• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
সেনবাগে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের হত্যার হুমকি, কেন্দ্রে যেতে নিষেধ
নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের এজেন্টদের ভোটগ্রহণের দিন কেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু ও বর্তমান চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২০ মে) আনারস প্রতীকের একাধিক এজেন্ট গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেনবাগের ২নং কেশারপাড় ইউনিয়নে আনারস প্রতীকের একজন এজেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেনবাগ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু ও বর্তমান চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরী তাদের নিশ্চিত পরাজয় জেনে নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন। তারা আমাদের কর্মীদের হত্যার হুমকি দিচ্ছেন। বিশেষ করে আমার বাড়িতে  প্রার্থী আবু জাফর টিপু ভোট চাইতে এসে আমার স্ত্রীকে সরাসরি হুমকি দিয়ে গেছেন। এ ছাড়াও আনারস প্রতীকের হয়ে কাজ করায় কেশারপাড়ের এক বাজারে আমাকে একা পেয়ে আমার গায়ে হাত তুলেছেন প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর লোকজন। আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ এজেন্ট আরও বলেন, ‘আমি পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলার রক্ষা দায়িত্বে থাকা ঊর্ধ্বতনদের কাছে আবেদন জানাচ্ছি, আবু জাফর টিপু ও জাফর আহাম্মদ চৌধুরীর সন্ত্রাসী বাহিনীকে দমন করেন। এরা সুষ্ঠু নির্বাচন হতে দিতে চায় না।’ এদিকে ৩নং ডমুরুয়া ইউনিয়নের আনারস প্রতীকের বয়োবৃদ্ধ এক এজেন্ট জানান, আনারস প্রতীকের হয়ে এজেন্ট হলে তাকে গুম করে ফেলা হবে বলে আবু জাফর টিপুর লোকজন হুমকি দিয়েছেন। তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে ওই এজেন্টের ছেলে শরীফুল ইসলাম বলেন, ‘আমার বাবা আনারস প্রতীকের জন্য কাজ করায় আমাদের পরিবারকে বারবার হুমকি দিচ্ছেন প্রতিপক্ষের লোকজন। বিশেষ করে আবু জাফর টিপুর লোকজন সরাসরি গুম করার হুমকি দিয়েছেন। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছি।’ একই অভিযোগ করেন ৫নং অর্জুনতলা ইউনিয়নের আনারস প্রতীকের আরেক মহিলা এজেন্ট। তিনি বলেন, ‘ভোটগ্রহণের দিন কেন্দ্রে না গেলে আমাকে ধর্ষণের হুমকি দিয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর লোকজন। রোববার রাতে নির্বাচনী ক্যাম্পেইন করে রাতে বাড়ি ফিরে আসার সময় আমাকে বাজারের রাস্তায় আটকে এভাবে হুমকি দেয় জাফর চৌধুরীর সমর্থকরা। আমি নিরাপত্তা চেয়ে সাইফুল আলম দিপুসহ প্রশাসনের লোকজনকে বিষয়টি জানিয়েছি।’ অভিযোগের সত্যতা জানতে কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু ও হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাফর আহাম্মদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সকল অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার বলে জানান। তবে তাদের লোকজন এমন কিছু করে থাকলে ব্যবস্থা নেওয়ার বিষয়েও তারা গণমাধ্যমকে আশ্বস্ত করেন।  এ বিষয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম দিপু বলেন, ‘নির্বাচনে হার-জিত থাকতেই পারে। তবে রাজনীতির নামে এমন নোংরামি করা উচিত নয়। প্রতিপক্ষের লোকজন পরাজয় নিশ্চিত জেনে আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন। এ পর্যন্ত বিভিন্ন স্থানে আমার কর্মীদের ওপর হামলা করে অন্তত ১০ জনকে আহত করা হয়েছে। আমার এলাকার কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রে যেন না যায়, সেই হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক এটাই আমার প্রত্যাশা।’ প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সাইফুল আলম দিপু বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে ২১ মে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন করতে চাই। তাই ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। নির্বাচনী প্রচার শুরু থেকে প্রতিদিনই আমাদের গণসংযোগে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ লোকজনের বিপুল উপস্থিতি দেখে তারা পরাজয় নিশ্চিত জেনে এখন গত সংসদ নির্বাচনের সেই ষড়যন্ত্রকারীরা এক হয়েছে। সাধারণ ভোটাররা আগামী ২১ মে ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে।’
৯ ঘণ্টা আগে

এবার নিপুণের ইস্যুতে মুখ খুললেন খসরু
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তার রেশ রয়ে গেছে এখনও। বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে রিট করেন নিপুণ আক্তার। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে তর্ক-বিতর্ক। শুধু ভোটের দিনই নয়, ভোটের আগের দিন থেকেই মিশা-ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন ও নির্বাচন আপিল বোর্ডের যোগসূত্রে এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করেন নিপুণ। তবে বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। অবশেষে নিপুণের ইস্যুতে মুখ খুললেন এই  প্রযোজক। তিনি বলেন, বিষয়টি অফিসিয়াল ভাবে আমি অবগত না। নিউজের মাধ্যমে জেনেছি। নির্বাচন কমিশনের যদি ভুল-ত্রুটি থাকে তাহলে সেটি মামলাতেই প্রমাণ হবে। আর নির্বাচন কমিশন যদি সঠিক করে থাকে তাহলে সেখানেই প্রমাণ হবে। এই কমিশনারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও এখনো কোনো কাগজ পাননি বলে জানিয়েছেন তিনি। খসরু বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো কাগজ পাইনি। কোর্ট থেকে নোটিশ করলে আমার আইনজীবির মাধ্যমে উত্তর দেব। আমার মনে হচ্ছে এটা বেশি দিন যাবে না। হেয়ারিং-এ শেষ হয়ে যাবে উল্লেখ করে খসরু বলেন, গতবারের মতো অনেক দূর গড়ানোর মতো কোন অবস্থান নেই। এটা নিয়ে লেন্থি প্রসেস এ যাবে না। যারা মামলা করেছে তারা মনে করেছে তারা তাদের জায়গায় সঠিক আছেন। পরে যখন মামলার ফলাফলে দেখা যাবে বিষয়টি সঠিক নাই তখন তারা আবার আস্তে আস্তে তাদের জায়গা থেকে নিভৃত হবে। পরবর্তীতে হয়ত আবার মামলা করবেন না। নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পর কমিশনের চেয়ারম্যান খসরু নিপুণকে চলে যেতে বলেছিলেন, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। চলে যাওয়ার প্রসঙ্গে জবাব দিয়ে খসরু বলেন, বিষয়টি এমন নয়। কেউ যতি জানতে চায় কি অবস্থা। আমরা তো বলতেই পারি ওই প্যানেল ভালো করেছে। যারা খারাপ করেছে সেটা তো বলতেই পারি। এটা দোষের কিছু মনে করি না।’ প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।
১৯ মে ২০২৪, ১৯:২০

সাভারে অসুস্থ প্রবীণ সাংবাদিকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান
সাভারে প্রেসক্লাবের এক প্রবীণ সাংবাদিকের চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় প্রবীণ সাংবাদিক ও সাবেক দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি পার্থ চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।   শুক্রবার (১৭ মে) দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় সাংবাদিক পার্থ চক্রবর্তীর বাসায় এসে তার পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করেন এ উপজেলা চেয়ারম্যান। প্রবীণ সাংবাদিক পার্থ চক্রবর্তী স্ত্রী বীণা চক্রবর্তী জানান, দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও ব্রংকাইটিস রোগে আক্রান্ত তার স্বামী। ২০২০ সালে মহামারি করোনা রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। এতে ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করে তার স্বামীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাড়িতেই অক্সিজেন সরবরাহের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নেন সাংবাদিক পার্থ চক্রবর্তী।  এতে প্রতিদিন অতিরিক্ত ব্যয় হয় বলে জানান তার স্ত্রী।   এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ‘আমি সাংবাদিক পরিবারের সন্তান। পার্থ চক্রবর্তী র্দীঘদিন সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি সাভারের সাংবাদিকদের আদর্শ। তার শারীরিক অবস্থার দ্রুত সুস্থ্যতা কামনা করছি।’ মঞ্জুরুল আলম রাজীব আরও বলেন, ‘তার সকল চিকিৎসার ব্যয়ভার আমার সাধ্য অনুয়াযী পূরণ করার চেষ্টা করবো। আমি এসে দেখেছি তার প্রতিদিন অক্সিজেন নিতে হয়। তার জন্য আমি একটি অক্সিজেন উৎপন্নকারী মেশিন কিনে দেওয়ার জন্য টাকা দিয়েছি।’  একই সঙ্গে প্রতিমাসে ওষুধ ব্যয়সহ হাসপাতালে চিকিৎসা ব্যয়ের সর্বোচ্চ সহযোগিতার কথা জানান তিনি। এ সময় সাভারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
১৭ মে ২০২৪, ১৭:৪০

সেনবাগে বইছে নির্বাচনী হাওয়া, এগিয়ে সাইফুল আলম দিপু
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। যেখানে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মোট ছয়জন প্রার্থী; যারা উপজেলা চষে বেরিয়ে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে মন জয় করার আপ্রাণ চেষ্টা করছেন। যদিও স্থানীয় গণমাধ্যমের এক জরিপে দেখা যায়, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকের আলহাজ জাফর আহমদ চৌধুরীকে এবার টেক্কা দিয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক আনারস প্রতীকের সাইফুল আলম দিপু। ভিন্নধর্মী প্রচারণা ও তারুণ্যের মিশেলে সাইফুল আলম দিপু ভোটারদের কাছে নিজেকে সাধারণের নেতা হিসেবে উপস্থাপন করতে পেরেছেন বলে মনে করছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মে) সকালেও উপজেলার নির্বাচনী এলাকায় আনারস মার্কার সমর্থনে প্রচারণায় গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উপজেলার বিজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট, ফকিরহাটের মানুষের সুখ-দুঃখের কথা শোনেন সাইফুল আলম দিপু। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানে ব্যবস্থা নেবেন বলেও প্রতিশ্রুতি দেন ভোটারদের।   প্রচারণায় বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইন উদ্দিন মনা কোম্পানি, সাধারণ সম্পাদক এয়াকুব মামুনসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এ দিকে সাধারণ ভোটাররা বলছেন, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যেই হবে মূল লড়াই। বিশেষ করে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানকে নির্বাচনী মাঠে কোনো ভাবেই ছাড় দেবেন না বেঙ্গল গ্রুপ, আরটিভির পরিচালক আনারস প্রতীকের প্রার্থী সাইফুল আলম দিপু, এমনটাই মনে করছেন ভোটাররা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদে নেতৃত্বের বদল চাইছেন সাধারণ ভোটারদের বড় একটি অংশ। তারা এবার বর্তমান চেয়ারম্যানের বিপরীতে এগিয়ে রাখছেন আনারস প্রতীকের প্রার্থী সাইফুল আলম দিপুকে। নতুন প্রজন্মের নতুন ভাবনার সঙ্গে তার মিশে যাওয়ার বিষয়টিকে সাদরে গ্রহণ করছেন সাধারণ ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ারহাটের ষাটোর্ধ্ব এক বৃদ্ধা এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের উপজেলায় আমরা নতুন কাউকে নেতৃত্বে দেখতে চাই। যোগ্য প্রার্থীকেই আমরা এবার বেছে নেব। আগে যারা উপজেলা পরিষদে নেতৃত্বে ছিলেন তাদের দেখা হয়ে গেছে। তেমন একটা সুফল পেয়েছি বলতে পারবো না। তাই এবার আমরা সবাই নতুন কাউকে চাইছি। সেই হিসেবে আমাদের এলাকায় আনারস প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন বলাই যায়।’ উল্লেখ্য, আগামী ২১ মে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় এবার চেয়ারম্যান পদে লড়ছেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ জাফর আহমদ চৌধুরী (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু (দোয়াত কলম), উপজেলা জাতীয় পাটির সাভাপতি হাসান মঞ্জুর (কাপ পিরিচ), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা একে এম জাকির হোসেন (মোটরসাইকেল)।
১৪ মে ২০২৪, ১৩:৩০

উপজেলা পরিষদ নির্বাচন / একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে: সাইফুল আলম দীপু
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দীপু বলেছেন, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের বোঝাতে হবে আনারসের জন্য। আগামী ২১ মে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে যেন ভোট প্রদান করে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার বাড়াতে হবে।  বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যার পর নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া বাজার, কালারাইতাসহ বিভিন্নস্থানে আনারস মার্কার সমর্থনে মিছিল, লিফলেট বিতরণ, গণসংযোগকালে পথ সভায় তিনি এ কথা বলেন।  তিনি আগের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান করেন নেতাকর্মীদের। এ সময় তিনি সবার কাছে আনারস প্রতীকের জন্য ভোট ও সহযোগিতা কামনা করেন।  কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া বাজার, কালারাইতাসহ বিভিন্ন স্থানে আনারস মার্কার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।  এ সময় কেশারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা জীবনসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
০৯ মে ২০২৪, ২২:২৯

কারাগার থেকে উপজেলা চেয়ারম্যান হলেন শামসুল আলম
আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি হিসেবে মঙ্গলবার (৭ মে) কারাগারে গেছেন ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনের প্রার্থী শামসুল আলম চৌধুরী। কারাগারে থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি। বুধবার (৮ মে) রাতে ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শামচুল আলম (আনারস) ৩২ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান (টেলিফোন) পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, জেলার তিনটি উপজেলায় অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও প্রার্থীর অভিযোগ নেই। প্রতি কেন্দ্র থেকে প্রাপ্ত ফল কেন্দ্রীয়ভাবে মিলিয়ে এরপর আবার ফল ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অমিতাভ ও গোলাম মোহাম্মদ নাসিরের জামিন আবেদন মঞ্জুর করেন। আর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ২২ এপ্রিল ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে দেওয়া সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।   
০৯ মে ২০২৪, ০২:০১

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান, সরাইলে জয়ী শের আলম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।  বুধবার (৮ মে) রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।  ফলাফল অনুযায়ী সরাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে (ঘোড়া) পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শের আলম। তিনি (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।  এদিকে নাসিরনগর উপজেলায় প্রথম বারের মত নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রোমা আক্তার। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ওমরাও খান (আনারস)। তিনি পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।    
০৮ মে ২০২৪, ২৩:৩০

সেনবাগ উপজেলায় সাইফুল আলম দিপুর গণসংযোগ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে বেঙ্গল গ্রুপ ও আর টিভির পরিচালক সাইফুল আলম দিপু গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বুধবার (৮ মে) সন্ধ্যায় নির্বাচনী এলাকায় আনারস মার্কার সর্মথনে প্রচারণায় উপজেলার নবীপুর ইউনিয়নের চন্দেরহাট থেকে এ গণসংযোগ করেন। এ সময় নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, নবীপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক  নজরুলসহ  আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
০৮ মে ২০২৪, ২২:৩১

সেনবাগে স্কাউটস সমাবেশ উদ্বোধন
নোয়াখালীর সেনবাগে অষ্টম উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) বিকেলে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।  উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জিসান বিন মাজেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সদয় যুক্ত স্কাউটস সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস সহসভাপতি মোস্তফা হোসেন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু।  শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা স্কাউটস সম্পাদক সফিকুজ্জামান সীমু। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস কমিশনার এ এন এম শহীদ উল্যাহ, অধ্যক্ষ আমিরুজ্জামান, স্কাউটস সহসভাপতি রোকেয়া বেগম, যুগ্ম সম্পাদক আবুল বাশার,সহকারী কমিশনার নূর হোসাইন সুমন, স্কাউটস লিডার মনোয়ার হোসেন, কাব লিডার জিয়াউর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আগামী ৭ মে মহা তাবু জলসার মধ্য দিয়ে সমাবেশটি সমাপ্ত হবে।
০৫ মে ২০২৪, ২৩:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়