• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ১ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ
গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩ মে) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জিএসটি কর্তৃপক্ষ।  জিএসটি কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য জিএসটি কর্তৃপক্ষ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনও। পাশাপাশি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিবাবকরা যেন কেন্দ্রে না আসেন, সেজন্য অনুরোধ করেছেন তিনি।  ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, দেশজুড়ে তাপপ্রবাহ চলছে। যেহেতু শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী নিকটবর্তী কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেহেতু এবার আমরা অভিভাবকদের কেন্দ্রে না আসার জন্য অনুরোধ জানাচ্ছি।   
৩ ঘণ্টা আগে

বিশ বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেলেন সুজন
বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাই এটিএম মাসুদ ওরফে খোকাকে (৩২) ফিরে পেয়েছেন তার ভাই সুজন। বুধবার (১ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেপারীবাজারে প্রতিবন্ধী খোকাকে তার ভাই সুজনের হাতে তুলে দেন মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠন (একটি মানবিক সংগঠন)। খোকা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে চর তারাকান্দি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মাস্টারের ছেলে। খোকার ভাই সুজন বলেন, আমার ভাই গত বিশ বছর আগে নরসিংদী থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় আমরা মাইকিং করে ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজ পাইনি। এভাবেই কেটে যায় বিশ বছর। গত মঙ্গলবার ভাইকে খুঁজে পাওয়ার একটি খবর আসে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাকিলের মাধ্যমে জানতে পারি।  তিনি জানান, আমার ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট আছেন। পরে আজ (বুধবার) আমি ও আমাদের এলাকার মেম্বারকে নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ঘাট আসি, এখানে মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের শাহাজালাল ও স্থানীয় সেলিম রেজা মেম্বারের মাধ্যমে খোকাকে আমাদের হাতে তুলে দেন। ভাইকে পেয়ে আমি ও পরিবারের সবাই দারুণ খুশি। মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহজালাল বলেন, তাকে আমরা করোনার সময় রাস্তায় দেখতে পাই তখন আমি ও আমার সংগঠনের লোকজন তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিবন্ধী খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে

এসির ‘টন’ কী? কেনার আগে জেনে নিন
তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। একটু প্রশান্তি পেতে সামর্থবানরা তো বটেই মধ্যবিত্তরাও মার্কেটে ছুটছেন এয়ার কন্ডিশনার বা এসি কিনতে। এজন্য যেকোনো টনের এসি কিনলেই হবে না। এসি কেনার সময় ঘরের মাপ অনুযায়ী কিনতে হবে। অনেকেই হয়তো এই টনের মানে বোঝেন না। আসলে এই টন এসির সাইজ বা ওজনকে বোঝায় না। ১ টন এসি মানে হলো ১২০০০ বিটিইউ/আওয়ার, ১.৫ টন মানে হলো ১৮০০০ বিটিইউ/আওয়ার, এভাবে বাড়তে থাকে। এক টনের একটি এসি প্রতি ঘণ্টায় ঘর থেকে ১২০০০ বিটিইউ তাপ শোষণ করতে পারে। দুই টন এসি থাকা মানে প্রতি ঘণ্টায় ২৪ হাজার বিটিইউ তাপ বের করে দেওয়া। আরও সোজা করে বললে, এক টন বরফ এক ঘণ্টায় একটা ঘরের তাপমাত্রা যতটা ঠান্ডা করবে, এক টন এসির কার্যক্ষমতাও একই। তার মানে যত বেশি টন মানের এসি; তত বেশি কুলিং ক্ষমতা। এক টন এসি কথাটা তাই এসির ওজন থেকে নয়, বরং আগের এক টন বরফ গলিয়ে বাতাস ঠান্ডা করার রীতি থেকে এসেছে। তবে আপনার ঘরের জন্য কত টনের এসি কিনবেন, তা নির্ণয়ের সময় ঘরের আকার জানার পাশাপাশি ঘরটি কততম ফ্লোরে অবস্থিত, সূর্যের তাপ দেয়ালের কোন পাশে লাগে, ঘরে কতজন মানুষ থাকবে, ঘরে কোনো হিটিং জিনিসপত্র যেমন- ওভেন বা আয়রন ব্যবহার করবেন কি না, জানালা, দরজা, পর্দা, সিলিং, ফ্লোর- এসবের হিট কন্ডাকটিভিটি কেমন এসব বিষয় বিবেচনা করতে হবে। আপনার ঘর যদি ১০০-১২০ স্কয়ার ফুট হয়, সেক্ষেত্রে ১ টন এসি যথেষ্ট। ১২০-১৫০ স্কয়ার ফুট ঘরের জন্য প্রয়োজন ১.৫ টন এসি, ১৫০-২৫০ স্কয়ার ফুট বা তার বেশি আয়তনের ঘরের জন্য প্রয়োজন ২ টন ক্ষমতার এসি। আবার ঘর যদি ২৫১-৪০০ স্কয়ার ফিট বা তার চেয়ে বেশি আয়তনের হয় তাহলে ২.৫ টন বা তার থেকে বেশি টন এসি কিনতে পারেন। এছাড়া অনলাইনে এসি কেনার ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে বাড়তি খেয়াল রাখা দরকার। যেমন ডেলিভারি আর ইন্সটলেশন চার্জ কেমন, ওয়ারেন্টি ঠিকঠাক আছে কিনা এগুলো জেনে নেবেন।  এসি ব্যবহারের আগে আরও যা জানা দরকার দীর্ঘসময় এসি চালানো উচিত নয়। চালাতে হলে মাঝে কিছুক্ষণের বিরতি দিতে হবে। এসির আউটডোর ইউনিট এমন স্থানে রাখতে হবে যেন সেটা গাছ দিয়ে ঢাকা না থাকে। খোলামেলা ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখবেন এসির বাইরের অংশ। এসি বেশি ব্যবহৃত হলে ৬ মাসে একবার এবং কম ব্যবহৃত হলে বছরে একবার বিশেষজ্ঞ হাতে সার্ভিসিং করাতে হবে।
০১ মে ২০২৪, ১৩:১৮

‘আমি কিন্তু নায়িকার আগে গায়িকা’
বরাবরই অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে এবার নাটক, সিনেমা কিংবা সিরিজ নয়, গান গেয়ে তুমুল আলোচনায় তিনি। গেল ঈদুল ফিতরে ইত্যাদিতে তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩৯ নম্বরে রয়েছে। গানে তার সঙ্গে আরও কণ্ঠ মিলিয়েছেন তাহসান খান।  কবির বকুলের কথায় ‘রঙে রঙে রঙিন হব’ সুর ও সংগীত পরিচালনায় ছিলেন ইমরান মাহমুদুল। দারুন অভিনয় করেন ফারিণ। কিন্তু তিনি যে ভালো গানও করেন কেউই জানতেন না। এবার ইত্যাদিতে গান গাওয়ার মাধ্যমে প্রকাশ্যে এলো সেটা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে ফারিণ জানালেন, তিনি নায়িকার আগে গায়িকা। হয়তো অনেকেই বিষয়টা জানতেন না। অভিনেত্রী জানান, দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মায়ের ইচ্ছাতেই অনেকটা জোর করেই গান শেখানো হয় তাকে। মায়ের আগ্রহেই শিক্ষকের কাছে গান শিখতে শিখতে গানের প্রেমে পড়েন।  পরবর্তী সময়ে ঢাকায় এসেও সেই গানের চর্চা চালিয়ে গেছেন ফারিণ। কিন্তু হঠাৎ করেই অভিনয়ে পা বাড়ান। খুব অল্প সময়েই খ্যাতি পেয়ে যান তিনি। তাই অভিনয়ে ব্যস্ত হওয়ার কারণে গানের প্রতিভা সামনে আনার সুযোগ পাচ্ছিলেন না ফারিণ। অবশেষে ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ পেয়ে যেন হাত ছাড়া করলেন না এই অভিনেত্রী।   এদিকে অনেকেই ফারিণের নামের আগে ‘ভাইরাল গায়িকা’ যোগ করছেন অনেকেই। এ প্রসঙ্গে ফারিণ বলেন, আমি কিন্তু নায়িকার আগে গায়িকা। যশোর থেকে ঢাকায় এসেও আমি গানের গানের চর্চা করেছি। দিনের পর দিন গান শিখেছি। জাতীয়, বিভাগীয় পর্যায়ে গান করেছি। গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু অভিনয়ের কারণে গানের প্রতিভা এত দিন কেউ জানতে পারেনি।  তাহসানের সঙ্গে নাটকে অভিনয় করলেও প্রথমবার একসঙ্গে গান করার অনুভূতি ছিল একেবারেই আলাদা। দুজনই আলাদা করে গানের রেকর্ডিং করেছেন। যদিও কিছুটা ভয়ে ভয়ে রেকর্ডিংয়ে যান ফারিণ। সেখানে গিয়ে তাহসানের অংশের গান শুনেই চমকে ওঠেন তিনি। কারণ তাহসান এত উচ্চ স্বরে গান করেছেন, সেভাবে মিলিয়ে দ্বৈত গান করা অসম্ভব ফারিণের জন্য। তাই কিছু ভেবে না পেয়ে তাহসানকে ফোন দিয়ে অনুরোধ করতে হয়।   ফারিণ বলেন, আমি কী করব, বুঝতে পারছিলাম না। পরে তাহসান ভাইকে ফোন করি বলি, তাহসান ভাই, প্লিজ, এত লাউডে আমি গাইতে পারব না। পরে ভাইয়া আবার এসে গানটি গেয়ে যান। 
০১ মে ২০২৪, ১০:৩০

সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের
ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই নিউজিল্যান্ডের টি–টোয়েন্টি দলে অনিয়মিত কেন উইলিয়ামসন। তবে উইলিয়ামসনকে নেতৃত্বভার দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা সমৃদ্ধ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলবেন সবশেষ চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলা উইলিয়ামসন। কিউইদের সবশেষ ৩৫টি টি-টোয়েন্টির মধ্যে কেবল দুটি ম্যাচে খেলেছেন তিনি। এরপরও তার ওপরেই আস্থা রেখেছে কিউই টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে অধিনায়ক হিসেবে চতুর্থবার বিশ্বকাপে খেলবেন উইলিয়ামসন। দলের আরেক সদস্য টিম সাউদি তার চেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। এটি এই পেসারের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়া নিজের পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ট্রেন্ট বোল্ট। ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়েও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে জায়গা হয়নি ইনজুরিতে থাকা অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনের। ঘোষিত স্কোয়াডে ম্যাট হেনরি এবং রাচিন রবীন্দ্র এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি। রিজার্ভ হিসেবে রয়েছেন বেন সিয়ার্স।  এদিকে ১৯৯৯ বিশ্বকাপের সঙ্গে মিল রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দল নিয়ে কিউই হেড কোচ গ্যারি স্টেডের ভাষ্য, ‘আজ যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের সবাইকে আমার অভিনন্দন। বৈশ্বিক টুর্নামেন্টে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা বিশেষ।’ হেনরি ও রবীন্দ্রকে নিয়ে স্টেডের মন্তব্য, ‘দলে আসার জন্য বিবেচিত হতে ম্যাট (হেনরি) টি–টোয়েন্টিতে তার স্কিল নিয়ে কঠোর পরিশ্রম করেছে। আর গত ১২ মাসে রাচিন (রবীন্দ্র) যা কিছু করছে, সবকিছু ঠিকঠাকই ছিল।’ উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ১ মে। তবে কোনো কারণ ছাড়াই আগামী ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। বিশ্বকাপের নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি। রিজার্ভ : বেন সিয়ার্স।
২৯ এপ্রিল ২০২৪, ১৩:২৩

বিশ্বকাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান
সাদা বলের দুই ফরম্যাটে জন্য দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন এবং টেস্ট দলের জন্য অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মে মাসে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে দলের দায়িত্ব বুঝে নেবেন কারস্টেন। অন্যদিকে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের দেখভাল করবেন গিলেস্পি। প্রথমবারের মতো ভিন্ন-ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ দিলো পিসিবি। কোচ নিয়োগের বিষয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির ভাষ্য, ‘কারস্টেন এবং গিলেস্পি দুজনেই জনপ্রিয় এবং অভিজ্ঞ কোচ। তাদের নিয়োগ আমাদের দলের ওপর আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা ফুটিয়ে তোলে।’ ক্রিকেট ক্যারিয়ারে ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্ট এবং ১৮৫ ওয়ানডে খেলেছেন কারস্টেন। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতের কোচ ছিলেন তিনি। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের কোচের দায়িত্ব পালন করছেন ৫৬ বছর বয়সী কারস্টেন। আগামী মাসে ইংল্যান্ড সফরে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন তিনি। কারস্টেনের ভাষ্য, ‘দলের বর্তমান অবস্থা বুঝতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা সাজানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী মেগা ইভেন্টগুলো জয় করা চ্যালেঞ্জিং ও মূল উদ্দেশ্য। সেটা জুনে আসন্ন টুর্নামেন্ট বা ভবিষ্যতের অন্য কোনো ইভেন্ট হোক। এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারাটা হবে অসাধারণ কিছু।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট ক্যারিয়ারে ৭১ টেস্ট এবং ৯৭ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৪৯ বছর বয়সী গিলেস্পি। ২০১৪ এবং ২০১৫ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ইর্য়শায়ারের কোচ ছিলেন গিলেস্পি। ৪৯ বছর বয়সী গিলেস্পির মন্তব্য, ‘পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব পালন করা যেকোনো কোচের জন্য বড় প্রাপ্তি। আমি বুঝতে পারি, সেখানে প্রত্যাশা আছে এবং এটি দায়িত্বের মাধ্যমেই আসে। আমি যা করতে পারি, তা হলো এটিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং আমি যদি মনে করতাম, এটি সামলাতে পারবো না; তাহলে আমি এ কাজটি নিতাম না।’ এদিকে কারস্টেন এবং গিলেস্পির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন আজহার। ২-২ সমতায় শেষ হয় সিরিজটি। চলতি বছরের শেষ দিকে ঘরের মাঠে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন গিলেস্পি। গত ফেব্রুয়ারিতে পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এনেছেন নকভি। নির্বাচক কমিটিতে পরিবর্তনের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে সাদা বলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ড সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেবে তারা।
২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৬

বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে আলাদা গ্রুপে খেলবে বাংলাদেশ ও ভারত। তবে এই মহাযজ্ঞের আগেই রোহিত শর্মার দলের মুখোমুখি হবে টাইগাররা। নিউইয়র্কে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে প্রতিবেশী দেশের বিপক্ষে খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি ও বিসিবি। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম। জানা গেছে, আসন্ন এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ একদম নিশ্চিত। তবে আইসিসি থেকে এই বিষয়ে চূড়ান্তভাবে জানানোর আগে এই বিষয়ে মন্তব্যে নারাজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।  এদিকে আইসিসির প্রতিটি ইভেন্টের আগে প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। তবে এবার যৌথ আয়োজক ও খরচ অনেক ব্যয়বহুল বিবেচনায় এই নিয়মে কিছুটা শিথিলতা আনা হচ্ছে। কোনো দল চাইলে সর্বোচ্চ দুটি, আবার একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে। অন্যদিকে বৈশ্বিক এই মহাযজ্ঞের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে শান্তর দল। আগামী ২১, ২৩ ও ২৫ মে গড়াবে ম্যাচ তিনটি। আর প্রস্তুতি ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ ২৮ মে ও ১ জুন।  তাই ভ্রমণক্লান্তি বিবেচনায় বিশ্বমঞ্চের আগে বাংলাদেশ দুটি নাকি একটি ম্যাচ খেলবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। মূলত প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও টিম ম্যানেজমেন্টের ওপরই বিষয়টা পুরোপুরি নির্ভর করছে।
২৮ এপ্রিল ২০২৪, ১৩:০০

ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
গত বছর নারী বিশ্বকাপের পর চুমু-কাণ্ডে ফেডারেশনের প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। এরপর দুর্নীতির অভিযোগে আটক হন তিনি। এরপর থেকেই অস্থিরতা চলছে স্প্যানিশ ফুটবলে। চলতি বছর জুনে জামার্নিতে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ। তবে তার আগেই বিপাকে পড়তে পারে স্পেনের ফুটবল।  নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ফুটবল ফেডারেশন চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় দেশটির সরকার এই বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি)।  গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেয় স্পেনের সরকারি সংস্থা সিএসডি। বিবৃতিতে বলা হয়, আরএফইএফ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা ঠিক করতে এবং সংস্থাটির পুনর্জাগরণ ঘটাতে স্পেন সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেশনের তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্বের জন্য এ কমিশনের নেতৃত্বে থাকবেন স্বীকৃত মর্যাদাবান স্বতন্ত্র ব্যক্তিরা। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মে রয়েছে, ফুটবল ফেডারেশন মূলত স্বায়িত্বশাসিত থাকে। কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বৈধ নয়। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে সরকারের হস্তক্ষেপের দায়ে নিষিদ্ধ হতে পারে স্পেন ফুটবলের কার্যক্রম।  এমন ঘটনার পর ফিফা ও ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবলের কার্যক্রম এবং দেশটির ফেডারেশনের পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। এক যৌথ বিবৃতিতে দুই সংস্থা জানিয়েছে, সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে।’ এদিকে স্প্যানিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরএফইএফের প্রধানের পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পেদ্রো রোচা। তবে বিশেষ কমিটি গঠনের পর বেকায়দায় আছেন তিনি।  গত মাসে আদালতে এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রোচার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন বিচারক। আন্তর্জাতিক ক্রীড়া আদালত অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্টের রায় আসার আগে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সিএসডিও। যদিও আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৬ এপ্রিল ২০২৪, ২১:২৬

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
আর মাত্র দেড় মাস পরেই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের আসর শুরু আগে বড় দুঃসংবাদ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারণে চলতি মৌসুম থেকে ছিটকে গিয়েছেন দলের তরুণ ফুটবলার এনজো ফার্নান্দেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে খেলছেন তিনি। কুঁচকির সমস্যার জন্য  অস্ত্রোপচার করিয়েছেন এই মিডফিল্ডার। এক বিবৃতিতে গতকাল (বৃহস্পতিবার) ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে চেলসি।  বিবৃতিতে তারা জানিয়েছে, কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন। এদিকে আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা টুর্নামেন্ট। ফলে এই টুর্নামেন্টে এই আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি।  আসন্ন কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে আর্জেন্টিনা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা।  সবশেষ ২০২১ সালে ব্রাজিলে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।
২৬ এপ্রিল ২০২৪, ১৬:২৯

পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রের মূলহোতা অসিম গাইনের হয়ে ঢাবির জগন্নাথ হলে বসে প্রশ্নের সমাধান করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের দুই আবাসিক শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র। পরীক্ষা শুরুর আগেই এসব সমাধান করা প্রশ্ন পৌঁছে যেত পরীক্ষার্থীদের হাতে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ডিবিপ্রধান বলেন, গত রোববার ঢাবির ক্যাম্পাস থেকে জ্যোতির্ময় ও সুজনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। তাদের দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে বুধবার (২৪ এপ্রিল) মাদারীপুর থেকে পরীক্ষার্থী মনিষ গাইন, পঙ্কজ গাইন ও লাভলী মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে মনিষ ও পংকজ পুলিশ হেফাজতে দুই দিনের রিমান্ডে রয়েছে। আর লাভলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বলেন, গত ২৯ মার্চ অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের ২১ জেলার সাড়ে তিন লাখ পরীক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষা চলাকালে প্রশ্নের উত্তরপত্র ও ডিভাইসসহ মাদারীপুরে সাতজন ও রাজবাড়ীতে একজন শিক্ষার্থীকে আটক করা হয়। দুটি ঘটনায় পৃথক মামলা করেন সংশ্লিষ্টরা। এরমধ্যে রাজবাড়ীতে আটক হওয়া পরীক্ষার্থী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরীক্ষার্থীদের বরাত দিয়ে হারুন অর রশীদ জানান, পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়েছেন তারা। প্রশ্ন প্রতি ১২ থেকে ১৫ হাজার টাকার বিনিময় সমাধান করিয়ে নেন চক্রের হোতা অসিম গাইন। এ প্রস্তাবে জ্যোতির্ময় ও সুজনসহ সাতজন জগন্নাথ হলের জ্যোতির্ময়গুহ ঠাকুরতা ভবনের ২২৪ রুমে বসে প্রশ্নের সমাধান করে পাঠান। চাকরির বয়স শেষের দিকে এমন পরীক্ষার্থীদের টার্গেট করে তাদের সঙ্গে দুই-তিন মাস আগ থেকেই যোগাযোগ শুরু করে চক্রটি। তাদের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ থেকে ১৪ লাখ টাকায় চুক্তি করতো। পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দিতো অসিম। তাদের সমাধান করে দেওয়া প্রশ্নের মধ্যে ৭২ থেকে ৭৫টি সঠিক থাকতো। তিনি বলেন, মাদারীপুরের রাজৈর এলাকার অসিম গাইন চক্রের হোতা। তিনি আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন। এতে অল্পদিনে কয়েক শ’ কোটি টাকা আয় করেছেন। এলাকায় রাজনৈতিক প্রভাব থাকা অসিমের মানবপাচার, হুন্ডি ব্যবসা ও ডিশের ব্যবসা রয়েছে। যেখানে তিনি প্রশ্ন ফাঁস করে আয় করা টাকা বিনিয়োগ করেছেন। বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। জড়িত কেউ ছাড় পাবে না। 
২৫ এপ্রিল ২০২৪, ২৩:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়