• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল করেছে ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (ঊষা)। এতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। মঙ্গলবার (৯ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আলিফ আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিখা রানী সাহা প্রমুখ। এছাড়াও ঊষার উপদেষ্টাসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)। শিক্ষার্থীদের এ সংগঠনটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
১০ এপ্রিল ২০২৪, ০৩:৩৩

বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা 
ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে শহরের প্রান্তিক শিশু পার্কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।    এদিকে ইফতার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সেখানে যান ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন ইফতার মাহফিলে অর্থায়নও করেছেন তিনি। তবে বিএনপির ইফতার মাহফিলে তার উপস্থিতিতে ক্ষুব্ধ পৌর আওয়ামী লীগের নেতারা।   ইফতার মাহফিলে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  বিএনপির ইফতার মাহফিলে যোগ দেয়ার বিষয়ে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মাসুম জানান, এটা কোনো জনসভা না, শুধুই ইফতার মাহফিল। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত সবাই যায়। এটা দোষের কী? আমি সামনে উপজেলা নির্বাচনে ভোট করবো, তাই ইফতারে গিয়েছি। এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস বলেন, আওয়ামী লীগের নেতা হিসেবে মিজানুর রহমান মাসুম বিএনপির মাহফিলে যেতে পারে না। হয়ত তার ব্যক্তি স্বার্থের কারণে সেখানে উপস্থিত হয়েছেন। এদিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দলীয় পরিচয়ে না, একজন সুশীল সমাজের মানুষ ও ব্যবসায়ী হিসেবে আমাদের ইফতার মাহফিলে এসেছিল মিজানুর রহমান মাসুম। তাকে দাওয়াত দেয়া হয়েছিল। তবে ইফতার মাহফিলে তার অর্থায়নের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ সঠিক না। তবে বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে অর্থ সহযোগিতা পেয়ে থাকে। এতে কেউ অর্থায়ন করলে করতে পারে।   অপর দিকে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস জানান, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মাসুমের অর্থায়নে এই ইফতারের আয়োজন করা হয়েছে। তাই জানতে পেরে ইফতার প্রত্যাখান করেছি। আমিও ইফতার করিনি।
০৬ এপ্রিল ২০২৪, ২২:০৮

সেনবাগ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) পৌর শহরের মিক্সফুড চাইনিজ রেস্টুরেন্টে প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের কনিষ্ঠ পুত্র, আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু।   প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম  জাকারিয়া আল মামুন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু।  এ সময় সেনবাগ প্রেস ক্লাবের সহসভাপতি সাখাওয়া উল্ল্যাহ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নির্বাহী সদস্য আবদুল আউয়াল, কাজী ফখরুল ইসলাম, সদস্য নুর হোসাই সুমন, জামাল হোসেন কচি, বশির আহম্মদ ও স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।  
০৫ এপ্রিল ২০২৪, ২২:১৫

যে কারণে হোয়াইট হাউসে বাইডেনের ইফতার আয়োজন বাতিল হলো
পবিত্র রমজানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। বিষয়টির সঙ্গে জড়িত এমন দুজন বলছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে কয়েকজন মুসলিম মার্কিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ফলে এ আয়োজন বাতিল করতে হয়েছে। খবর আল জাজিরা। নাম প্রকাশ না করার শর্তে তারা আল-জাজিরাকে বলেছে, মঙ্গলবার (২ এপ্রিল) ইফতারের আয়োজনটি বাতিল করা হয়। এর আগে, মুসলিম কমিউনিটির সদস্যরা হোয়াইট হাউসের এ আয়োজনে অংশগ্রহণ করার বিষয়ে নেতাদের সতর্ক করে দেন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) উপ-পরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল আল জাজিরাকে বলেন, প্রাথমিকভাবে যেতে রাজি হওয়া আমন্ত্রিতরাসহ অনেকে উপস্থিত না হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। আহমেদ মিচেল আরও জানান, আমেরিকান মুসলিম জনগোষ্ঠী বেশ আগেই বলেছিল, যে হোয়াইট হাউস গাজায় ফিলিস্তিনি জনগণকে ক্ষুধায় মারতে ও হামলা চালিয়ে মেরে ফেলতে ইসরায়েল সরকারকে সক্রিয় সমর্থন দেয়, তার সঙ্গে খাবার খাওয়াটা হবে একবারেই অগ্রহণযোগ্য।  সোমবার (১ এপ্রিল) মার্কিন গণমাধ্যম খবর প্রকাশ করে, হোয়াইট হাউস মুসলিম কমিউনিটির জন্য ইফতারের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তবে এর কয়েক ঘণ্টা পরই হোয়াইট হাউস ঘোষণা করে, তারা ইফতারের আয়োজন নয় বরং শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য এক ভোজের আয়োজন করবে। আর মুসলিম আমেরিকান কমিউনিটির নেতাদের সঙ্গে আলাদা একটি সাক্ষাতের ব্যবস্থা করবে। গত দুই দশকের বেশি সময় ধরেই প্রভাবশালী মুসলিম আমেরিকান প্রতিনিধিদের নিয়ে ইফতারের আয়োজন করে আসছেন মার্কিন প্রেসিডেন্টরা। পবিত্র রমজানে হোয়াইট হাউসে ইফতারের অনুষ্ঠান করার বিষয়টি সেখানে অন্য ধর্ম ও সংস্কৃতির অনুষ্ঠান আয়োজনেরই এক প্রতিফলন। এমন আয়োজন স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের উৎসবের অনুভূতি দেয় এবং ঐতিহ্যগতভাবে এটি সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকে। এদিকে মুসলিম আমেরিকান অধিকারকর্মীদের কয়েকজন বলেছেন, সাক্ষাতের এ আয়োজন হবে একসঙ্গে ‘ছবি তোলার এক সুযোগমাত্র’। তাদের যুক্তি, মুসলিম জনগোষ্ঠীর লোকজন ছয় মাস ধরেই তাদের অবস্থান জানিয়ে আসছেন।  আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন সংগঠনের পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ হাবেহ আল জাজিরাকে বলেন, আমাদের কটা বৈঠক হলো, তাতে কতজন গেলেন, কতটা আলাপ-আলোচনা চলছে—এসব কোনো বিষয় নয়। হোয়াইট হাউস (নীতি) বদলাতে অস্বীকৃতি জানিয়েছে। মোহাম্মদ হাবেহ গুরুত্ব দিয়ে বলেন, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ না করলে মুসলিম আমেরিকান কমিউনিটির প্রতি তিনি যে যত্নবান, সেটি দাবি করতে পারবেন না। 
০৩ এপ্রিল ২০২৪, ২৩:৪১

ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ইফতার মাহফিল
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্দ্যোগে নগরীর একটি স্বনামধন্য হোটেলে ইফতারের আয়োজন করা হয়।  ইফতার মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপি, রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারসহ রাজশাহীর বর্তমান এমপি ও সাবেক এমপি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, খৃষ্টান ধর্মের ধর্মযাজক (বিশোপ), ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
০৩ এপ্রিল ২০২৪, ২২:৩৬

শাবিপ্রবি ছাত্রলীগের সাবেকদের ইফতার মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। বুধবার (৩ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পরিচালিত হবে ততদিন বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয় জীবনের মত বর্তমান সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নিরলস ভাবে কাজ করে যেতে হবে।
০৩ এপ্রিল ২০২৪, ২২:৩৪

কালিয়াকৈর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে উপজেলার মাকিষবাতান এলাকায় প্রেস ক্লাবের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।  এ সময় আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম, বঙ্গবন্ধুর সৈনিক লীগ, কালিয়াকৈর উপজেলার শাখার সভাপতি কিরণ মাহমুদ ওয়াসি ও খালেকের প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলিম প্রমুখ।  এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম সহ থানা পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  
০৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৯

ইফতার পার্টি করতে তাদের লজ্জা করে না : কাদের
বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই রমজানে তারা একজন গরিব মানুষকেও সাহায্য করেনি। তারা মানুষকে কোনো প্রকার সাহায্য না করে বড় বড় হোটেলে গিয়ে ইফতার পার্টি করেছে। অথচ তারাই আবার বলেন, ঢাকা শহরে এত ভিক্ষুক কেন? তাদের কি লজ্জা করে না? বুধবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকা ১০ আসনের জনগণের মাঝে ইফতারসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে গরিব মানুষের মাঝে ইফতার বিতরণ করছে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের ঐতিহ্য। তিনি বলেন, ঈদের সময় দান-খয়রাত ও জাকাত পাওয়ার আশায় ঢাকাসহ বড় বড় শহরে কিছু গরিব মানুষ আসে। কিন্তু এ পর্যন্ত কেউ না খেয়ে রাস্তায় পড়ে মারা গেছেন এমন একটা দৃষ্টান্তও শেখ হাসিনার আমলে নাই। বিশ্বে সংকট, বাংলাদেশে সংকট রয়েছে। তারপরও আমরা জ্বালানির দাম সমন্বয় করে কমিয়েছি। জিনিসপত্রের দামও কমে যাচ্ছে। আজকে তারা (বিএনপি) বড় বড় কথা বলেন, গরিবের নামে মায়াকান্না করেন। তারা কি ভুলে যান জিয়াউর রহমানের আমলে উত্তরবঙ্গের রংপুর কোর্টে গিয়ে নারীরা অভাবের তাড়নায় পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিলেন। সেই ইতিহাস কি তারা ভুলে যায়? তিনি আরও বলেন, তারাবির নামাজের পর সারারাত ধরে ঈদের শপিং চলে। এখনও কারো নিরাপত্তাহীনতার ঘটনা ঘটেনি। রাজনৈতিক বিরোধিতার কারণে যারা নিরাপত্তাহীনতার কথা বলে তাদের কথায় কান দেবেন না।
০৩ এপ্রিল ২০২৪, ১৩:২৪

ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত
ঢাকায় কর্মরত নাটোরের গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত সংগঠন, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের সভাপতি দীপঙ্কর লাহিড়ীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আশিকুর রহমান শ্রাবণের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, নাটোর জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ডিআইজি একেএম নাফিউল ইসলাম, ডিউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আনোয়ার হোসেন রিপন, দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন, নাজেসাস সহ সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, কোষাধ্যক্ষ আলতাফ হোসাইন, প্রচার সম্পাদক মাহি মাহফুজ, নির্বাহী সদস্য মাহমুদুল হক খোকন ও সমিতির 
০৩ এপ্রিল ২০২৪, ১০:২২

ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে গরীব-দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এ ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগীতায় রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ৯ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ডইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ কে এম ফসিহুর রহমান প্রমূখ। মাহে রমজানে ভাসানচরের গরিব ও দুস্থ রোহিঙ্গারা ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
০২ এপ্রিল ২০২৪, ২১:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়