• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo
সৃজিতের শুটিং সেটে রক্তাক্ত অভিনেতা
পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জির ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমার শুটিং করছিলেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। সোমবার (১০ জুন) শুটিংয়ের প্রথমদিনই ভয়ংকর দুর্ঘটনার শিকার হলেন তিনি।   জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ বর্ষীয়ান এই অভিনেতার ওপর আমচকাই ভেঙে পড়ে কাঁচ। মুহূর্তেই সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। এই অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বাংলা থিয়েটারের পরিচিত মুখ ফাল্গুনী। ছোটপর্দাতেও দাপটের সঙ্গেই দেখা মেলে তার। তার আরও একটি পরিচয় হচ্ছে— অভিনেতা আবির চট্টোপাধ্যায় তার ছেলে।   বন্ধু পরমব্রতের কাছ থেকে বাবার আহত হওয়ার খবর পান আবির। সৃজিতের এই সিনেমায় অভিনয় করছেন পরমব্রতও। তিনিও সে সময় সেটেই ছিলেন। দুর্ঘটনার সময় জিমে ছিলেন আবির। খবরটি পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান তিনি।   দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন ফাল্গুনী। অভিনেতার ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে। চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন গোসল করতে নিষেধ করেছেন। পাশাপাশি বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে।   চিকিৎসা শেষে আপতত বাবাকে নিয়ে বাড়ি ফিরেছেন আবির। তবে হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও শুটিং নিয়েই চিন্তায় ছিলেন ফাল্গুনী।  প্রসঙ্গত, সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’সিনেমায় ফাল্গুনী- পরমব্রত ছাড়া আরও অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্ররা। সূত্র: আনন্দবাজার
১১ জুন ২০২৪, ১২:২৪

আহত হয়েও শুটিং চালিয়ে যান অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’-এ অভিনয় করেছেন নাম ভূমিকায়। এই সিরিজের দৃশ্যধারণের সময় গুরুতর আহত তিনি। কিন্তু পুরো ইউনিটের ক্ষতি হবে ভেবে চালিয়ে যান শুটিং।  সিরিজটির পরিচালক শিহাব শাহীন বলেন, শুটিংয়ের সময় হঠাৎ করেই গুরুতরভাবে আহত হন অপূর্ব। সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিস্ট এসে প্রাথমিকভাবে  চিকিৎসা দিলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। পরে চিকিৎসক দ্রুত পেইন কিলার ইনজেকশন দেওয়ার পর তিনি কিছুটা স্বাভাবিক হন। এ সময় তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়। কিন্তু শুটিংয়ের ক্ষতি হবে ভেবে তিনি কাজ চলমান রাখেন।   তিনি আরও বলেন, এরপর টানা কয়েকদিন শুটিং ছিল। কিন্তু অপূর্ব বিরতি নেননি। তিনি এমনই। কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড। পাশাপাশি নিজের আগে অন্য সবার কথা চিন্তা করেন। এটাই তার গুণ।  বিষয়টি নিয়ে অপূর্ব বলেন, শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না। একটা কাজের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকেন। তাদের কথাও ভাবতে হবে। তাছাড়া আমার অনেক আগে থেকেই ব্যাকপেইনের সমস্যা। তার মধ্যে ওইদিন আহত হওয়া, সবকিছু মিলিয়ে খুব পেইন হচ্ছিল। পরে পেইন কিলার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই। প্রসঙ্গত, স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’-এ অপূর্ব ছাড়াও সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, রাশেদ মামুন অপু, নাজমুস সাকিব, সাবরিন আজাদ প্রমুখ অভিনয় করেছেন। সব ঠিক থাকলে আগামী ১৩ জুন সিরিজটি মুক্তি পাবে। 
৩১ মে ২০২৪, ১৫:০২

সেই নগ্ন দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুললেন আমির
পুরোনো মডেলের একটি রেডিও দিয়ে লজ্জাস্থান ঢেকে রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা আমির খান। ‘পিকে’ সিনেমার পোস্টারে ঠিক এমন লুকেই দেখা যায় তাকে। সিনেমাটি মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল বক্সঅফিসে। সম্প্রতি সেই নগ্ন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আমির।  ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজকুমার হিরানি নির্মিত সিনেমা ‘পিকে’। মুক্তির পর সুপারডুপার হিট হয় এটি। তবে সিনেমা মুক্তির আগে পোস্টারে আমিরকে নগ্ন অবস্থায় দেখে শুরু হয় ব্যাপক আলোচনা। সমালোচনাও কম সইতে হয়নি আমিরকে। কিন্তু এই নগ্ন দৃশ্যের শুটিং কীভাবে করেছিলেন আমির? এবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন আমির। অভিনেতা বলেন, শুটিংয়ের দিন শর্টস পরে রেডিও নিয়ে বের হই। রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, সেটে কোনো মুঠোফোন রাখা যাবে না। তাই সবার ফোনই নিয়ে নেওয়া হয়েছিল। দৃশ্যটিতে আমি দৌড়াতে শুরু করি। যতক্ষণ হাঁটছিলাম, ততক্ষণ ঠিকই ছিল। কিন্তু যখনই দৌড়াতে শুরু করি…তখনই হেসে ফেলি।    আমির বলেন, যখন দৌড়াতে শুরু করি তখনই আমার শর্টস খুলে যায়।  কারণ, এটি টেপ দিয়ে আটকানো ছিল। শট দিতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। জোরে দৌড়ানোর চেষ্টা করলেও পারিনি। কয়েকবার চেষ্টা করার পর আমি নির্মাতাকে বলি, এটা (শর্টস) খুলে দাও। মূলত নিখুঁত শট দিতে চেয়েছিলাম আমি। এজন্য সবাইকে ক্যামেরার পেছনে যেতে বলে। তারপরেই দৌড়াতে শুরু করি। তিনি আরও বলেন, নগ্ন হয়ে সেটে হাঁটতে আমি অভ্যস্ত নই। তাই বিষয়টি খুবই বিদঘুটে লাগছিল। কাজটি করতে গিয়ে উদ্বিগ্ন ছিলাম আমি। কারণ, সবাই এটি দেখবে। আমি খুব বিব্রত ছিলাম।  প্রসঙ্গত, আমির ছাড়া ‘পিকে’ সিনেমায় আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ। সূত্র: ইন্ডিয়া টুডে
৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৭

‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং সেটে ভয়াবহ আগুন
ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’ ও ‘সারেগামাপা’র শুটিং সেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজারহাটের ডিআরআর স্টুডিওতে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অল্প সময়ের মধ্যেই ভস্মীভূত হয়েছে মেকআপ ভ্যানগুলো। এর আগে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। পাশের একটি টিন শেডেও পৌঁছে যায় তা। মেকআপ ভ্যানের এসি থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন লাগার বিষয়টি বুঝতে পারা মাত্রই স্টুডিওর কর্মীরা পাশের জলাশয় থেকে পানি এনে নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে যান। কিন্তু ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন পৌঁছাতে পৌঁছাতে স্টুডিওর মেকআপ ভ্যান দুটি ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ফলে উত্তেজনা ছড়ায়। আপাতত ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এদিনই স্টুডিওটিতে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘সারেগামাপা’র। এ ব্যাপারে অনুষ্ঠানটির পরিচালক অভিজিৎ সেন বলেন, আমি মাত্রই দিল্লি থেকে ফিরেছি। এ জন্য এখনই কিছু বলতে পারছি না।
২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা চোপড়া
শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আহত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘হেডস অব স্টেট’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা।  মূলত ‘হেডস অব স্টেট’র সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ইনস্টাগ্রামে রক্তাক্ত মুখের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন— ‘জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে!’ ওই ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার কপাল ও গালের একপাশে ছোপ ছোপ রক্তের দাগ। চোখে মুখে ক্লান্তি। এদিকে অভিনেত্রীর এমন ছবি দেখে বেশ চমকে গেছেন তার ভক্তরা।  জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কার সঙ্গে তার মেয়ে মালতিও রয়েছে। সিনেমার শুটিংয়ের ফাঁকে মেয়ের সঙ্গে ভালো সময়ও কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ফ্রান্সে এদিক ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গেছে মা ও মেয়েকে।      প্রসঙ্গত, ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে মালতী নামের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরই পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। ক্যারিয়ারে ইতোমধ্যে একাধিক হলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনেত্রীকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ সিনেমায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে।      
১৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৫

শুটিং শেষে ফেরার পথে খল অভিনেতার মৃত্যু
কয়েক দিন আগেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মালয়ালাম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা সুজিত রাজেন্দ্রনের মৃত্যু হয়। ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে ফের দুঃসংবাদ। এবার সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা সুরজ মেহের। বুধবার (১০ এপ্রিল) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার বিকেলে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে পিপেদুলার কাছে সরাসিওয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শুটিং শেষ করে ফেরার সময় একটি পিকআপের সঙ্গে সংঘর্ঘ হয় অভিনেতার গাড়ির। এতে দুমরে-মুচড়ে যায় তার গাড়িটি। দুর্ঘটনায় অভিনেতা সুরজ গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অভিনেতাকে। জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। এছাড়া বুধবার বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর জানতে পারেন অভিনেতার পরিবারের সদস্যরা। পরে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এদিকে ওই দিনই উড়িষ্যার বাথলিতে বাগদান হওয়ার কথা ছিল অভিনেতা সুরজের। বিলাসপুরের সারিয়া গ্রামের বাসিন্দা তিনি। এ কারণে দিনটি বিশেষ ছিল অভিনেতার কাছে। আর বিশেষ দিনটিতেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মৃত্যু হলো তার। এদিন ‘আখেরি ফয়সালা’র শুটিং করছিলেন সুরজ। তিনি ছত্তিশগড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে খলঅভিনেতার চরিত্রে বেশি অভিনয় করতেন। এ কারণে খল-তারকা হিসেবেই পরিচিত ছিল তার।  
১২ এপ্রিল ২০২৪, ১৮:০৭

থানচিতে গোলাগুলির মধ্যে আটকা শ্যামল মাওলাসহ শুটিং ইউনিট
বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। তার ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করছে ‘নাদান’ সিনেমার শুটিং ইউনিট। গত ১ এপ্রিল বান্দরবানের থানচিতে যান অভিনেতা শ্যামল মাওলা, তার স্ত্রী মাহা, সিনেমাটির পরিচালক ফরহাদ চৌধুরী, অভিনেতা এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খানসহ বেশ কয়েকজন। টানা দুই দিন কাজ করার পর আজ (৩ এপ্রিল) দুপুরে তারা বিপাকে পড়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং ইউনিটের বেশ কয়েকজন। জানিয়েছেন, তাদের হোটেলে ৪০-৫০ রাউন্ড গুলি এসে লেগেছে। তারা বেশ তটস্থ হয়ে পড়েছেন। সাইফ খান বলেন, হুট করেই আজ সকাল থেকে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। আমরা হোটেলে অবরুদ্ধ আছি। আশা করছি, ঘণ্টা খানেকের মধ্যে এই স্থান ত্যাগ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।  তিনি জানান, পুলিশ তাদের জানিয়েছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন এ গোলাগুলি চালাচ্ছে। এদিকে বান্দরবানে যাওয়ার পর থেকেই শ্যামল মাওলার ফোন বন্ধ।  প্রসঙ্গত, বুধবার (৩ মার্চ)  দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংকে ঢুকে পড়ে। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না, বা কত টাকা লুট হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। এর আগে মঙ্গলবার ( ২ মার্চ) রাত নয়টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে হামলা চালায়। সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
০৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৭

শিল্পী সমিতির পিকনিকে পানির হাহাকার!
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন শনিবার (০২ মার্চ)। চলতি বছর ঢাকার অদূরে আশুলিয়া প্রিয়াঙ্কা শুটিং হাউজে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। তবে সকাল থেকেই এই বনভোজন তারকা শূন্য।    বনভোজনের অভ্যর্থনা গেটে বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন অনেকেই। পিকনিকের মূল ফটকে অতিরিক্ত শিল্পী রাখা হয়েছে। তারা কার্ড চেক করে শিল্পী ও অতিথিদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন।  এতে অনেক ক্ষোভ জানিয়েছেন তারকা শিল্পী। সকাল থেকেই পানির জন্য হাহাকার দেখা গেছে। সকালের নাস্তায় খোলা পানি পরিবেশন করা হয়েছে। দুপুরে খাবারের জন্য ঢাকা থেকে পানি আনা হচ্ছে। পানি এলেই দুপুরের খাবার পরিবেশন করা হবে। অনেকেই পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।  নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পী সমিতির এক শিল্পী বলেন, অনেকক্ষণ ধরে পানি চাচ্ছি কিন্তু পাচ্ছি না। পানি এলে খাবার পরিবেশন করা হবে। সকালে লোকাল পানি দিয়ে নাস্তা করেছি। এ নিয়ে আয়োজক কমিটির মন্তব্য পাওয়া যায়নি। ইলিয়াস কাঞ্চন-নিপুণের নেতৃত্বের কার্যনির্বাহী কমিটিও অনুপস্থিত পিকনিকে। এমনকি ডিপজল, রুবেল, ইমন, জয় চৌধুরী সহ কমিটির অনেকেই অংশ নিতে দেখা যায়নি এই আয়োজনে। 
০২ মার্চ ২০২৪, ১৪:৪৬

রাম মন্দিরের উদ্বোধন, ১০০ সিনেমার শুটিং বাতিল
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে সোমবার (২২ জানুয়ারি) । এ উপলক্ষে ১০০ সিনেমার শুটিং বাতিল করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ (এফডব্লিউআইসিই)।  এফডব্লিউআইসিই’র সভাপতি বিএন তিওয়ারি বলেন, আমরা ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছি। ওইদিন প্রায় ১০০টি সিনেমার শুটিং বাতিল করা হয়েছে। এদিন কোনো শুটিং হবে না। কারণ আমাদের সমস্ত কর্মীদের ছুটি দেওয়া হয়েছে। টেলিভিশন ও ওটিটির ক্ষেত্রে শুটিং ও সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা থাকে, তাই প্রযোজকদের উদ্বেগের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে বিএন তিওয়ারি বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শুটিংয়ের জন্য বৈধ কারণসহ একটা অনুরোধ পত্র পাওয়ার পরই শুটিংয়ের অনুমতি দেওয়া হবে।
২১ জানুয়ারি ২০২৪, ২১:১৩

কর্মবিরতির ডাক, শুটিং বন্ধ!
হলিউডের ধর্মঘটের কিছুটা আঁচ লাগলো টালিউড ইন্ডাস্ট্রিতে। মঙ্গলবার (১৬ জানুয়ারি)  সকালে ইলেকট্রিশিয়ান গিল্ড টালিগঞ্জে কর্মবিরতির ডাক দেয়। ফলে সকাল থেকেই একাধিক সিনেমা ও সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলছে, কলকাতার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে সংগঠনটির আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। ফলে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। মূলত ইলেকট্রিশিয়ান গিল্ডের নির্বাচনের আগে কিছু অভিযোগ তুলে মঙ্গলবার ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের একাংশ সকাল থেকেই কর্মবিরতির ডাক দেন।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিরিয়ালের এক সহকারী পরিচালক বললেন, সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেকক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে। তা হলে টালিগঞ্জে মঙ্গলবার  (১৬ জানুয়ারি) থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ থাকবে? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না।  
১৬ জানুয়ারি ২০২৪, ২২:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়