• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
বিপাকে ‘ময়দান’, মুক্তির আগেই অজয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ
অজয় দেবগনের সিনেমা মানেই হিট। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে অজয় অভিনীত ‘ময়দান’ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই বিপাকে পড়েছে সিনেমাটি। শুধু তাই নয়, মুক্তির আগেই আইনি নোটিশও পাঠানো হয়েছে সিনেমার নির্মাতাদের।    জানা গেছে, অজয়সহ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছে। অনিল কুমার নামে একজন চিত্রনাট্যকার এই অভিযোগ এনেছেন। এমনকি মামলা দায়ের করার পর মহীশূরের একটি আদালত সিনেমাটি মুক্তির উপর স্থগিতাদেশ জারি করেছে। অনিলের দাবি, ১৯৫০ সালে ফুটবল দলের বিশ্বকাপ না খেলাকে কেন্দ্র করে তিনি একটি গল্প লেখেন। ২০১০ সালে গল্পটি সেটি মুম্বাইতে রেজিস্ট্রেশন করান তিনি।  জানা গেছে, চিত্রনাট্য লেখার পর ২০১৯ সালে ‘ময়দান’ সিনেমার সহ-পরিচালক সুখদাস সূর্যবংশী তাকে মুম্বাইতে ডেকে পাঠান। অনিল তাকে সম্পূর্ণ গল্পটিও শোনান। সেসময় অনিলকে নাকি বলা হয়েছিল, সিনেমাটি তৈরি হলে আমির খান প্রযোজনা করবেন। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি।       অনিল আরও দাবি করেন, ‘ময়দান’ সিনেমার ট্রেলার এবং অভিনয়শিল্পীদের সাক্ষাৎকার পড়ে তিনি এখন বুঝতে পেরেছেন, যে তার শোনানো গল্প থেকেই নির্মিত হয়েছে সিনেমাটি। গণমাধ্যমকে তিনি বলেন, বুঝেছি, ওরা মূল গল্পের কিছুটা পরিবর্তন করেছেন মাত্র। বাকিটা সবটাই আমার।    অনিল নাকি তার গল্পের নাম রাখেন ‘পদকন্দুক’। মহীশূর আদালত আপাতত সিনেমার অমিত শর্মা, প্রযোজক এবং চিত্রনাট্যকারদের আইনি নোটিশ পাঠিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ এপ্রিল। তবে মামলা করা হলেও, সিনেমাটির মুক্তি এখনও পর্যন্ত ১১ এপ্রিলই চূড়ান্ত রয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মত— নির্মাতারা এই চুরির অভিযোগের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে সকল সমস্যা সমাধান করে নিতে পারেন। সূত্র : আনন্দবাজার      
১১ এপ্রিল ২০২৪, ১০:০৯

ঈদে পর্দা মাতাবেন অক্ষয়-অজয়
বলিউডের জনপ্রিয় দুই তারকা অজয় দেবগন ও অক্ষয় কুমার। তারা দুজনই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। দুজনেই ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। বরাবরই এই দুই তারকার সিনেমা দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। এবার আসন্ন ঈদে মুখোমুখি হতে যাচ্ছেন তারা।   আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় অভিনীত সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। কাজের ক্ষেত্রে বরাবরই যে নিজের পেশাদারিত্ব বজায় রাখেন, সেটা আবারও এই সিনেমার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি।   আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়েই পা ভেঙে ফেলেন অক্ষয়। অভিনেতার পা ভেঙেছে, তাতে কী! শুটিং তো আর বন্ধ থাকবে না। সময়মতো যাতে প্রযোজক সিনেমাটি মুক্তি দিতে পারেন, তাই ভাঙা পা নিয়ে বাকি শুটিং শেষ করেন এই অভিনেতা।  সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে প্যারালাল চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাদের নায়িকা সাবেক বিশ্বসুন্দরী মানসী চিল্লার। আগামী ১০ এপ্রিল ঈদ উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।   অন্যদিকে একই সময় ঈদ উপলক্ষে মুক্তি পাবে অজয় অভিনীত সিনেমা ‘ময়দান’। ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বর্তমানে সিনেমা হলে চলছে তার অভিনীত সিনেমা ‘শয়তান’। বক্স-অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। এবার আসছেন ‘ময়দান’ নিয়ে। এটি নিয়েও যে বক্স-অফিস দখলে রাখবেন সেটা আন্দাজ করাই যায়। এর অবশ্য কারণও আছে। গেল কয়েক বছর ধরে চলচ্চিত্র বাজারে মন্দাভাব যাচ্ছে অক্ষয়ের। বর্তমানে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। কিন্তু এতে যে অজয় বাগড়া দেবেন সেটা নিশ্চিত। কারণ ব্যাক টু ব্যাক হিটের অপেক্ষায় তিনি। আর এ কারণেই ভাঙা পা নিয়েই শুটিং চালিয়ে গেছেন তিনি। যদি সিনেমাপ্রেমীদের সহানুভূতি পাওয়া যায়! তাই টাইগারকে সঙ্গে নিয়ে জমিয়ে এই সিনেমার প্রচারণা করছেন অক্ষয়। অন্যদিকে অজয়ও বসে নেই। যেখানেই যাচ্ছেন ‘শয়তান’র পাশাপাশি ‘ময়দান সিনেমার প্রচারণাও করছেন।
০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫

আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার অজয় দেবগন
বলিউড অভিনেতা অজয় দেবগন। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। ‘ময়দান’, ‘সিংহম আগেন’ প্রভৃতি সিনেমাতে পরপর দেখা যাবে অভিনেতাকে। ইতোমধ্যে বক্স অফিসে ইতিবাচক ফলের দিকে এগোচ্ছে ‘শয়তান’। তবে জানেন কি, বলিউডের এই অ্যাকশন হিরোকে পড়তে হয়েছিল পুলিশের হাতে? প্রেপ্তারও হন অভিনেতা। কী এমন অপরাধ করেছিলেন অজয়? অভিনেতা একা নন, তার সঙ্গে প্রেপ্তার হয়েছিলেন বিন্দু দারা সিংহও। ঘটনাটি হোলির দিনের। সেই সময় জিপ গাড়িতে চেপে গোটা মুম্বাই ঘুরে বেড়াতেন অভিনেতা। দোলের দিন বেশ কিছু বন্ধুবান্ধবকে গাড়িতে বসিয়ে ঘুরতে বার হন। এই আবহেই অভিনেতা বন্ধুদের জোরাজুরিতে মদের দোকানের সামনে নামেন পানীয় কিনতে। সেই সময় বেশ কিছু পুলিশ পিছু নেন তাদের। পানীয় কিনে গাড়িতে ওঠার সময় অজয়ের পায়ের কাছে গোঁজা বন্দুক চোখে পড়ে পুলিশের। শুধু আগ্নেয়াস্ত্র নয়, অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার। তাতেই প্রেপ্তার হতে হয় অভিনেতাকে। যদিও পরে অবশ্য পুলিশকে অভিনেতা জানান, ওই বন্দুক তার নয়, এবং আসলও নয়। সেটি ছিল তার বাবা বীরু দেবগনের সিনেমার ‘প্রপ্‌’। ঘটনাটি যে সময়কার। তখন কলেজে পড়ছেন অজয়। তার বাবা সেই সময় হিন্দি সিনেমা জগতের খ্যাতনামা অ্যাকশন পরিচালক। শেষে অজয়ের কথা সঠিক প্রমাণ হতেই পুলিশ ছেড়ে দেয় অজয় ও বিন্দুসহ তাদের গোটা দলকে।
১০ মার্চ ২০২৪, ১৭:০০

হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের প্রথিতযশা এই শাস্ত্রীয় সংগীতশিল্পী।  ভারতীয় গণমাধ্যমের সূত্র হতে জানা যায়, বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী। এই গায়কের তিনটি আর্টারিতে ব্লকেজ পাওয়া গেছে। তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।     অজয় চক্রবর্তীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে ও গায়িকা কৌশিকী চক্রবর্তী। তিনি বলেন, বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তবে আপাতত চিন্তার কোনো কারণ নেই। এমনিতে ঠিক আছেন বাবা। কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন অজয় চক্রবর্তী? এমন প্রশ্নের জবাবে কৌশিকী বলেন, সেটা এখনই বলতে পারছি না। চিকিৎসকরা ভালো বলতে পারবেন। তবে আবারও বলছি, কোনো ভুল খবর যেন না ছড়ানো হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে এটাই আমাদের অনুরোধ। সংগীত ক্যারিয়ারে শতাধিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে অজয় চক্রবর্তীর। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকেই তার অধিকাংশই অ্যালবাম বের হয়েছে। এই রেকর্ডগুলোতে বিশুদ্ধ শাস্ত্রীয় সুরের সম্মিলন ঘটেছে। এ ছাড়া ঠুমরি, দাদরা, ভজন এবং শ্যামাসংগীতের ন্যায় আধ্যাত্মিক গানও অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম সংগীত কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয় অজয় চক্রবর্তীকে। এই গায়কের প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে অনেক সম্মাননা। এর মধ্যে রয়েছে— পদ্মশ্রী পুরস্কার (২০১১), দিল্লির সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার (২০০০), জাতীয় পুরস্কার কুমার গৌরব (১৯৯৩) প্রভৃতি।  সূত্র : নিউজ১৮
০৮ মার্চ ২০২৪, ১৪:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়