• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ০০:৪৪
নির্বাচন ভবন
ছবি : সংগৃহীত

ইউপি চেয়ারম্যান হিসেবেপদত্যাগনা করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারা না পারার আইনি জটিলতায় আটকে গেছে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন সোমবার (১৩ মে) হাইকোর্টের নির্দেশনায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা- এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে

ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না সোমবার বিকেলে নির্বাচন স্থগিত করে গণ-বিজ্ঞপ্তি জারি করেছেন রিটার্নিং অফিসার চতুর্থ ধাপে উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল আগামি জুন

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, চতুর্থ ধাপে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলার মাইজখার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধানসহ পদে প্রার্থী

কিন্তু রোববার (১২ মে) মনোনয়নপত্র বাছাইকালে শাহ সেলিম প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহাল থাকা এবং হাইকোর্টের রিটেরপ্রয়োজনীয় কাগজপত্রনা থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং অফিসার কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ

শাহ্ সেলিম প্রধান বলেন, বাছাইয়ের দিন উচ্চ আদালতের নির্দেশনার সকল কাগজপত্র জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং অফিসারের ভুল ব্যাখ্যায় জটিলতা তৈরি করে মনোনয়নপত্র প্রথমে বাতিল পরে স্থগিত রাখা হয়

তিনি বলেন, মনোনয়নপত্র বাতিল হতে পারে এমন আশংকায় আগেই গত মে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করি এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যউপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা- এর উপধারা- ()’ কে চেলেঞ্জ করি

গত মে বিচারপতি মো. ইকবাল কবির বিচারপতি মো. আখতারুজ্জামান এর বেঞ্চ আমার মনোনয়নপত্র গ্রহণ এবং নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের জন্য নির্দেশনা দেন

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রিট পিটিশনের জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চ আদালত ইসি থেকে ন্যায় বিচার পাবো আশা করি

এদিকে উচ্চ আদালতের নির্দেশে চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করার বিষয়ে ইসি থেকে চিঠি পাওয়া গেছে পরে তা বাস্তবায়ন করতে বিকালে বিধি মোতাবেক রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন স্থগিত করে গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন স্থগিত
আ.লীগের আয়-ব্যয় বেড়েছে, ফান্ডে জমা সাড়ে ৯০ কোটি টাকা
নির্বাচন কমিশনে আজ আয়-ব্যয়ের হিসাব দেবে আ.লীগ
দুই পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা ইসির