• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নিজ হাতে লেখা চিরকুটে ফ্রান্স আ.লীগের কমিটি ঘোষণা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:২৮

নিজ হাতে লেখা চিরকুটে ফ্রান্স আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমদ সেলিম। এতে সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান।

নতুন কমিটিতে এম এ কাশেমকে সহ-সভাপতি ও দিলওয়ার হোসেন কয়েছকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

প্রধানমন্ত্রী ‘ওয়ান প্লানেট’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে এ কমিটি ঘোষণা করেছেন। এতে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের এই শাখাটির দীর্ঘ দিনের দ্বন্দ্বের অবসান ঘটলো।

বুধবার প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দেয়ার আগে ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ইন্টারন্যাশনাল প্যারিস লি গ্রাভে (অপেরা)- হোটেল রুমে মতবিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সামনে হাতে লেখা একটি চিরকুট ধরিয়ে দেন।

এ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইং কিমের আমন্ত্রণে প্যারিসে অনুষ্ঠেয় ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে অংশ নেন।

এর আগে গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট প্যারিসের চার্লস দ্যাগল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।

সেসময় ফ্রান্সের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার বিকেলে তার দেশে পৌঁছার কথা রয়েছে।

ওয়াই/এসআর

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘হিটস্ট্রোকে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh