• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সারিন গ্যাস হামলার ভয়ে খালি করা হলো ফেসবুক অফিস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৯, ২০:২০
সারিন গ্যাস
সংগৃহীত ছবি

বিষাক্ত সারিন গ্যাস হামলায় ভয়ে ক্যালিফোর্নিয়ার ফেসবুক কার্যালয়ের চারটি ভবন খালি করা হয়। সোমবার এই হামলার আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও শেষে জানা যায়, সারিন গ্যাস হামলার আশঙ্কাটি ভুল ছিল।

মার্কিন গণমাধ্যম সিনেট এক প্রতিবেদনে জানায়, ফেসবুকের এক মেল রুমে একটি প্যাকেজ আসে। স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে আসা ওই প্যাকেজে সন্দেহজনক কিছু আছে বলে ধারণা করা হচ্ছিল। এরপরই অফিস ভবন থেকে কর্মীদের সরিয়ে ফেলা হয়।

এ সম্পর্কে ইমেইলের মাধ্যমে ফেসবুকের এক মুখপাত্র বলেন, আমরা আশেপাশের চারটি ভবন থেকে সব কর্মী সরিয়ে দিই। এরপর স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত শুরু করি। কর্তৃপক্ষ সন্দেহজনক ওই প্যাকেজটি পরীক্ষা করে জানায়, এতে বিষাক্ত কোনও পদার্থের উপস্থিতি নেই। ফলে সবার জন্য ভবনগুলো খুলে দেয়া হয়।

ফেসবুকের এই ঘটনার পর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা শঙ্কার বিষয়ে আবারও আলোচনায় এলো। এর আগে ২০১৮ সালে ইউটিউবের প্রধান কার্যালয়ে তিনজনকে গুলি করে এক নারী। ইউটিউবের প্রতি ক্ষিপ্ত থাকার কারণে তিনি এই কাজ করেছিলেন।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh