• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
‌‘মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’
‘যেভাবে মাদক বিস্তার লাভ করছে, তাতে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা মাদক উৎপাদন করি না। বিভিন্ন দেশ থেকে এসব মাদক আসে। এর ক্ষতির শিকার হচ্ছে আমাদের যুব সমাজ। আমাদের সব স্বপ্ন তাদের হাতে। তাদের যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের সব স্বপ্ন বিফলে যাবে। যেভাবে মাদক বিস্তার লাভ করছে, তাতে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি। ঐশীর কথা আমাদের নিশ্চয় মনে আছে। সে জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছি।’ তিনি বলেন, ‘আমরা তিনভাবে মাদক নিয়ন্ত্রণ করে থাকি। মূল টার্গেট চাহিদা ও সাপ্লাই কমানো। যে কারণে আমরা সর্বাত্মকভাবে প্রচার করছি— এর ভয়াবহতার বিষয়ে। নেশা করলে সমাজে ও মানসিকভাবে ধিক্কৃত হতে হয়। একটা পরিবারে যদি কোনো মাদকাসক্ত সন্তান থাকে সেক্ষেত্রে সেই পরিবারের যে কী অবস্থা হয়, তা আমরা জানি। এসব নিয়ে আমরা কাজ করছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো এ নিয়ে কাজ করছে।’ সব ধরনের অভিযান এক ছাতার নিচে নিয়ে আসা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে যেসব অভিযান চলছে, যারা যারা অভিযানগুলো করছেন, তারা নিজস্ব আঙ্গিকে নিজ নিজ দায়িত্বে করছেন। সেজন্য আমরা চিন্তা করছি, সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসে এককভাবে এসব অভিযান পরিচালনা করার।’
২১ মার্চ ২০২৪, ২২:০৯

অচেতন অবস্থায় ৪৫ জনকে ঢামেক পাঠানো হয়েছে : ফায়ার সার্ভিস
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুনের ঘটনায় অচেতন অবস্থায় ৪৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এদিকে আগুনের ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এর আগে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুন ১৩ ইউনিটের চেষ্টায় দীর্ঘ দুই ঘণ্টা পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে অচেতন অবস্থায় ৪৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুনের এ ঘটনা ঘটে। পরে ৯টা ৫৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করে আনসার পুলিশ ও র‌্যাব। এছাড়াও উদ্ধার কার্যক্রমে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।
০১ মার্চ ২০২৪, ০২:৩০

চলন্ত অবস্থায় ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন
ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, দ্রুত ট্রেনটির সঙ্গে বগি তিনটি জোড়া লাগানো হবে। এর পরেই ট্রেনটি রওনা দেবে। 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

স্কুলের পুকুরে ব্যান্ডেজ বাধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, আজ সকালে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক কিশোরের মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে রাজপাড়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।   মৃত ওই কিশোরের নাম নাবিদুল ইসলাম অনুপম (১৫)। তিনি নগরীর তেরখাদিয়ার মধ্যপাড়া এলাকায় তার নানির বাড়িতে থাকতেন। মৃত নাবিদুলের স্বজনরা জানান, নাবিদুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এরইমধ্যে তিনি নিজের গায়ে আগুন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একবার ভর্তিও হয়েছিলেন। হঠাৎ আজ সকালে সবার চোখকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান নাবিদ। পরে তার মরদেহ পুকুরে পাওয়া যায়।  এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হক জানান, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭

নামাজে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় একজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের ১৩ নং ওয়ার্ডের আল ফারুক একাডেমি সংলগ্ন বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম ভোলা কোরাইশী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি বাঁশবাড়ী পুরাতন কিলখানা মহল্লার বাসিন্দা মৃত খয়রাতী কোরাইশীর তৃতীয় ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি পেশায় একজন গোশত ব্যবসায়ী (কসাই) ছিলেন। শহরের রেলওয়ে কারখানা গেট বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরে বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। সেখানে সুন্নত নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লিরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে ফরজ নামাজ শেষ করে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন। মরহুমের ছোট ভাই সৈয়দপুর গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) জানান, বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বছরই সপ্তাহে ৩ দিন নফল রোজা পালন করতেন। সম্প্রতি তিনি নামাজের পর প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কাছে সহীহ পদ্ধতিতে কোরআন শরিফ পড়া শিখতেন। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ এশা রিজভীয়া জামে মসজিদ প্রাঙ্গণে নতুবা জায়গা সংকুলান না হলে পাশেই আল ফারুক একাডেমি মাঠে আদায় করা হবে এবং মরহুমকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে। এমন মৃত্যুর খবরে শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। লোকজন দলে দলে মরদেহ দেখতে ভিড় করছেন মরহুমের বাড়িতে। সৈয়দপুর উপজেলা গোশত ব্যবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করে মরহুমের সম্মানে আজ দিনভর তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি, বিশিষ্টজন, ব্যবসায়ীগণ গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৭

ইবিতে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৭টায় এসব ককটেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তারক্ষীরা জানান, বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত ক্যাম্পাসে ছয়টি ককটেল পাওয়া গেছে। এরমধ্যে রাতে লালন শাহ হলের পকেট গেটে দুইটি এবং সকালে জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুইটি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি ককটেল পাওয়া গেছে। পুলিশের সহযোগিতায় সবগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, গভীর রাতে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্যটি জানতে পারি। এখন পর্যন্ত ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। ইবি থানা পুলিশের সহায়তায় সবগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ক্যাম্পাস খোলার পরেই এমন ঘটনা আতঙ্কজনক। স্পেশাল টিম এনে পুরো ক্যাম্পাসে অভিযান চালানো হবে।
১২ জানুয়ারি ২০২৪, ১২:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়