• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে নির্বাচন কমিশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৮, ১২:১৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সোয়া ১১টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে নির্বাচনের উপকরণ সরবরাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে সিদ্ধান্ত হবে।

তারিখ নির্ধারণের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

এদিকে, সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশিন এবং বাংলাদেশ বেতার একযোগে প্রচার করবে বলে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন থেকে সংযোগ নিয়ে প্রচার করতে পারবে।

অন্যদিকে, বৃহস্পতিবার ডাকা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার তফসিল ঘোষণা হবে- এ কারণে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচি স্থগিত করেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন ইসি আলমগীর
চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন
উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত হলেন যারা
X
Fresh