টেশনের মাঝামাঝি স্থানে তার মৃত্যু হয়। আব্দুস সালাম বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত আব্দুস সালামের ভাতিজি জামাই বোচাগঞ্জ উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী। তিনি জানান, তার একমাত্র মেয়ের জামাই সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ৪-৫ মাস আগে মারা গেছেন। সেই মেয়েকে নিয়ে দাবিকৃত টাকা তোলার জন্য ট্রেনযোগে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে তিনি মৃত্যুকরণ করেন।  তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টায় তার মরদেহ বোচাগঞ্জে নেওয়া হয়। এ সময় গ্রামে শোকের ছায়া নেমে আসে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর স্টেশন সুপার এ কে এম জিয়াউর রহমান বলেন, ঘটনা শুনেছি। ছুটিতে থাকার কারণে বিস্তারিত জানাতে পারেনি।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়