• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ধুঁকে ধুঁকে চলছে রিয়াদ স্কুলের বাংলা শাখা

ইমরুল হাসান

  ০৬ নভেম্বর ২০১৬, ১১:০৫

প্রবাসী বাংলাদেশি পরিবারের ছেলে-মেয়েদের জন্য দূতাবাসের পরিচালনায় সৌদি আরবের রাজধানীর ‘রিয়াদ স্কুল অ্যান্ড কলেজ’-এ চালু রয়েছে বাংলা শাখা। তবে এর লেখাপড়ার মান নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা।

শ্রেণিকক্ষের অপর্যাপ্ততা, কারণ ছাড়াই শিক্ষার্থীদের বেতন বাড়ানোসহ নানা অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ ও কমিটির বিরুদ্ধে। শীতাতপ ব্যবস্থার অভাবে প্রচণ্ড গরমে ক্লাসে অসুবিধা হওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে আসার আগ্রহ হারাচ্ছে। এ ব্যাপারে দূতাবাসের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন অভিভাবকরা।

নিয়মানুসারে দু’বছরে অভিভাবকদের সরাসরি ভোটে পরিচালনা পর্ষদ গঠনের কথা থাকলেও বর্তমান কমিটি তা মানছে না। শিক্ষক স্বল্পতার অজুহাতে নতুন ৬৩ শিক্ষককে নিয়োগ দিলেও, জামানতের বড় একটি অংশ খরচের অভিযোগ ওঠেছে কমিটির সদস্যদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদরুল আলম।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম জানান, এ বিষয়ে দ্রুত অভিভাবক, স্কুল কমিটি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
X
Fresh